Bangla friendship bondhu sms

Bangla friendship sms ( বন্ধুত্ব এসএমএস) :


যেমন ছিলাম তেমন আছি,
বন্ধু তোমার পাশা-পাশি,
ভাবছো হয়তো ভুলে গেছি,
কেন ভাবছো মিছে-মিছি ।
যদি তোমায় ভুলে যেতাম,
তাহলে কি আর এসএমএস করতাম ?


বন্ধু মানে অবহেলা নয়,
বন্ধুকে আপন করে নিতে হয়,
বন্ধু হল সুখ- দুঃখের সাথী,
এমন বন্ধু রেখো না যে তোমার করে ক্ষতি !!


bangla bondhu friendship sms


বিধাতার হাতে লিখা,
কার সাথে কার হবে দেখা ।
কেউ যানে না কবে কখন ,
কার সাথে গিয়ে মিলবে জীবন ।
তবুও থাকে একটি চাওয়া,
মনের মত বন্ধু পাওয়া ।


রাতের রঙ কালো, জোসনা দেয় আলো ।
আকাশের রঙ নিল, তারা ঝলে ঝিলমিল ।
গোলাপের রঙ লাল, আমাদের বন্ধুত্ব থাকবে চিরকাল ।


প্রানের চেয়ে প্রিয় তুমি বন্ধু আমার,
হাজার বছর বেঁচে রবে বন্ধুত্ব দুজনার ।


bangla friendship bondhu sms


একটা জীবন মানে একটা গল্প,
একটা মন মানে একটা ভালোবাসার মন্দির,
একটা প্রেম মানে একটা সোনালি স্বপ্ন ,
একটা মিলন মানে একটা সুখের সর্গ ,
আর একটা বন্ধু মানে বেঁচে থাকার প্রেরনা ।


ভালো লাগার কিছু স্বপ্ন , মন ছুঁয়ে যায়,
ভালো লাগার কিছু গল্প, জীবন রাঙায় ,
ভালো লাগার কিছু মানুষ , বন্ধু হয়ে রয় ,
ভুলতে চাইলেও তাকে ভুলার মত নয় ।


যে তোমার শুখে আনন্দিত হয়,
যে তোমার কষ্টে দুঃখ পায়,
যে তোমার নিরবতার কারন খোঁজে ,
সে ই তোমার প্রকৃত বন্ধু ।


বন্ধুত্ব শুনিল আকাশের সেই রুপালী চাঁদ,
যাকে দেখা যায় কিন্তু ছোঁয়া যায়না ,
বন্ধুত্ব সেই সুন্দর সৃতি যাকে আজিবন মনে রাখা যায়,
কিন্তু ভুলা যায় না ।


বন্ধু তুমি এত ভালো, জীবনে আমার ফিরে আসলো,
ভুলে গেছি আধার কালো, তোমার মতো বন্ধুর আলো
সবার জিবনে জালো ।


বাংলা বন্ধু এসএমএস


ফুল ফুটেছে সারি সারি ,
বন্ধু আসবে কবে আমার বাড়ি ,
দেখবো তোমায় দুচোখ ভরে,
আকব ছবি জতন করে,
আসো যদি আমার বাড়ি,
খেলবো দুজন লুকোচুড়ি ।


যতই আমি থাকি দূরে,
তোমায় ভীষণ মনে পড়ে,
আছি আমি তোমার ভাবনায় চিন্তায়,
তোমার মন আকাশে,
কালও ছিলাম আজও আছি,
তোমার পাশে পাশে বন্ধু ।


সুন্দর এই প্রিথিবি, স্নিগ্ধ তার বাতাস,
সপ্নিল এই জীবন, সৃতি ময় তার আকাশ,
শিশির ভেজা পথ কুয়াশায় ঢাকা,
বন্ধু তোমার সাথে কেনো হয় না আমার দেখা ??


 

Facebook Comments
Share Is Care:
a a
Updated: November 14, 2017 — 11:37 am
Bangla love sms © 2017 Bangla Love Sms