বিপদ থেকে মুক্তির সুরা

বিপদ থেকে মুক্তির সুরা নিয়ে আমাদের আজকের আলোচনা । আমাদের প্রিয় নবী (সাঃ) এই সূরা গুলো বিপদে আপদে পড়ার নির্দেশ দিয়েছেন সাহাবায়ে কেরামদের । সাহাবীদের দেয়া মানে হলো আমাদেরকে দেয়া । আমরা যখন বিপদে পড়ি, তখন আমরা খুব হতাশ হয়ে যাই । এটা ঠিক নয় । বিপদে ধ্যর্য ধরাই হলো মুমিনের আসল গুণ । আল্লাহ্‌ আমাদের বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন । কারণ তিনি তা পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন । তাই আমাদের উচিৎ হবে বিপদে হায় হুতাশ না করে, নবী কারীম (সাঃ) এর নির্দেশনা অনুসারে নিন্মক্ত সূরা গুলো পাঠ করা এবং মহান আল্লাহ্‌র কাছে ক্ষমা চাওয়া ও দোয়া করা । তাহলে আসুন নবী (সাঃ) সে সূরা গুলির কথা বলেছেন সেগুলো কি কি তা দেখে নেই ।

Read More >>  আলহামদুলিল্লাহ অর্থ কি

বিপদ থেকে মুক্তির সুরা :

নবী কারিম (সাঃ) বিপদে ৩ টি সূরা পাঠ করার কথা বলেছেন । এই তিনটি সূরা আমরা মোটামুটি সবাই জানি । এগুলো হলো সূরা এখলাছ, সূরা ফালাক আর সূরা নাস । নিচে এই তিনটি সূরা বাংলা উচ্চারণ দেয়া হলো । আশাকরি কাজে লাগবে । নিচে সূরা গুলোর আরবি ও উচ্চারণ দেয়া হলো । যাতে করে আপনি সব গুলো এক সাথে পেতে পারেন এবং মুখস্ত না থাকলে মুখস্ত করে নিতে পারেন । আর অবশ্যই সূরা পড়ার আগে বিসমিল্লাহ পড়ে নিবেন ।

Read More >>  আসতাগফিরুল্লাহ অর্থ কি এবং কখন এটা বলতে হয়

সূরা এখলাছ :

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ – اللَّهُ الصَّمَدُ – لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ – وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
উচ্চারণ : কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুচ্চামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ।

সূরা ফালাক :

قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلْفَلَقِ
مِن شَرِّ مَا خَلَقَ
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
وَمِن شَرِّ ٱلنَّفَّٰثَٰتِ فِى ٱلْعُقَدِ
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

উচ্চারণ :
কুল আ‘ঊযুবিরাব্বিল ফালাক
মিন শাররি মা-খালাক।
ওয়া মিন শাররি গা-ছিকিন ইযা-ওয়াকাব।
ওয়া মিন শাররিন নাফফা-ছা-তি ফিল উকাদ।
ওয়া মিন শাররি হা-ছিদিন ইযা-হাছাদ।

Read More >>  ঈমান নিয়ে উক্তি হাদিস আয়াত

সূরা নাস :

قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ
مَلِكِ النَّاسِ
إِلَهِ النَّاسِ
مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ
الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ
مِنَ الْجِنَّةِ وَ النَّاسِ

উচ্চারণ :
কুল আউযু বিরাব্বিন নাস
মালিকিন্ নাস
ইলাহিন্ নাস
মিন্ শররিল ওয়াস্ ওয়াসিল খান্নাস
আল্লাযী ইউওযাসবিসু ফী ছুদুরিন্নাস
মিনা জিন্নাতি ওয়ান্নাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *