Bangla funny jokes are most popular to every romantic peoples. For those peoples we have posted here so many bangla funny jokes status. If you want to share these jokes in your Facebook, than these bangla funny jokes, you can share. Because here all jokes are most popular and nice. So every friends of you, must like these quotes. Bangla funny jokes are really best way to laugh someone. I also like to read bangla funny jokes and sms. Also like to share everyone.
Bangla funny jokes:
আমেরিকায় এক গবেষণায় দেখা গেছে:
বেকারদের খেলা: বাস্কেটবল।
শ্রমিকদের খেলা: ফুটবল।
ফোরম্যানদের খেলা: বেসবল।
ম্যানেজারদের খেলা: টেনিস।
সিইওদের খেলা: গলফ।
সিদ্ধান্ত: কর্পোরেট কাঠামোতে যে যত উঁচুতে, তার বল তত ছোট
ওমর সানী আর মৌসূমী ট্রেনে করে যাচ্ছে, তাদের সাথে একজন বৃদ্ধও ছিল।
মৌসূমী-আমার গালে ব্যাথা করতেছে
ওমর-আমি চুমু দিলেই ঠিক হয়ে যাবে
তখন বুডো লোকটি বলে ঊঠল–বাবা আমি বড় কষ্টে আছি, তুমি কি পাইলসের চিকিৎসা কর?
এক কিপ্টে লোক ডাক্তার এর কাছে গেল ইউরিন টেস্টের জন্য | টেস্ট শেষ করে সে তার ইউরিনের বোতল তা সাথে নিয়ে বাসাইয় চলে এল,তখন তার স্ত্রী এইটা দেখে অবাক হয়ে বলল,সে কি? তুমি এইটা নিয়ে এলে কেন???লোকের জবাব, ডাক্তার বলেছে আমার ইউরিনে নাকি সুগার আছে,এখন চিনির যে দাম,তাই এইটা সাথে করে নিয়ে এলাম |
Bangla funny jokes status:
Read More >>> Bangla funny sms
: কী নিয়ে রাস্তায় ঝগড়া করছ তোমরা?
: একটা কুকুর ছানা নিয়ে, স্যার। আমরা স্থির করেছি, যে সবচেয়ে মজাদার মিথ্যা বলতে পারবে, কুকুর ছানাটা তারই হবে।
: বলিস কী! তোদের মতো.. বয়সে মিথ্যা কাকে বলে তো আমরা জানতামই না।
: তা হলে কুকুর ছানাটা আপনিই পেলেন, স্যার।
দুই পিচ্চির কথা হচ্ছে…..
১ম পিচ্চি: জানিস, কাল রাতে স্বপ্নে দেখি আমি ফায়ার সার্ভিসে চাকরি পাইছি এবং এক বাসায় আগুন নিভাইতাছি ।
দ্বিতীয় পিচ্চি: WOW!! দারুন তো তার পর কি হল দোস্ত??
১ম পিচ্চি: কি আর হবে, ঘুম থেকে উঠে দেখি কাম শেষ!!
দ্বিতীয় পিচ্চি: কেনরে, কি হইছিল??
১ম পিচ্চি: আর বলিস না, দেখি…..মুইতা বিছানা ভাসাই দিছি!!!
Nice Bengali funny jokes:
রাতে এক বন্ধুর ফোন এলো। তার সাথে কথা বলতে গিয়ে বললাম,` দোস্ত ওয়েট কর। আমি এখনই আসছি। পাঁচ মিনিটের মধ্যে। দরজার দিকে তাকিয়ে দেখি আম্মা কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছেন। ফোন রাখতেই আম্মা বকতে শুরু করলেন, দিনের বেলা যখন ঘুরতে যাস বন্ধুদের সাথে মানা করিনা। কিন্তু এই রাতের বেলা আবায় কই যাইবি? আমাকে তো একবার ও জিজ্ঞেসও করিসনাই! আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, “কোথায় যাব মানে? আম্ম বললেন তোমার ফোনের কথা আমি সব শুনেছি । দাঁড়া তোর বাবাকে বলতেছি। বলেই নিজের ঘরের দিকে রওনা দিলেন ।
আমি চিত্কার করে বললাম, “আরে আম্মা শোনো, আমি ফেসবুকে যাওয়ার কথা বলছিলাম………!!! (লও ঠ্যালা)
মালিকঃ আমাদের দোকানে যে পচা ডিমগুলো ছিলো সেগুলো কে কিনলো??
কর্মচারীঃ লিয়াকত সাহেব।
মালিকঃ গত বছরের পাঁচ কেজি আটা?
কর্মচারীঃ লিয়াকত সাহেব।
মালিকঃ আর ঐ মেয়াদ শেষ হয়ে যাওয়া সেমাইগুলো?
কর্মচারীঃ লিয়াকত সাহেবই সব নিয়ে গেছেন।
এমন সময়মালিকের মুখকালো হয়ে গেল। কপাল দিয়ে ঘাম ছুটতে লাগলো।
কর্মচারী ভয় পেয়ে জিজ্ঞাস করল- হুজুর আপনার কি শরীর খারাপ লাগছে?
মালিকঃ না, লিয়াকত সাহেবের বাসায় আজ আমার সপরিবারে দাওয়াত আছে।
Best Bangla funny jokes:
এক লোখ পরিচিত এক মেয়েকে বললো! মা তোমার নাম কি?
মেয়ে বললো>- রাহেনা| লোখটি আবার বললো->মা তোমার নাম কি?
মেয়ে বললো- >জ্বি চাচা রাহেনা!
লোখটি বললো->কও কি মা নাম রাহেনা| এত বড় মেয়ে হয়েছ এখনো তোমার নাম রাহেনা| আজি তোমার বাবা মাকে গিয়ে বলবা একটা ভালো নাম রাখতে|
মেয়ে বললো- >চাচা আমার নামই রাহেনা!
লোখটি বললো- >বুঝেছি তো তোমার নাম রাহেনা|
মেয়েটি বললো- >না চাচা আপনি বুঝেন নাই| আমার নাম মোছাঃ রাহেনা খাঁতুন
লোখটি বললো->ও আচ্ছা আগে বলবে তো|
ছেলে:- আই লাভ ইউ।
মেয়ে:- কি?
ছেলে:- মুভিটা দেখতে দারুন তাইনা ?
মেয়ে :- বিড়ালের বাচ্চা।
ছেলে :- কি?
মেয়ে:- দেখতে খুব সুন্দর তাইনা ?
ছেলে:- জুতা দেখেছ?
মেয়ে:- কি?
ছেলে:- আজকে নতুন কিনলাম।
বল্টু বিয়ের উদ্যোগ নিয়েছে…! .
বল্টুঃ বাবা আমার একজনকে পছন্দ হয়েছে।
বাবাঃ ওয়াও! কে এই সৌভাগ্যবতী?
বল্টুঃ জরিনা, আমাদের পাশের বাসার আবুলের মেয়ে।
বাবাঃ উহ! নোহ! আমি তোমাকে কিছু বলতে চাই কিন্তু প্রমিজ করো তোমার আম্মুকে বলবে না।
বল্টুঃ ওকে প্রমিজ।
বাবাঃ আসলে, জরিনা তোর বোন হয়।
বল্টু জরিনাকে ভুলে গেল।
আবার আর ২ মাস পর!!!
বল্টুঃ বাবা, আমি প্রেমে পড়েছি।
আর ওই মেয়েটা অনেক হট।
বাবাঃ ওয়াও! এটা তো অনেক বড় খবর। তা কে সে?
বল্টুঃ সখিনা, আমাদের পাশের বাসার মোখলেছ সাহেবের মেয়ে।
বাবাঃ ওহ! নো! আবার? ব্যাটা এই সখিনাও তোমার বোন লাগে!
এমন করে অনেক দিন চলে গেলো বল্টু তো পাগল হবার দশা, মেজাজ খারাপ করে কাঁদতে কাঁদতে আম্মুর কাছে গিয়ে বলল,
আম্মু এইপর্যন্ত ৬ টা মেয়েকে সিলেক্ট করেছি কিন্তু বাবা বলছে ওই ছ’জনই নাকি আমার বোন।
মাম্মি মাথায় হাত বুলাতে বুলাতে, আহালে আহালে, আমার বাবা কাঁদে না সোনা। তুই যেকোনো মেয়ের সাথে প্রেম কর। বাবার কথা শুনবি না – ও তোর বাবা নয়!!!!
Bangla funny jokes new:
আমেরিকাঃ মোবাইল আমাদের আবিষ্কার।
চায়নাঃ সিমকার্ড আমাদের আবিষ্কার।
জাপানঃ এস.এম.এস আমাদের আবিষ্কার।
বাংলাদেশঃ… মিসকল আমাদের দেশের মেয়েদের আবিষ্কার!!!
বাবা আর ছেলে কথা বলছে:—
বাবা : তুই বিয়ে করবি ?
ছেলে : না ।
বাবা : সেই মেয়ে যদি বিলগেটস এর মেয়ে হয় ?
ছেলে : তাহলে ঠিক আছে। এরপর বাবা ছুটলেন বিশ্ব ব্যাংক এ…..
বাবা : আমার ছেলে কে আপনাদের ব্যাংকের ম্যানেজার করবেন ?
বিশ্ব ব্যাংক : না ।
বাবা : সে যদি বিলগেটস এর জামাই হয় ?
বিশ্ব ব্যাংক : তাহলে ঠিক আছে। এখন বাবা ছুটলেন বিলগেটস এর কাছে……
বাবা : আমার ছেলেকে আপনার মেয়ের সাথে বিয়ে করাবেন ?
বিলগেটস : না ।
বাবা : সে যদি বিশ্ব ব্যাংকের ম্যানেজার হয় ?
বিলগেটস : তাহলে ঠিক আছে।
Bengali funny jokes Latest:
একটি পাগলা গারদে সব পাগল নাচানাচি করছিল.. শুধু একজন পাগল বসে ছিল… ডাক্টার ভাবল সেই পাগলটা মনে হয় ভাল হয়ে গেছে । তাই তাকে জিগ্গেস করা হল সবাই নাচছে তুমি নাচছ না কেন? উত্তরে পাগলটি বলল… ” আরে গাঁধাঁ বিয়ে বাড়ীতে কি জামাই কখনো নাচে….
পল্টু: এখনে চুল কাটাতে কত লাগে?
নাপিত: ৪০ টাকা!
পল্টু: আর সেভ করতে কত লাগে?
নাপিত: ২০ টাকা!
পল্টু: আমার মাথাটা একটু সেভ করে দিন