বাংলা প্রেমের ছোট কবিতা

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে কিছু বাংলা প্রেমের ছোট কবিতা ও এসএমএস লিখতে যাচ্ছি, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে । আর কবিতা গুলো শেয়ার করতে পারেন আপনার প্রিয় জনের সাথে, শেয়ার করতে পারেন ফেসবুক, টুইটার, হোয়াটসএপ, ইমো সহ যেকোন সোসাল সাইটে । শেয়ার করতে নিছের শেয়ার আইকন এ ক্লিক করে অথবা সরাসরি কপি করে শেয়ার করতে পারেন । সব গুলো এসএমএস ভালোবাসা সম্পর্কিত, তাই শেয়ার করুন আপনার ভালোবাসার মানুষের সাথে ।


বাংলা প্রেমের ছোট কবিতা

বাংলা প্রেমের ছোট কবিতা :


শুধু তুমি আছো তাই, আমি কথা খুঁজে পাই,
দূর হতে আমি তাই, তোমায় দেখে যাই
তুমি একটু হাসো তাই, আমি চাঁদের মিষ্টি আলো পাই !


হাজার তারা চাইনা আমি, একটা চাঁদ চাই,
হাজার ফুল চাইনা আমি একটা গোলাপ চাই.
হাজার জনম চাইনা আমি একটা জনম চাই,
সেই জনমে যেন শুধু তোমায় আমি পাই !


তুমি আমার রঙিন স্বপ্ন, শিল্পীর রঙে ছবি,
তুমি আমার চাঁদের আলো, সকাল বেলার রবি,
তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল,
তুমি আমার ভালোবাসার শিউলি বকুল ফুল !


Bangla choto premer kobita 1


দিন যায় দিন আসে, সময়ের স্রোতে ভেসে,
কেউ কাঁদে কেউ হাসে, তাতে কি যায় আসে,
খুঁজে দেখো আসে পাশে,
কেউ তোমায় তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে !


ভালোবাসার ছোট কবিতা ঃ

 

দুঃখ আছে মনে মনে,
বলবো আমি কার সনে,
শোনার মতো মানুষ নাই,
তাই নিজের কষ্ট নিজেই পাই,
যেদিন পাবো তার দেখা,
বলবো আমার মনের সব কথা !!!


আমি হলাম আকাশ, কষ্ট আমার মেঘ,
জোস্না আমার আবেগ, বৃষ্টি আমার কান্না,
রোদ আমার হাসি, কি করলে বুঝবে-
বন্ধু তোমায় আমি কত ভালোবাসি !


Bangla choto premer kobita 2


তুমি বৃস্টি ভেজা পায়ে সামনে এলে মনে হয়-
আকাশের বুকে যেন জল ছবি এঁকে যায় .
তুমি হাসলে বুঝি মনে হয়,
স্বপ্ন আকাশে পাখি ডানা মেলে দেয় !!!


তোমার জন্য মেঘ গুলো ভেসে যাচ্ছে আকাশে,
তোমার জন্য স্বপ্নঘুড়ি উড়ছে ভেসে বাতাসে,
তোমার জন্য আছে আমার বুক ভরা ভালোবাসা,
এই কথা জানে শুধু আমার বিধাতা !!


আজ ছন্দ মহলে মিলছে দুটি মন,
মনে মনে বলবে ওরা কথা যে সারাক্ষন,
কথার মাঝে থাকবে গভীর ভালোবাসা,
ভালোবাসার মাঝে থাকবে দুটি মনের বেকুলতা !!

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *