Bangla funny love letter (bangla font)

bangla funny love letter


বাংলা মজার প্রেম পত্র ঃ

প্রিয়া,

শুরুতেই আমার পক্ষ থেকে এক রাশ রজনী গন্ধা ফুলের শুভেচ্ছা নিও। আশা করি ভালোই আছ,আর আমি চাই তুমি সব সময় ভালো থাকো। যাক সে কথা যে কারনে আজ তোমার কাছে আমার এই চিঠি লেখা। শুনেছি আগামী ১৫ তারিখ তোমার শুভবিবাহ সম্পর্ন হতে যাচ্ছে। তুমিও নাকি এই বিয়েতে রাজি হয়ে গেছ। ভালো খুব ভালো।শুনে আমি খুব খুশি হয়েছি। কারন আমি ভাবতেও পারিনি এত সহজে তুমি আমাকে ভুলে গিয়ে নতুন করে আরেকটি প্রেম করার সুযোগ দিবে। তুমিই ভাবো, এ যাবত কত টাকা নিয়েছি তোমার কাছে তার কোন হিসাব নেই। কিন্তু গত দুই মাস থেকে তুমি আমাকে কোন টাকা না দেওয়ায় আমি ভাবছিলাম তোমার সাথে রিলেসনটা নষ্ট করবো। কিন্তু এখন তো দেখছি তুমিই আমাকে ভুলে যাবে । মনে হচ্ছে মেঘ না চাইতেই বৃষ্টি । যাক সে কথা যেটা বলতে চাচ্ছি, বিয়ের পরে স্বামীর বাড়িতে গিয়ে স্বামীর পাকেট থেকে টাকা চুরি করে আমাকে দিও কেমন।

ইতি, তোমার নালটু প্রেমিক বল্টী


Bangla love letter


 

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x