বাংলা কবিতাঃ
একলা আকাশ
– অভিজিৎ মজুমদার
আমার একলা আকাশ ঝিরিঝিরি বাতাস ,
বয়ে গেছে অভিমানে নীরব সন্ধিক্ষণে ,
শুধুই তোমায় ভালোবেসে আরো ভালোবেসে।
সকালের উচ্ছ্বাস নবদিগন্তে ঊষার নিঃশ্বাস ,
মনের বিশ্বাস বাস্তব চেহারার পরিহাস ,
কবিতার ক্যানভাস ভালোবাসার হাঁকপাঁক শ্বাসপ্রশ্বাস।
আমার একলা আকাশ দুপুরের দীর্ঘশ্বাস ,
নিস্তব্ধ শুনশান বেশ প্রেমে মনোনিবেশ ,
হৃদয়ে তোমারই আবেশ ভালোবাসার পরিবেশ।
গোধূলিতে উপবাস মনের মাঝে হাহুতাশ ,
নজরে হাপিত্যেশ তোমাকে খুঁজতে একশেষ ,
গভীর যন্ত্রণা বিশেষ ভালোবাসা অশেষ।
আমার একলা আকাশ সান্ধ্য প্রকাশ ,
তোমার গন্ধময় সুবাস প্রেমের আশ্বাস ,
বক্ষদেশে নিবাস তোমার অনুভবে চারপাশ।
টুপুরটাপুর বৃষ্টি ভালোবাসা ছন্দময় সৃষ্টি ,
আবেগময় দৃষ্টি ভাবনায় তুমি মিষ্টি।
আমার একলা আকাশ রাতের উপহাস ,
একাকীত্বে কারাবাস ভালোবাসা ভারাক্রান্ত উদাস ,
অবুঝ মনে হাঁসফাঁস প্রেমান্ত ফিসফাস।
ভালোবাসার নীলাকাশ বর্ণিল রঙের বিকাশ ,
তন্দ্রা জড়ানো শ্বাস বিনিদ্র রাত্রিবাস।
আমার একলা আকাশ থমকে হতাশ ,
চলছে হেলেদুলে ভালোবাসার দুয়ার খুলে ,
শুধুই তোমাকে ভালোবেসে আরো ভালোবেসে।