Bangla romantic status is very useful and unique term for update your Facebook and Whatsapp status. In this post you will get some bangla romantic status to share with your lover. So we have posted below all best love wishes for you.
Bangla romantic status :
**দেবো তোমায় লাল গোলাপ, স্বপ্নে গিয়ে করবো আলাপ। বলবো খুলে আমার কথা, মনে আছে যত ব্যাথা। বলবো তোমায় ভালোবাসি, থাকবো দুজন পাশাপাশি।**
**আকাশ ভরা লক্ষ তারা মিটিমিটি হাসে। ঘুমের ঘোরে স্বপ্নে দেখি, তুমি আমার পাশে।**
**রিক্তের দুয়ারে গড়িয়ে, যদি মনে পড়ে আমার নাম। ক্ষনিকের তরে দিও মোরে এই লেখার দাম।**
**চাঁদ সুন্দর, ফুল সুন্দর, আরও সুন্দর তুমি। পৃথিবীতে দুটি প্রাণ, তুমি আর আমি।**
**শূন্য ছিল শীতল দীঘির, শীতল কালো জল… কেন তুমি ফোটালে সেথা ব্যথার নীল উৎপল।**
**অকারণে তুলসী গাছে, ঢেলে দিলাম জল… পুরিলো মনের আশা, না ধরিল ফল…**
**চোখে যদি অশ্রু আসে, রুমাল দিয়ে মুছিবে… বুকের রক্ত ঢেলে দিয়ে, আমায় ভালোবাসিবে…**
**জীবন প্রভাতে মনের মালাতে গেথে ছিলাম যত ফুল। আজ দেখি হায়, ফুল সে তো নয়, সবই জীবনের ভুল।**
**যে ফুল দিয়ে গাঁথবো মালা, আশা ছিলো মনে। সেই ফুল হারিয়ে আমি, ঘুরি বনে বনে।**
**মনের মতো ঘোরার সময় সঙ্গী যদি পাই। ঘুরবো পথে লয়ে তারে, তোমারে জানাই।**
**বসন্তের ফুল দেবো তোমায়, দেবো কোকিলের গান, গ্রীষ্মের তাপ দেবো তোমায়, দেবো ফলের ঘ্রাণ।**
**ডাকে পাখি, ফোটে ফুল। একি বসন্ত, নাকি ভুল ? নতুন পাতায় বৃক্ষ চারা, কচি পাতায় তরুলতা।**
**আবছা নিলে ঢাকা আকাশ, ধুলোয় মাখা এই বাতাস। আমার এই মন গেছে উড়ে, কণ্ঠ আজ বসন্তের উদাস সুরে।**
**তোমার জন্য আমার শেষ অনুরোধ, পারলে ভালোবেসো… আমাকে নয়, অন্য কাউকে। তবে তোমার মতো করে নয়, আমার মতো করে… যাতে কোনো চাওয়া থাকবে না, থাকবে না কোনো প্রাপ্তি। থাকবে শুধুই প্রতীক্ষা….**
**ভালোবাসা কি ? — তপ্ত মরুর বালুর শিখা। ভালোবাসা কি ? — নদীর স্রোতে ভাসমান কোনো নৌকা। ভালোবাসা কি ? — ভেসে আসা কোনো সুখের ভেলা। ভালোবাসা কি ? — দুঃখের মাঝে হাসি মিশ্রিত কান্না। ভালোবাসা কি ? — কোনো এক অজানা ঠিকানা। ভালোবাসা কি ? — ভালোবাসা কাকে বলে…???**
**ভালোবাসার মানুষ যতই দূরে থাকুক না কেন, কখনো মনে হবে না সে দূরে আছে। যদি সে অনুভবে মিশে থাকে…**
**আমি জানি তুমি আসবে, পূর্ণিমার চাঁদ হয়ে আমায় ছুঁয়ে দিতে। অথবা ভোরের কুয়াশা হয়ে আমায় সিক্ত করতে। আমি জানি তুমি আসবে, বিকেলের রংধনু দিয়ে আমায় রঙিন করতে, অথবা শীতের চাদর হয়ে আমায় উষ্ণতা দিতে। আমি জানি তুমি আসবে, শরতের কাশফুল হয়ে আমার মনটা দোলাতে, অথবা বৃষ্টির টুপটাপ শব্দে আমায় উদাসী করতে…**
**কে বলে চাঁদকে স্পর্শ করা যায় না… আমি তো প্রতি দিনই তোমাকে ছুঁই…**
**মনে হয় শুধু আমি আর শুধু তুমি আর ওই আকাশের পৌষ নীরবতা.. রাত্রির নির্জন যাত্রী তারকার কানে কানে কতকাল কহিয়াছি আধো আধো কথা।**
**চলে যদি যাই কভু, তোমা হতে দূরে। স্মৃতির তরঙ্গ উঠবে তব স্মৃতি পারা-পারে।**
**এই পৃথিবী মরুভূমি, কেহ কারো নয়। ভালোবাসার মাঝেই হবে তোমার পরিচয়।**
**তুমি আমার সুখের ময়না, তোমার হয়না কোনো তুলনা। তুমি আমার রঙিন স্বপ্ন, হাজার রাতের বাসনা। তুমি আমার ভালোবাসা, তুমি আমার সাধনা। তুমি আমার সুখ-দুঃখের সাথী, তাইতো বন্ধু তোমায় আমি এত ভালোবাসি।**
Bangla status for girlfriend:
**তোমার মুখের হাসিটুকু লাগে আমার ভালো। তুমি আমার ভালোবাসা, বেঁচে থাকার আলো। রাজার যেমন রাজ্য আছে, আমার আছো তুমি। তুমি ছাড়া আমার জীবন, শুধুই মরুভূমি…**
**আমায় তুমি কোনো দিন ভুলে যেও না। আর যদি ভুলে যাও, প্রাণে বাঁচবো না…**
**আজকে তোমায় শপথ করে বলতে হবে আগে, আমাদের এই ভালোবাসা চিরদিন কি রবে…**
**তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি। তাই রোজ বারে বারে আমি তোমার কাছে আসি।**
**আমার উপর রাগ করলে, আমি যাবো কোথায় ?? তুমিই আমার সব কিছু গো, করো ক্ষমা আমায়।**
**ভালোবাসা নিয়ে তুমি করলে কেন খেলা… এই ভাবেই ভুলবে যদি, পরলে কেন মালা…**
**তুলসী তলায় সাঁঝের বেলায়, প্রদীপ যখন জ্বালো। দূর থেকে আমি চেয়ে দেখি তোমার রূপের আলো।**
**কণ্ঠে পরে ফুলের মালা, অভিসারে এসো প্রিয়ে। বসে আছি দুয়ার খুলে, শুধু তোমার পথ চেয়ে।**
**প্রেমে তোমার জড়িয়েছি, কেমনে বোঝাই বলো… একবার শুধু কাছে এসে ভালোবাসি বলো…**
**প্রানের চেয়েও তোমায়, আমি ভালোবেসেছি। তাই তো এ প্রাণ উজাড় করে, তোমায় দিয়েছি।**
**কেমন করে এই মনটা দেব তোমাকে… বেসেছি যাকে ভালো আমি, মন দিয়েছি তাকে…**
**পিছু পিছু ঘুরলে কি আর প্রেম হয়ে যায়… কাছে এসে বসলে ভালো, মন পাওয়া যায়।**
**দেখো না কখনো স্বপ্ন, তুমি তাকে নিয়ে। যাবে সে চলে অন্যের সাথে, তোমায় ফাঁকি দিয়ে…**
**বিয়ের বয়স হয়েছে তো, করছো না কেন বিয়ে… মিছেই শুধু স্বপ্ন দেখো, আমায় তুমি নিয়ে…**
**কি করে ভুলবো তোমায়, আছো হৃদয় জুড়ে। ভালোবাসা পাবে না সে, বিয়ে করবো জারে।**
**সত্যি করে বলো না আমায়, তুমি ভালোবাসো কতো… ভাবো না তো অন্য কিছু, বাজে মেয়ের মতো…**
**ভালোবাসার সুতো দিয়ে, বুনেছি যে জাল। সেই জালেতে বেঁধে তোমায়, রাখবো চিরকাল।**
**তোমার লাগিয়া আমি, বসে আছি অপেক্ষায়। ফুলমালা লয়ে হাতে, বসে আছি আশায়।**
**প্রীতির মাঝে ইতি দিয়ে, শেষ করেছি চিঠি। তুমি যদি ভালোবাসো, বুঝতে পারবে এটি।**
**এমনি ভাবে কতদিন আর, খেলবে লুকোচুরি। যা চাইবে দেব ওগো, সবই যে তোমারই।**
**মিশিয়ে দিলাম চিঠির ভাষায়, প্রেম মাখানো ভাষা। বুঝে নিও চিঠি পড়ে, আমার ভালোবাসা।**
**চিঠির ভাষা বুঝতে যদি কষ্ট হয় তোমার। মনের কথা জেনে নিও, ভাষার কি দরকার…**