বন্ধু ও বন্ধুত্ব এসএমএস

বন্ধুরা আজ আমি আপনাদের সাথে কিছু বন্ধু ও বন্ধুত্ব এসএমএস শেয়ার করব । আশা করি এসএমএস গুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে । ভালো লাগলে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না । আর যদি চান তাহলে আমাদের ওয়েবসাইট আপনাদের ফেসবুক স্ট্যাটাসে শেয়ার করতে পারেন । আপনারা চাইলে আমাদের এসএমএস গুলো এখান থেকে কপি করে আপনাদের ফেসবুকে শেয়ার করতে পারেন। আমরা সব সময় ভালো ভালো সব এসএমএস আপনাদের জন্য উপস্থাপন করি ।  যাতে করে এসএমএস গুলো পড়ে আপনারা খুব মজা পান এবং সবার সাথে শেয়ার করতে পারেন । সবাইকে অনেক অনেক ধন্যবাদ ।বন্ধু ও বন্ধুত্ব এসএমএস

বন্ধু ও বন্ধুত্ব এসএমএস  sms :

বন্ধু মানে জ্যোৎস্না ভেজা গল্প বলা রাত
বন্ধু মানে ভালোবাসার শিক্ত দুটি হাত
বন্ধু মানে মনের যত গোপন কথা বলা
বন্ধু মানে তোমার সাথে সারা জীবন চলা

আমি একটা দিন চাই আলোয় আলোয় ভরা
আমি একটা রাত চাই অন্ধকার ছাড়া
আমি একটা ফুল চাই সুন্দর সুবাস ভরা
আর একটা ভালো বন্ধু চাই সবার চেয়ে সেরা

সবাই আমার বন্ধু নয়
আবার আমার বন্ধু সবার মত নয়
সে আমার কথা মনে রাখে শত কাজের ভিড়ে
ফ্রি হলে ডাকিও আমায় আছি আমি তোমার দুয়ারে

যে বন্ধু সুদিনে ভাগ বসায় আর দুর্দিনে ত্যাগ
করে চলে যায় সেই তোমার সবচেয়ে বড় শত্রু ।

বন্ধু কথাটি খুব ছোট্ট হলেও গভীরতা আকাশ সমান
বিশাল জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা একা নই
চলার পথের বন্ধুর রাস্তা গুলো বন্ধু বিনে চলা প্রায় অসম্ভব
তাই শুধু বন্ধু হলেই পুরন হলেই হবে না
বন্ধুত্বের পূর্ণ দাবি হতে হবে বন্ধুর মতো বন্ধু
কথায় আছে বন্ধু কখনো মরেনা

বন্ধু ও বন্ধুত্ব কবিতা ঃ

বন্ধু মানে জীবনের পরিচয়
বন্ধু মানে খেলার সাথী
বন্ধু মানে অজানা এক পরীর গল্প
তাই বন্ধুকে কখনো কষ্ট দিয়ো না
বন্ধুর ভালোবাসা আছে বলেই পৃথিবী এত সুন্দর
তাই বন্ধুর মত বন্ধু একটা হলেই হয় ।

চোখের আড়াল মানে হারিয়ে যাওয়া নয়
হারিয়ে গেলে খুজে নিতে হয়
খুজে না পেলে হাত বাড়াতে হয়
হাত ধরে বুঝে নিতে হয়
আসল বন্ধু কয়জন এ বা হয় ।

নয়ন জলে ভাসিয়ে দু’চোখ কাঁদছো কেন তুমি
এই দেখো তোমার পাশে দাঁড়িয়ে আছি আমি
তোমার চোখের এক ফোটা জল পড়বে না কো নিচে
যতদিন আমি বন্ধু আছি তোমার পাশে ।

জীবনে যদি কাউকে সত্যিই মন দিয়ে বন্ধুত্ব করে
তাহলে তাকে হারিয়ে যেতে দিওনা কারণ
চোখের জল হয়তো মুছা যায় কিন্তু
হৃদয়ের কান্না কোনো ভাবেই মুছতে পারবেনা ।

বন্ধুত্ব সুনীল আকাশের সেই রুপালি চাঁদ
যাকে দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না
বন্ধুত্ব সেই সুন্দর স্মৃতি
যাকে আজীবন মনে রাখা যায় কিন্তু ভুলা যায় না ।

বন্ধু ও বন্ধুত্ব স্ট্যাটাস ঃ

পুকুরেতে কদম গাছ কত কদম ধরে
আমার একটা বন্ধু আছে রাস্তায় রাস্তায় ঘুরে

বন্ধুতে আলো বন্ধুতে ভয়
বন্ধুতে শক্তি বন্ধুত্বে জয়

যে বন্ধু মনের মত সে কখনো দূরে থাকে না
যে হাত ভালোবাসার সে হাত কখনো আঘাত করে না
যে মানুষ আপন সে কখনো ভুলে যায় না

পাগলামি ছাড়া প্রেম হয় না
প্রজা ছাড়া রাজা হয় না
মেঘ ছাড়া বৃষ্টি হয় না
আর দুষ্টামি ছাড়া বন্ধু হয় না ।

রাতে যেমন চন্দ্র থাকে সঙ্গে হাজার তারা
কে আছে আর আপন আমার বন্ধু তুমি ছাড়া

বন্ধু শব্দটি হয়তো ছোট
কিন্তু এর গভীরতা তখনই বোঝা যায়
যখন সত্তিকারের একজন বন্ধু জীবনে খুঁজে পাওয়া যায়

গভীর বন্ধুত্ব তখনই চরম শত্রুতায় রুপ নেয়
যখন একে অপরকে ভুল বুঝে
বাস্তবে এমন কোন ঘটনা ঘটে না
যার কারণে বন্ধুত্ব নষ্ট হয়ে শত্রুতায় পরিনত হবে
আর যদি এমন কিছু ঘটে তবে বুঝতে হবে তা বন্ধুত্ত্ব ছিলো না

সত্যি কারের বন্ধু জীবন থেকে হারিয়ে যেতে পারে
কিন্তু মন থেকে নয়
সত্যিকারের ভালোবাসার মানুষ জীবন থেকে চলে যেতে পারে
কিন্তু হৃদয় থেকে নয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x