আরিফ নামের অর্থ কি ?

আরিফ নামের অর্থ কি ? প্রিয় পাঠক, আজকে আমরা যে নামটি নিয়ে আলোচনা করব তা হল “আরিফ”। বাংলা ইসলামিক নাম হিসেবে এই নামটি খুবই সুপরিচিত। আজকে আমরা জানবো আরিফ নামের অর্থ কি? আরিফ নামের আরবি অর্থ কি? আরিফ নামের ইসলামিক ব্যাখ্যা কি? আরিফ শব্দ দিয়ে কিছু সুন্দর সুন্দর নামের তালিকাও এই আর্টিকেলে আপনারা পাবেন।

আরিফ নামের অর্থ কি ?

“আরিফ” একটি আরবি শব্দ যার একাধিক অর্থ রয়েছে। কিছু অর্থ নিচে উল্লেখ করা হলো:
জ্ঞান-সমৃদ্ধ, বিজ্ঞ
অভিজ্ঞ, জ্ঞানী
বুদ্ধিমান, বিশেষজ্ঞ
সুদক্ষ, দায়িত্বশীল ব্যক্তি
সম্যকভাবে জ্ঞাত

আরিফ নামের আরবি অর্থ কি ?

আমরা ইতোমধ্যে জেনেছি আরিফ একটি আরবি নাম। এই আরবে শব্দটির বাংলা অর্থ জ্ঞানী বুদ্ধিমান বিচক্ষণ ইত্যাদি।আরিফ নামের অর্থ কি

আরিফ নামের ইংরেজি অর্থ কি ?

আরবি আরিফ (Arif) শব্দটির ইংরেজি অর্থ হলো: Knowledgeable, Learned, Expert, Authority ইত্যাদি।

আরিফ নামের ইসলামিক ব্যাখ্যা কি ?

আরিফ একটি ছোট, সহজ ও সুন্দর ইসলামিক নাম। মুসলিম ছেলে সন্তানের জন্য এটি একটি মানানসই না নাম।
আমরা জানি, ইসলামে একটি সুন্দর অর্থপূর্ণ ইসলামিক নাম রাখার উপরে অনেক জোর দেয়া হয়েছে। কেননা কোন মানুষের পরিচয়ের গুরুত্বপূর্ণ মাধ্যম হলো তার নাম। ছাড়া মানুষের চরিত্রের উপর তার নামের কিছুটা হলেও প্রভাব থাকে।

Read More  রিয়া নামের অর্থ কি ?

আরো জানুনঃ>>> মিম নামের অর্থ কি

আরিফ নামটি শাব্দিক অর্থ আমরা ইতোমধ্যে জেনেছি। মাওলানা সাইয়্যেদ কামাল উদ্দিন জাফরী এই নাম টি সম্পর্কে একটি চমকপ্রদ ব্যাখ্যা দিয়েছেন। এটিএন বাংলা টিভির একটি অনুষ্ঠানে আরিফ নামের অর্থ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন:
“আরিফ মানে হল যে খুব বেশি চিনে, জানে ও বুঝে। ”

কবি বলেন “যখন উকাত শহরে বিদেশী কোন মুসাফিরের দল এসে নামতেন, তখন একজনকে তাদের কাছে পাঠিয়ে দেয়া হতো জিজ্ঞেস করার জন্য যে কে আছে তোমাদের মধ্যে আরিফ? ”
অর্থাৎ কে সবচেয়ে বেশি বোঝে বা কে নেতৃত্ব দিচ্ছে এমন লোককে তালাশ করা হচ্ছে “আরিফ” হিসেবে।

আরিফ শব্দ দিয়ে কিছু সুন্দর সুন্দর নাম :

আরিফ আজাদ
আরিফ বিল্লাহ
মাহমুদুল্লাহ রিয়াদ
আরিফুর রহমান
আরিফ আহমেদ
শাহরিয়ার আরিফ
মুহাম্মদ আরিফ
আরিফ মাহতাব
আরিফ আদনান
আরিফ আনসার
আরিফুল হক
আরিফ সোহান

সুন্দর নাম রাখা সম্পর্কিত গুরুত্বপূর্ণ হাদিস :

১. আবু ওয়াহব আল-জুশামী (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি ছিলেন সাহাবী। নবী (সাঃ) বলেনঃ তোমরা নবীগণের নামানুসারে নাম রাখো। নামসমূহের মধ্যে আল্লাহর নিকট প্রিয়তর হচ্ছে আবদুল্লাহ ও আবদুর রহমান। যথার্থ নাম হচ্ছে হারিস (চাষী) ও হাম্মাম (দাতাবারানী) এবং সবচেয়ে নিকৃষ্ট নাম হচ্ছে হারব ও মুররা। -(নাসাঈ, আবু দাউদ, আহমাদ)

Read More  মেয়েদের ফেসবুক আইডির নাম

২. হযরত আয়েশা রাদিয়াল্লাহু তা’আলা আনহা হতে বর্ণিত:
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিকৃষ্ট নামসমূহ পরিবর্তন করে (ভালো নাম রেখে) দিতেন।
সহীহ : সহীহাহ্‌ (২০৭, ২০৮)।
জামে’ আত-তিরমিজি, হাদিস নং ২৮৩৯
হাদিসের মান: সহিহ হাদিস

৩. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ” কেয়ামতের দিন তোমাদের নিজের নাম ও পিতার নামে ডাকা হবে। সুতরাং তোমরা সুন্দর নাম রাখো। ”
(আবু দাউদ- হাদিস নম্বর ৪৩০০)

আরিফ নামটি সম্পর্কে আমাদের মন্তব্য :

আরিফ নামটির সঠিক অর্থ ইসলামিক ব্যাখ্যা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের দৃষ্টিতে নামটির অর্থ খুবই ভালো। তাছাড়া এই আর্টিকেলে আমরা এটাও জানার চেষ্টা করেছি একটি সুন্দর ইসলামিক নাম রাখা সন্তানের জন্য কতটা গুরুত্বপূর্ণ।
আরিফ নাম কি আপনার সন্তানের জন্য উপযোগী কিনা সেটা সম্পূর্ণ আপনার পছন্দের উপর নির্ভরশীল। কিন্তু আমাদের দেওয়া তথ্য আপনার জন্য উপকারী হলে আমাদের সঙ্গেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *