বাস্তব জীবন নিয়ে কিছু কথা

বাস্তব জীবন নিয়ে কিছু কথা নিয়ে আমাদের আজকের পোস্ট । জীবনের কঠিক বাস্তবতা সম্পর্কে আমাদের সবার ধারণা আছে । এমন অনেক বাস্তবতা আমরা মেনে নিয়ে জীবন চলতে হয় । আসুন তাহলে বাস্তব জীবনের কিছু কথা নিয়ে আমাদের পোস্ট টা পড়ে ফেলি ।বাস্তব জীবন নিয়ে কিছু কথা

বাস্তব জীবন নিয়ে কিছু কথা :

১. নিস্তব্ধ রাতগুলো একসময় কথা কাকলিতে প্রাণবন্ত হয়ে থাকতো। অথচ এখন হতাশার দীর্ঘ নিঃশ্বাস এই রাতের সঙ্গী।

২. আসলে আমরা কল্পনায় সুখী। বাস্তবতার যাতা কলে পিষ্ট হয়ে মানুষ কল্পনায় আশ্রয় খুঁজে বেড়ায়।

৩. যে প্রেমিকা একসময় আপনার প্রতি কনা ভালোবাসাকে হাজারো গুন প্রাণবন্ত করে উপহার দিত। সেই আজ আপনার থেকে অনেক দূরে দৃষ্টির আড়ালে চলে গেছে।

৪. প্রেম ভালোবাসা ক্ষণস্থায়ী। কিন্তু ক্ষুধা চিরন্তন। বেঁচে থাকার ক্ষুধা মানুষের হৃদয় অনুভূতিকে ফিকে করে দেয়।

৫. এই নশ্বর ধরণীতে শূন্যতা বলে কিছু নেই। আপনার আমার শূন্যতা ঠিকই অন্য কেউ এসে পূরণ করে নিবে। তাই সময় থাকতে নিজের মূল্য বোঝা ভালো।

আরো দেখুন : >>> জীবন নিয়ে উক্তি

৬. অর্থই যেখানে মহামূল্য। ভালোবাসা সেখানে দুর্মূল্য। যোগ্যতা কিংবা হৃদয়ের মাপকাঠিতে নয়, বরং আর্থিক অবস্থানের উপর ভিত্তি করেই বর্তমানে ভালোবাসা তৈরি হয়।

৭. যে প্রচন্ড পরিশ্রমী সে কখনোই অন্যের সহানুভূতি পাওয়ার জন্য কাতর হয় না। ‌ তাই কারো কাছ থেকে কিছু আশা না করে পরিশ্রমী হতে শিখুন।

৮. আজকাল মন খুলে মনের কথাগুলো কাউকে বলতে গেলে, উল্টো আরো হেয় প্রতিপন্ন হতে হয়। সবাই আদিখ্যেতা আর ন্যাকামি মনে করে।

৯. বর্তমানে আপনার ব্যক্তিত্ব কিংবা যোগ্যতা আপনার পরিমাপক নয়। বরং আপনার আর্থ অবস্থান ই আপনার পরিচয় বহন করে।

১০. প্রচন্ড আঘাত পাওয়া মানুষটা একসময় প্রচণ্ড উদ্যোমী আর স্বপ্নবাজ হয়ে উঠে। কোন বড় আঘাতই তখন আর তাকে ছুঁতে পারে না।

১১. সুখ নিয়ে উচু আকাঙ্ক্ষাধারী কোন মানুষই সুখী হয় না। আর দুঃখ আছে বলেই সুখের এত মূল্য। তাই বাস্তব জীবনে প্রকৃত সুখী মানুষের দেখা পাওয়া মুশকিল।

১২. ‌ বিনাশ্রমে পাওয়া যেকোনো জিনিস কখনোই দীর্ঘস্থায়ী হয় না। তাই বাস্তবতা মেনে নিয়ে যতটা সম্ভব পরিশ্রমী হওয়াটা জরুরি। এতে অন্তত কোন আক্ষেপ থাকে না। ‌

১৩. ফেলে আসা অতীত মানুষের কাঁধে বোঝার মতো জীবনের উপর জেঁকে বসে। তাই আমাদের উচিত বাস্তব মুখী হওয়া।

১৪. দুষ্ট লোকের মিষ্টি কথায় ভুলে আমরা প্রত্যেকেই, জীবনে কোন না কোন বড় ধরনের ভুল করে থাকি। তাই আশেপাশের মানুষকে অবশ্যই যাচাই করা উচিত।

১৫. চুপি চুপি সময় পালিয়ে যায়। আর আমরা তবুও সেই বেখেয়ালি রয়ে গেলাম। বাস্তবতার চপেটাঘাতে আমাদের যখন হুশ ফিরে আসে তখন আর কিছুই করার থাকেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *