বাংলা কবিতা
থাকো নমনীয়
==================
অভিজিৎ মজুমদার
————————-
আজ মুক্তি নীরব বড়দের যুক্তি ,
জাতীয় স্বীকৃতি কড়াকড়ি থেকে নিষ্কৃতি।
বার্ষিক একদিন কেন হয়না প্রতিদিন ,
চাইছি অধিকার তোমরা করো স্বীকার।
আমাদের আবদার পূর্ণ করো রোজকার ,
সতেজ নিঃশ্বাস একটুখানি রাখো বিশ্বাস।
আস্থা হোক অসীম ধৈর্য্য অন্তহীন ,
গড়তে চাই জীবন নিজেদের মতন।
থাকো সবসময় পাশে আমাদের বিকাশে ,
ভুলত্রুটি দেও শুধরে দিওনা বিগড়ে।
তোমাদের প্রেরণা ভালোবাসার কলরব ঝর্ণা ,
ছুঁতে চাই আকাশ গড়ব ইতিহাস ,
দেখবে ভুবন চোখ ধাঁধানো স্বপ্নপূরণ।
নজরে গুরুত্ব ঝরুক সম্পর্কের মহত্ত্ব ,
ভালোবাসার মাধুর্য মিলেমিশে হোক অপরিহার্য।
সম্মান মর্যাদা থাকবে অক্ষুণ্ণ সর্বদা ,
ভরসা রাখো মনে জাগরণে শয়নে।
বাড়িয়ে দেও হাত বিদায় সংঘাত ,
এগোতে চাই দৃঢ়ভাবে যৌথ মনোভাবে ,
বলিষ্ঠ পদক্ষেপ মিটবে সকল আক্ষেপ।
লক্ষ্যপূরণে হাতিয়ার তোমাদের সহযোগিতা বিচার ,
সাফল্যের ভাগিদার স্বার্থহীন কর্তব্যে অঙ্গীকার।
চাপিয়ে দিওনা প্রত্যাশা ব্যক্তিগত উচ্চাশা ,
চাইছি পরিবেশ বেড়েওঠার নির্মল আবেশ।
বকুনি দিওনা বেশী আদরে হাসিখুশি ,
আহ্লাদে আটখানা ভালোবাসা চাই ষোলোআনা।
দিনটি বরণীয় করতে পারো স্মরণীয় ,
সম্পর্ক অতুলনীয় তোমরা থাকো নমনীয়।