আপেল png ছবি (Apple png pictures) দেয়া হলো । আপেল একটি বারোমাসি ফল। বছরের সব সময়, সব সিজনেই আপেল পাওয়া যায়। আপেল বিভিন্ন জাতের হয়ে থাকে। তবে সব জাতের আপেল ই অনেক মজা ও সুস্বাদু। ছোট বড় সব বয়সের মানুষই আপেল খুব বেশি পছন্দ করে। বাচ্চারা আপেল কামড় দিয়ে খেতে পছন্দ করে আর বৃদ্ধরা আপেলের রস খেতে পছন্দ করে। আপেল দিয়ে বিভিন্ন আইটেম তৈরি করা যায়। যেমন জ্যাম, জেলি, জুস ইত্যাদি। আপেলের সবচেয়ে বড় গুন হচ্ছে আপেল অনেক দিন সংরক্ষণ করা যায়। এছাড়াও আপেল একটি বিখ্যাত ফল। বিশ্বের বড় বড় কোম্পানিগুলো আপেলকে তাদের ব্যবসা এর লোগো হিসেবে ব্যবহার করে। আপেলের রয়েছে অনেক ঔষুধী গুন। অনেক মনিষীরা বলে রোজ একটি করে আপেল খান আর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না।শুধু ঔষুধী গুন নয়,অনেক গুনেও ভর পুর আপেল।বাংলাদেশে আপেলের ব্যবসা অনেক জনপ্রিয়। কারণ অন্যান্য ফলের তুলনায় এ দেশে আপেলের চাহিদা অনেক বেশি। আপেল খেতে যেমন মিষ্টি তেমনি আপেলের চাষও অনেক সহজ।