Eid sms bangla font

সবাইকে নতুন বছরের ঈদের শুভেচ্ছা । আজ আপনাদের সবার জন্য আছে খুব সুন্দর সুন্দর বাংলা ঈদ মোবারাক এসএমএস কবিতা আর ছন্দের সংগ্রহ । যে সব এসএমএস কবিতা আর ছন্দ আপনি আপনার বন্দুদের সাথে কিংবা ভালোবাসার মানুষের সাথে শেয়ার করতে পারবেন ।  কিছু এসএমএস পরিবার  এর মাঝেও শেয়ার করা যাবে । নিচে এসএমএস আর কবিতা গুলো দেয়া হলোঃঈদ মোবারাক এসএমএস ছবি

বাংলা ঈদ মোবারাক এসএমএস

বাঁকা চাঁদের হাসিতে দাওয়াত দিলাম আসিতে,

আসবে কিনা বাড়িতে ? খেতে দেবো হাড়িতে ।

আসতে যদি নাও পারো, ঈদের দাওয়াত গ্রহন করো

। ঈদ মোবারাক ।


ঈদ মানে খুসি, ঈদ মানে আনন্দ,

ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিভেদ দ্বন্দ্ব,

ঈদ মানে ভুলে যাওয়া যতো দুঃখ ভয়,

ঈদের মত তোমার জীবন টা হোক দীপ্তিময় ।

*** ঈদ মোবারাক ****


রং লেগেছে মনে, মধুর এই ক্ষনে,
তোমায় আমি রাঙিয়ে দিবো ইদের এই দিনে ।
ঈদ মোবারাক


ঈদের এই খুশীর দিনে, তোমায় পড়ে মনে,
তুমি কাছে এলে দুঃখ যাই সব ভুলে,
তুমি দূরে গেলে কষ্ট গুলো বাড়ে ,
তাইতো তোমায় রেখেছি আমার মনের একটি কোনে ।
ঈদ মোবারাক


বাংলা ঈদ এস এম এস কবিতা


নীল আকাশে ঈদ এর চাঁদ
ঈদের আগে চাঁদনী রাত,
ঈদ হলো খুশীর দিন
দাওয়াত রইলো ঈদের দিন,
ভালো থেকো সীমাহীন,
ঈদের দিনটা তোমার হোক রঙিন,
ঈদ মোবারাক


ইদ এস এম এস ২০১৮ঃ


ইদের দাওয়াত দিলাম বন্ধু, আসবে আমার বাড়ি,
অনেক কথা জমে আছে, বলবো তোমায় আমি,
না আসলে তোমার সাথে বলবো না আর কথা,
কোন দিন পাবে না তুমি আমার দেখা ।


মেঘলা আকাশ মেঘলা দিন,
ইদের বাকি এক দিন,
আসবে সবার খুশীর দিন,
কাপর চোপড় কিনে নিন,
গরিব দুঃখীর খবর নিন,
দাওয়াত রইলো ইদের দিন ।
**** ঈদ মোবারাক ****


নতুন চাঁদের আগমনে,
সাড়া জাগলো এ মনে,
ঈদ এলো পবিত্র দিনে,
দুঃখ বেদনা ভুলে গিয়ে,
এনজয় করো ইদের দিনে ,
দাওয়াত দিলাম তোমার তরে,
পারলে এসো আমার ঘরে,
ঈদ মোবারাক


আকাশে উঠেছে নতুন চাঁদ,
দিলাম তোমায় ইদের দাওয়াত,
দাওয়াত দিলাম আসবে বলে,
না আসলে আনবো ধরে,
তাতেও যদি না আসতে চাও,
এসএমএস দিয়ে ঈদ মোবারাক জানাও ।


ঈদের এসএমএস ছন্দঃ


ঈদের হাওয়া লাগুক প্রানে,
মন ভরে যাক নতুন গানে ,
ঘুম ঘুম চোখে স্বপ্নিল চাওয়া,
ঈদে হোক সবকিছু পাওয়া ।
ঈদ মোবারাক


পড়েছে আজ চাঁদের নজর,
তাইতো পেলাম ঈদের খবর,
হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,
সবাই পেলো ঈদের বাতাস,
সবাইকে ঈদের শুভেচ্ছা ।
—– ঈদ মোবারাক ——


 

Similar Posts:

Share Is Care:

নিচের কমেন্ট বক্সে আপনার মতামত বা এসএমএস শেয়ার করুন ।

Updated: February 7, 2018 — 12:50 pm
Bangla love sms © 2017 Sms portal