Ayatul kursi bangla

Ayatul kursi bangla and arabic is here for you. In this post you will get this dua in bangla and arabic. At first we will write arabic and after that we will write it in bangla meaning and pronunciation. So lets see that in the below.Ayatul kursi bangla

Ayatul kursi arabic : 

ٱللَّهُ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ ٱلْحَىُّ ٱلْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُۥ سِنَةٌۭ وَلَا نَوْمٌۭ ۚ لَّهُۥ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۗ مَن ذَا ٱلَّذِى يَشْفَعُ عِندَهُۥٓ إِلَّا بِإِذْنِهِۦ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَىْءٍۢ مِّنْ عِلْمِهِۦٓ إِلَّا بِمَا شَآءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ ۖ وَلَا يَـُٔودُهُۥ حِفْظُهُمَا ۚ وَهُوَ ٱلْعَلِىُّ ٱلْعَظِيمُ ٢٥٥

Ayatul kursi bangla :

আল্লা-হু লা-ইলা-হা ইল্লা-হুওয়া আল হাইয়ুল কাইয়ূমু
লা-তা’খুযুহু ছিনাতুওঁ ওয়ালা-নাওমুন
লাহ্ মা-ফিছ ছামা-ওয়াতি ওয়ামা-ফিল আরদি
মাং যাল্লাযী ইয়াশফাউ ইংদাহ্ইল্লা-বিইযনিহী
ইয়া’লামু মা-বাইনা আইদীহিম ওয়ামা-খালফাহুম
ওয়ালা ইউহীনা বিশাইইম্ মিন ইলমিহী-ইল্লা-বিমা-শা ~ আ
ওয়াছি‘আ কুরছিইয়ুহুছ ছামাওয়াতি ওয়াল আরদ
ওয়ালা-ইয়াউদুহু হিফজুহুমা- ওয়া হুওয়াল ‘আলিইয়ুল আজীম ।

আয়াতুল কুরসি এর বাংলা অর্থঃ

আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই, আল্লাহ্‌ জীবিত, তিনি সবকিছুর ধারক। তাকে নিদ্রা স্পর্শ করতে পারে না এবং তন্দ্রাও নয়। আসমান ও যমীনে যা কিছু রয়েছে, সবই কিছুর মালিক তিনি । কে আছো এমন, যে সুপারিশ করবে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই কিছুই আল্লাহ্‌ জানেন। তাঁর জ্ঞানসীমা থেকে তারা কোন কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু আল্লাহ্‌ ইচ্ছা করেন। তাঁর সিংহাসন সমস্ত নভোমন্ডল ভূমন্ডল পরিবেষ্টিত করে আছে। আর এইগুলোকে ধারণ করা তাঁর পক্ষে কঠিন নয়। আল্লাহই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান।

শেষ কথাঃ

আয়াতুল করসি এর অনেক অনেক ফযিলত আছে । যেকোন বিপদ আপদে এটা অনেক উপকারী । বিপদে এটা বেশী বেশী পড়লে আল্লাহ্‌ সব বিপদ আপদ দূর করে দেন । আমরা ছোট বেলা থেকেই এটা বাবা মায়ের কাছে শিখে ফেলি । তবে যারা ছোট বেলায় এটা শিখতে পারেন নি । তাঁরা চাইলে এখান থেকেও শিখে নিতে পারেন । কারণ এখানে এর আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ সব কিছুই একা সাথে দেয়া আছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *