বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা

অনেক গুলো বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা নিয়ে এলাম আপনাদের জন্য । প্রিয় বন্ধু বা প্রিয় কোন মানুষের বিয়েতে যদিও আমরা যেতে পারি না সব সময় । তবে ইন্টারনেটের এই যুগে ফেসবুক বা হোয়টসএপে শুভেচ্ছা যানিয়ে দেয়া যায় অনেক সহজে । যদি হাতে কাজ বেশী থাকে, নিজ থেকে কিছু লিখে দেয়ার সময় না থাকে, তাহলে আমাদের এখান থেকে জানিয়ে দিতে পারেন বিবাহ বার্ষিকী শুভেচ্ছা ।বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা

বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা :

১. বসন্তের কোন এক সময় এই দিনেই তোমার সাথে দেখা হয়েছিল। ‌ একি ডোরে বাধা পড়েছিলাম দুজন। স্মরণীয় হয়ে থাকুক এই দিনটা। শুভ বিবাহ বার্ষিকী।

২. দুটি আলাদা সত্তা নয়। ‌ বরং একে অন্যের পরিপূরক হয়ে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে বাঁচতে চাই। আজকের বিবাহ বার্ষিকীতে এই কামনাই রইল। ‌

৩. শুধুমাত্র কয়েকবছর নয়। বরং হাজারো মুহূর্ত তোমাকে জড়িয়ে, স্বপ্ন দেখেই কাটিয়ে দিতে চাই। বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা। ‌

৪. যেমন ভাবে তুমি আমি এই অল্প কিছুটা সময় একসাথে কাটিয়েছি। তেমনি করে চিরটা কাল সমস্ত সমস্যার সমাধান করে একসাথে এগিয়ে চলতে চাই। শুভ বিবাহ বার্ষিকী।

৫. শুভাকাঙ্ক্ষী হিসেবে এটুকুই বলবো যে, তোমরা সবসময় এভাবেই একে অন্যের সংস্পর্শে থেকো। আর চারপাশে আনন্দ বিলিয়ে দিও। বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা।

৬. পৃথক হৃদয় হলেও আমরা যেন এক আকাশের তারা। ‌ যেন একই সমান্তরাল পথে হেটে চলেছি। আগামীতে ও যেন একসাথে থাকতে পারি। এই কামনায় বিবাহ বার্ষিকী শুভেচ্ছা। ‌

৭. তোমাদের দাম্পত্য জীবন আরো সুন্দর হয়ে উঠুক। তোমাদের খুশির অরণ্যে যেন সর্বদা বসন্ত বিরাজ করে। এই শুভেচ্ছা রইল।

৮. তুমি যেমন তেমন করে আমার সঙ্গে থাকো, খুশি থাকো। আজকের এই বিবাহবার্ষিকীর বছরের মতই যেন আমাদের আগামী সময়গুলো প্রাণবন্ত হয়ে ওঠে।

৯. সময় ঘুরে, বছর গড়িয়ে কিভাবে যেন আমরা একসাথে এতটা সুন্দরভাবে জীবনের একটা অংশ পার করে এলাম। আর এভাবেই যেন দুজন একসাথে থাকতে পারি। বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা।

১০. অজানা অচেনা দুটি মানুষ, পরিচয় থেকে পরিণয়ের মধ্যে দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। আরো একটি বছর অতিক্রম করে সুন্দর আগামীর অপেক্ষায়। বিবাহ বার্ষিকী শুভ হোক।

১১. ঝগড়া হোক, মান অভিমানের পালা শেষ হোক। অভিযোগ, অনুরোধ সবটা মিলিয়ে আমি আগামী সমস্ত সময়টা তোমার পাশে থাকতে চাই। আর তুমি ও থেকো। শুভ বিবাহ বার্ষিকী।

১২. তোমায় দেখা প্রথম মুহূর্তটা আমি কখনোই ভুলবো না। যে সময়টাতে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। তখন কতটা অচেনা আর এখন কতটা আপন। এভাবেই পাশে থেকো। শুভ বিবাহ বার্ষিকী।

১৩. আমাদের এই দাম্পত্য জীবনে দুজনের একে অপরের প্রতি ভালবাসার উর্ধ্বগতি এভাবেই যেন ক্রমশ বাড়তে থাকে। শত মায়া আর গভীর আবেগ এই ছোট্ট ঘরে হাজারো জোনাকির মতো ভালোবাসা ছড়িয়ে দিক। শুভ বিবাহ বার্ষিক ডিয়ার অর্ধাঙ্গিনী।

Read More:>>> নিজের বিবাহ বার্ষিকী ফেসবুক স্ট্যাটাস

বন্ধুর বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা :

বন্ধুর বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানাতে এখানে আমরা নিয়ে এসেছি বন্ধুর বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা । আপনি যদি আপনার কোন বন্ধুকে তার বিবাহ বার্ষিকী নিয়ে তাকে শুভেচ্ছা জানাতে চান, তাহলে এই স্ট্যাটাস গুলো আপনার কাজে আসতে পারে । চলুন তাহলে শুরু করা যাক ।

১. বন্ধু তুমি এবং তোমার প্রিয়তমা একে অপরের জন্য উত্তম ভাবে তৈরি হয়ে নাও। আমার পক্ষ থেকে তোমাদের দুজনের এক সুদীর্ঘ জীবনের কামনা থাকলো।

২. বন্ধু তোমার এই বিবাহবার্ষিকীর মতোই আরো কঠিন ভালোবাসাযর বন্ধনে দীর্ঘদিন আবদ্ধ হয়ে থাকো। এই কামনা রইল।

৩. বন্ধু তোমাদের ভালোবাসা অটুট থাকুক চিরকাল। শুভ বিবাহ বার্ষিকী।

৪. আশা করি বন্ধু তোমার সব বিবাহবার্ষিকী তোমাদের দাম্পত্য জীবনের ভালোবাসা চার গুণ বৃদ্ধি পাবে। বারংবার এই ভালোবাসা বৃদ্ধি পেতে থাকুক শুভ বিবাহ বার্ষিকী।

৫. জীবনের সমস্ত উথান পতনে বন্ধু তুমি এবং তোমার স্ত্রী এভাবে একে অপরের পাশে থেকো। বিবাহ বার্ষিকী শুভেচ্ছা রইল।

৬. বন্ধু তোমার বিবাহ বার্ষিকীতে ফুলময় শুভেচ্ছা রইল। তোমরা একই বাগানের একই বৃন্তে দুটি ফুল হয়ে থেকো।

৭. দুযোজক মিলে জীবনের একটি সুন্দর অর্থ খুঁজে বের করো বন্ধু। শুভ বিবাহ বার্ষিকী।

৮. তোমার একার সুখ- সুখ নয় ভাই,
দুটি মানুষ এক জীবনে বিলিয়ে দিও তাই।
বিবাহ বার্ষিকীতে এই কামনা করি।

৯. সাজিয়ে দিও বন্ধু গুছিয়ে দিও ছোট্ট সুখের ঘর। তুমি আর তোমার দাম্পত্য জীবনে থাকা প্রতিটি মানুষ প্রচন্ডভাবে ভালো থাকো, বিবাহ বার্ষিকী শুভ হোক।

১০. সুখ-দুঃখের ভাগাভাগিতে বন্ধু তোমার প্রিয়তমার সাথে প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক আরো আনন্দময়। বিবাহ বার্ষিকীর আনন্দময় শুভেচ্ছা জানালাম।

১১. হাসিখুশিতে ভরপুর থাকুক তোমার পরিবার বন্ধু। শুভ বিবাহ বার্ষিকী।

ভাইয়ের বিবাহ বার্ষিকী স্ট্যাটাস :

ভাইকে শুভ বিবাহ বার্ষিকী জানাতে এই স্ট্যাটাস গুলো হতে পারে সেরা । তাই এখানেও আমরা ভাইয়ের বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা নিয়ে এসেছি । আপনি যদি আপনার ভাইকে তার বিবাহ বার্ষিকীতে একটা সুন্দর স্ট্যাটাস দিয়ে তাকে ট্যাগ করে দিতে পারেন । তাহলে দেখবেন সে অনেক খুশী হয়ে যাবে । আসুন তাহলে দেখে নেয়া যাক আমাদের স্পেশাল সেই স্ট্যাটাস গুলো ।

১. এক মিষ্টি মেয়ের হাতে তোমার খুশি তুলে দিতে পেরে আমিও খুশি। শুভ বিবাহ বার্ষিকী ভাই।

২. ভাই তোমার দাম্পত্য জীবন কোনরকম সন্দেহ বা দ্বন্দ্ব ছাড়াই দীর্ঘ সময় স্থায়ী হোক। ‌ শুভ বিবাহ বার্ষিকীর আন্তরিক শুভেচ্ছা থাকলো।

৩. ভাই তোমার জীবন সঙ্গীনির সাথে আরও একটা বছর কেটে গেল। এভাবে আরো বহু বছর একসাথে পাঠিও বিবাহ বার্ষিকীর শুভেচ্ছায় সিক্ত হও।

৪. ভাই তুমি এবং তোমার প্রিয়তমা একে অপরের প্রিয় মুখ হয়ে ওঠো। এই প্রত্যাশায় শুভ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা রইল।

৫. বিশাল আকাশের মতোই প্রশস্ত হয়ে উঠুক তোমার বিবাহিত জীবন। ভাই তোমার বিবাহবার্ষিকীতে এই কামনাই করছি।

৬. প্রিয় ভাই তুমি আরো অনেক বছর পর্যন্ত নিজের ভালোবাসার মানুষের হাতে হাত রেখে চলতে থাকো। আরো বেশি খুশি হতে থাকো এই কামনায় শুভ বিবাহ বার্ষিকী।

৭. প্রতিদিন প্রতি মুহূর্তে আরো বেশি প্রানোচ্ছল হয়ে ওঠো ভাই। এক দীর্ঘ বিবাহিত জীবনের সুখ আস্বাদন করার সৌভাগ্য হোক, শুভ বিবাহ বার্ষিকী।

৮. ভাই তোমার দাম্পত্য জীবনে সুখের খুনসুটিতে মেতে উঠুক প্রতিটি মুহূর্ত। বিবাহ বার্ষিকীর প্রাণঢালা শুভেচ্ছা।

৯. অভিনন্দন ভাই তোমার জীবনের সাথে আরেকজন মানুষের মূল্যবান সময়টুকু পার করেছো। এভাবেই আরো অনেক টা সময় একসাথে আনন্দে কাটাও। শুভ বিবাহ বার্ষিকী।

১০. চুপি চুপি যে সময় পালিয়ে গেল, তার চেয়েও বহুগুণ আনন্দ নিয়ে আগামীতে ভালো জীবন যাপন করো। শুভ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা।

শেষ কথা :

প্রিয় বন্ধুরা, আমাদের লিখা এই বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা গুলো আপনাদের কাছে কেমন লাগলো ? আশাকরি অনেক অনেক ভালো লেগেছে । আর আমরা এখানে চেষ্টা করেছি সবচেয়ে সুন্দর আর নতুন কিছু আপনাদের উপহার দিতে । আমাদের চেষ্টা সার্থক হবে, যদি এখান থেকে আপনি আপনার পছন্দের স্ট্যাটাস টি খুঁজে পেয়ে যান । ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন । কারণ আমরা প্রতিদিন এখানে নতুন নতুন স্ট্যাটাস ও পোস্ট যোগ করবো । ধন্যবাদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x