প্রেমের কবিতা গল্প – বাধাহীন প্রেম

বাধাহীন প্রেম

মজার একটা গল্প বলি
দারুন মজার গল্প,
আনন্দ তার গল্প জুড়ে
দুঃখ আছে অল্প।

এপার বাংলা ওপার বাংলা
মাঝখানে এক নদী
এপাশে তে হৃদয় থাকে
ওপাশে তে হৃদি।

প্রেমের গল্প কাঁটাতারের
গল্প এক বাধার
প্রেমের আলো দিয়েই যে
কাটবে সব আঁধার।

খোলা চুলে মেয়েটি যখন
উঠোনেতে দাঁড়ায়
ওপাশ থেকে ওই ছেলেটি
পিছন ফিরে তাকায়।

এপারের হৃদয় যখন
মেয়েটির ছবি আঁকে
ওপাশ থেকে সবাই কেন
ছেলেটিকে ডাকে?

মুচকি হাসি হেসে মেয়েটি
ইশারাতে বলে,
দুষ্টু তুমি এই যে ছেলে
পড়ছি না যে ছলে।

আকাশে বৃষ্টি নামবে, নামবে অন্ধকার
ছেলেটি এখনও দাঁড়িয়ে আছে
ফিরবে না তবু আর।

প্রিয়তমা সায় দিয়েছে
মন চায় ছুটে যেতে
মন চায় তোমাকেই শুধু
আমার কাছে পেতে।

ঝড় হচ্ছে বৃষ্টির সাথে
তীব্র বজ্রপাত,
সন্ধ্যে থেকে হচ্ছে এখন
দীর্ঘ কাল রাত।

প্রেমের টানে মায়ার গানে
ছেলেটি হতবাক
পেছন থেকে মেয়েটি তাকে দিচ্ছে
সেকি ডাক!

মনে পড়ে যায় সেই লাল গোলাপের কথা
পাপড়ি গুলো এলোমেলো আজ,
ছড়িয়ে যথা তথা।

গোলাপের রং কালচে হলো,
প্রেমের রংটা লাল,
তবুও প্রেম থাকবে টিকে
থাকবে চিরকাল।

গোলাপ ফুল এর রং যাইহোক
ভালোবাসার প্রতীক,
টাটকা-মরা যাই হোক না
ভালোবাসাই সঠিক।

অজানায় পাড়ি জমায়
দুটি গোলাপ ফুল
এই দুনিয়ায় নিষ্পাপ তারা
নেই যে তাদের ভুল।

নতুন করে বাঁচতে শেখে
আবার দুটি জীবন
জুড়ে যায় পৃথিবীর বুকে
আরও দুটি মন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *