ব্যর্থ প্রেমের ছন্দ ও কবিতা নিয়ে আমাদের আজকের লিখা । লেখা গুলো পড়ে খুব মজা লেগেছে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম । পড়ে দেখুন অনেক ভালো লাগবে আশা করি ।
ব্যর্থ প্রেমের ছন্দ ও কবিতা :
১. বুকের কষ্ট গুলো বুকে লুকিয়েই চলে যাব
অনেক দূরে, আমি ফিরবো না আর
এতটা যন্ত্রণা ছিল এই বুকে
সাধ্যি নেই তা বয়ে বেড়াবার।
২. আমি ছিড়ে ফেলেছি ডায়রীর পাতা
যেখানে লিখা ছিলো হাজারো স্বপ্নের কথা
শুধু ছিড়তে পারিনি আমার মনের খাতা
যেখানে জমা আছে অসংখ্য ব্যাথা।
৩. ভেবেছিলাম তুমি এসেছিলে
ধরে রাখবে বলে
সেই তুমিই হারালে আজ চোখের জলে।
৪. আমি না হয় ভালোবেসেই ভুল করেছি
রাতদুপুরে নির্জনতাকে খুন করেছি।
৫. তুমি এক সমুদ্র সুখ নিয়ে
ঘুমাও প্রতি রাতে
আমি না হয় থাকবো জেগে
দুঃখ নিয়ে সাথে।
৬. আমি এখনো একটা মেয়েকে
অসম্ভব ভালোবাসি
আমার এই ভালবাসা তার দেওয়া
কষ্টের চেয়েও বেশি।
৭. বুকের মধ্যে শুধু স্মৃতি আছে অবশেষ,
তোমাতে আমার অসহায় দৃষ্টি অনিমেষ ।
দুঃখ বিনা বাকি নেই সুখের কোন লেশ,
তোমাকে ছাড়া আমিতো হয়ে গেছি শেষ ।
৮. তুমি চলে যাবার পরে
তোমার বিরহে ভিজেছিলাম বৃষ্টিতে
বৃষ্টি জানে কতটা কান্না মিশেছিল তাতে।
৯. যতবার আলো জ্বালাতে যাই
নিভে যায় বারে বারে
আমার জীবনে তোমার আসন
গভীর অন্ধকারে
১০. ব্যর্থ প্রেমের বই
ভাল আর থাকতে দিচ্ছো কই
তোমার বিরহে রই।
১১. সামান্য কারণে অভিমান
তারপর একটি সম্পর্কের ছিন্ন
জিতে গিয়েছিল আমাদের ইগো
তাই দুজনার ঠিকানা ভিন্ন।
১২.
সেই অলিগলির রাস্তায়
তোমার স্মৃতি গুলো এসেছি ফেলে
আবার হাঁটতে গিয়ে দেখি
আমি গিয়েছি পথ ভুলে।
১৩.
আমার প্রতিটি নিঃশ্বাস
নিঃশব্দে কেঁদে যায়
আজ আমি বেঁচে থেকেও
তোমার জন্য মৃতপ্রায়।
১৪.
ক্ষমা করে দিও
স্মতি ভুলে যেও
প্রতিটি মুহূর্ত কাটে যাতনায়
তুমি সুখে থেকো এই কামনায়।
১৫.
যদি মন কাঁদে তুমি চলে এসো
ফিরে এসো কোন এক বর্ষায়
ভিজব দুজনে দুঃখের জলে
বেঁচে আছি আমি এই আশায়।
১৬.
তোমার বিরহে রোদ কি বৃষ্টি
কিছুই লাগে না ভালো
তুমিহীনা এ হৃদয় আমার
আঁধারের চেয়েও কালো।
১৭.
তুমি কি আমাকে এখনো
আগের মতো ভালোবাসো?
তুমিও কি আমার মতো
কান্নায় ভেঙে হাসো?
১৮
সময়ও প্রশ্ন করে
কেন তুমি আমার নয়
স্মৃতিগুলো মনে করিয়ে দেয়
দুঃখ কারে কয়৷
১৯. তোমার দেওয়া দুঃখই
আমার জন্য অনেক
আমি তোমায় ফিরিয়ে দিলাম
লাল গোলাপ কয়েক শ- খানেক।
২০.
এখন তোমাকে নিয়ে দেখা
স্বপ্ন গুলো দুঃখ দেয়।
তোমার দেওয়া ভালোবাসা গুলো
প্রতি রাতে কাঁদায় আমায়।
২১.
আমি তোমারও বিরহে রহিব বিলীন
তোমাতে করিব বাস
দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী
দীর্ঘ বরষ, মাস৷
২২.
তোমার চলে যাওয়া আমার হৃদয়ে
কয়েকশ আকাশ দুঃখ জমা করে
তোমাকে ছাড়া আমার চিরচেনা
রাস্তাগুলো যায় সরে সরে৷
২৩.
চোখ ধাঁধানো অন্ধকারে
ছাড়ব ছাড়ব করে
ছেড়ে দিয়েছিলে তুমি আমার হাত৷
২৪. পারব না আমি তোমার ছাড়া
ঐ নীল আকাশটাকে ভালবাসতে
খুঁজব না আমি তুমি ছাড়া
অন্য কোনো সুখের কিনারা।
২৫.
তুমি হয়তো সুখেই আছো
সবারই মাঝে
কিন্তু আমি তো ভালো নেই
সকাল, সন্ধ্যা- সাজে।