প্রিয় বন্ধুরা airtel balance check করা খুবই সহজ একটা ব্যাপার । তিনটি উপায়ে আপনি আপনার এয়ারটেল একাউন্ট এর ব্যালেন্স চেক করে জানতে পারেন । একটা উপায় হলো USSD কোড ডায়াল করে আর অপরটি হলো Android ফোনের অ্যাপস থেকে, আর তিন নাম্বার টি হলো অনলাইনে এয়ারটেল এর ওয়েবসাইট থেকে । আমরা আজ তিন টি পদ্ধতি নিয়েই আলোচনা করবো ।
Airtel balance check করার উপায় সমূহঃ
এখানে আমরা এয়ারটেল একাউন্ট এর ব্যালেন্স কিভাবে জানা যায়, তার জন্য তিনটি পদ্ধতি দেখিয়ে দেবো । আপনি যে কোন এক ভাবেই আপনার একাউন্ট এর টাকা জেনে নিতে পারবেন । তো চলুন দেখে নেয়া যাক সেই পদ্ধতি গুলোঃ
USSD কোড ডায়াল করে :
একটি মাত্র USSD কোড *778# ডায়াল করে জেনে নিতে পারেন আপনার এয়ারটেল এর বর্তমান ব্যালেন্স । এটি অনেক পুর্ব থেকেই আমরা ব্যাবহার করে আসছি । যদিও এখন নতুন আরেকটি কোড দিয়েও Airtel Balance জানা যায় । সেটা নিচে দেয়া আছে ।
আপনার মোবাইল থেকে Dial করুন *1# , এটা আপনি যেকোন মোবাইল থেকেই করতে পারবেন । মানে হলো আপনার জাভা ফোন বা সিম্পল বাটন ফোন অথবা Android ফোন যেটাই হোক, তা থেকে এই একটা USSD Code দিয়ে আপনার একাউন্টে কত টাকা আছে, তা জানা যাবে ।
Read more:>> Airtel bkash recharge offer
Android ফোনের এয়ারটেল অ্যাপস থেকে :
গুগলের Play Store থেকে বাংলাদেশের এয়ারটেল My Airtel এপস টি প্রথমে আপনার মোবাইলে Install করে নিতে হবে । আপনার মোবাইল টি অবশ্যই Android হতে হবে । My Airtel এপটি ইন্সটল করার পর । আপনার আপনার সিম এর নাম্বার দিয়ে লগিন করে নিতে হবে । তার জন্য এপটি ওপেন করার পর নাম্বার চাইবে তখন নাম্বার টি দিলে আপনাকে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, সেই কোড নাম্বার টি প্রবেশ করালে লগিন হয়ে যাবে । তারপর নিচের ছবির মত আপনার সিম এর একাউন্টে কত টাকা আছে, কত এম বি ডাটা আছে, কত মিনিট বান্ডেল আছে সব কিছুই এক সাথে দেখতে পারবেন ।
এয়ারটেল এর ওয়েবসাইট থেকে :
Airtel Bd এর ওয়েবসাইট থেকে আপনি আপনার এয়ারটেল সিম এর একাউন্ট ব্যালেন্স জানতে পারেন । সে জন্য প্রথমে আপনাকে Airtel Bd এই ওয়েব সাইটে যেতে হবে, তারপর আপনার এয়ারটেল নাম্বার দিয়ে লগিন করে নিতে হবে ।
login করার জন্য প্রথমে আপনি ওয়েব সাইটের উপর এর ডান দিক থেকে Login এ ক্লিক করতে হবে । লগিন এ ক্লিক করার পর একটি ফর্ম আসবে, সেখানে আপনার নাম্বার টি দিয়ে Request for OTP তে ক্লিক করতে হবে । সাথে সাথে আপনার মোবাইলে একটা ৬ সংখ্যার কোড যাবে, সেটা দিলেই লগিন হয়ে যাবে ।
যদি Airtel Bd এর ওয়েবসাইটে আপনার একাউন্ট আগে থেকে না থাকে, তাহলে আগে একটি একাউন্ট খুলে নিতে হবে । একাউন্ট খুলতে Signup এ ক্লিক করে একাউন্ট খুলে নিতে পারবেন । তার পর থেকে আপনি আপনার একাউন্ট ব্যালেন্স এখান থেকেই দেখতে পারবেন বা চেক করতে পারবেন ।
গুরুত্বপূর্ণ টিপস :
বর্তমানে আপনি আপনার এয়ারটেল সিম Airtel Bd ওয়েব সাইট থেকেই রিচার্জ করতে পারবেন । আর অন্যান্য প্যাকেজ যেমন, ইন্টারনেট ডাটা, SMS pack, টকটাইম ইত্যাদিও কিনতে পারবেন এই সাইট থেকে । এচাড়াও My Airtel Apps থেকেও এই কাজ গুলি আপনি করে নিতে পারবেন ।
আমাদের লেখায় যদি আপনার সামান্যও উপকার হয়ে থাকে, তাহলে অন্যদের সাথে এই লিখাটি শেয়ার করে দিবেন । সবাই অনেক অনেক ভালো থাকবেন । এই কামনায় আল্লাহ্ হাফেজ ।