প্রতিনিয়ত স্পন্দন
– ( অভিজিৎ মজুমদার )
উৎসবের শেষাংশে বাঙালি মন ভঙ্গাংশে ,
কিছুটা বাকী খুশির নেইকো ফাঁকি।
ভাইফোঁটার হাতছানি ভাইবোনের কানাকানি জানাজানি ,
আবেগ প্রবল অনুষ্ঠান মাধুর্যময় শোরগোল ,
পবিত্র বন্ধন মনপ্রাণ ছোঁয়া দিনক্ষণ।
জননীর অবদান ভাইবোনের সম্পর্কে রূপদান ,
গভীরতা সীমাহীন মনের মিলন অন্তহীন ,
জীবনের ওঠাপড়া নিবিড় সান্নিধ্যে বোঝাপড়া।
খোলামেলা শৈশব হাসিখুশি খুনসুটি স্বভাব ,
ঝগড়াঝাঁটি কান্না নিমেষে মিলেমিশে বায়না।
কৈশোর যৌবন প্রাণবন্ত কথাবার্তা অফুরন্ত ,
দায়িত্ব কর্তব্য বৃদ্ধি উভয়ের মনোবৃত্তি।
নবজীবনে পদার্পণ অদেখার যন্ত্রণা সর্বক্ষণ ,
চিন্তাভাবনা নিত্যদিন সম্পর্ক হৃদয়ে চিরদিন।
অবিচ্ছেদ্য সংযোগ আমৃত্যু মানসিক যোগাযোগ ,
দিনটি অতিসুন্দর নির্ভেজাল ভালোবাসা মিষ্টিমধুর।
বোনের ঐকান্তিক ভাবনা ভাইয়ের মঙ্গলকামনা ,
ভাইয়ের অস্বীকার বোনের বিপদআপদ প্রতিকার ,
নিঃশব্দে স্বীকার ভাইবোনের অন্তর পরিস্কার।
আনন্দঘন রীতি নান্দনিক ভাইফোঁটা পারিবারিক ,
ভূরিভোজে ব্যবস্থাপনা ঐকান্তিক মনপসন্দ সর্বাধিক।
ভাইয়ের কপালে চন্দন সম্পর্কের বোধন ,
ভালোবাসা আদরে বিজড়িত দিনটি উদযাপিত ,
ভাইফোঁটা পার্বণ সম্পর্কে প্রতিনিয়ত স্পন্দন।