আসতাগফিরুল্লাহ অর্থ কি এবং কখন এটা বলতে হয়

আসতাগফিরুল্লাহ অর্থ কি তা জানবো আমরা এখন এবং এই নিয়ে সামান্য আলোচনা করবো । আসুন জেনে নেই এর মূল অর্থ কি । এটি একটি আরবি শব্দ ।

যার মূল অর্থ হলোঃ আমি (মহান) আল্লাহ্‌র নিকট ক্ষমা চাই

আসুন এবার জেনে নেই কখন আমরা এটা বলবোঃ

১। কখনো কোন ভুল করে ফেললে ।
২। কোন পাপ কাজ হয়ে গেলে ।
৩। মিথ্যে কথা বলে ফেললে ।
৪। কোন কারাফ কাজ দেখলে ।

আমরা অনেকেই জানি না, কখন এটা বলতে হয় । আসলে আমাদের দ্বারা কোন খারাফ কাজ হয়ে গেলেই, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিৎ । কারণ আল্লাহ্‌র কাছে ক্ষমা চাইলে আল্লাহ্‌ খুশী হন । আমরা মানুষ, আর মানুষ মাত্রই ভুল বা অপরাধ । অনেকেই জেনে অপরাধ করে আবার অনেকেই না আজে পাপ করে । তবে আমরা অপরাধী সবাই আল্লাহ্‌র কাছে । কাজেই আমাদের ক্ষমা চাওয়াতে কোন লজ্জা নেই । আমাদের এই লিখা যদি আপনার সামান্যতম উপকারে আসে, তাহলে শেয়ার করবেন । ধন্যবাদ ।

2 Comments

  1. সত্যিই আস্তাগফিরুল্লাহ মুসলমানদের জন্য বিশেষ একটি জিকির যেটার মাধ্যমে আল্লাহ পাকের কাছ থেকে সহজে মাফ পাওয়া যায়

  2. আলহামদুলিল্লাহ,খুব সুন্দৰ,কাৰণ আমৰা বেছিভাগেই কোৰআনেৰ অৰ্থ বুজিনা,খুব সুবিধা হইয়াছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *