Bosonter sms ( বসন্তের এসএমএস) kobita gan and status for you. In this post you will get many bangla bosonter sms kobita gan and status or Pohela Falgun sms for share on facebook or anywhere. If you search on google you will get many bangla valentines day sms and more.
বসন্তের এসএমএস কবিতা ( Bosonter sms kobita ) :
বসন্ত মাস ভালোবাসায় ভরপুর
তুমি আর আমি ঘুরবো সারা দুপুর
বসন্তের ফুল গুঁজে দেবো তোমার খোঁপায়
ভালোবাসার এটাই তো সেরা সময় ।
কত বসন্ত আসে
কত বসন্ত যায়
কত কোকিল পথ হারিয়ে
কণ্ঠ থেমে যায় অবলীলায়
শুধু আমি কোথাও যেতে পারলাম না
তোমাকে ছেড়ে কোথাও না ।
দেখো বসন্তের বাতাস বইছে আজি
এসো বসন্তের রঙে সাজি,
আজ ঘুরে ফিরে চাইছে না যে
আমার এ মনের মাঝি ।
হয়তো ফুটেনি ফুল রবীন্দ্র সংগীতে যত আছে
হয়তো গাহেনি পাখি অন্তর উদাস সুরে
হয়তো কুসুম কলি ঘিরে
আকাশে মেলিয়া আখি
তবুও ফুটেছে জবা, দুরন্ত শিমুল গাছে
তার তলে ভালোবেসে বসে আছে বসন্ত পথিক ।
গাছে গাছে নতুন পাতা..
ফুল ফুটছে বেস।
সব পাখির মন খারাপ..
শীতের হলো শেষ।
নতুন রুপে,নতুন সাজে..
নিভাবে মনের আগুন।
তাইতো আজ প্রকৃতি জুড়ে।।
বসন্তের ফাগুন।
পহেলা ফাল্গুন এসএমএস ( Pohela Falgun sms ):
bosonter rong chapiyeche ekul
amer mukule vromor khacche dul
sobaike falguner suveccha.
বসন্তের রং ছাপিয়েছে একুল
আমের মুকুলে ভ্রমর খাচ্ছে দুল
সবাইকে জানায় পহেলা ফাল্গুনের শুভেচ্ছা
ekti kobita, ekti polash, ekti kokil
tumi ar ami sob miliye aj bosonto.
একটি কবিতা একটি পলাশ একটি কোকিল
তুমি আর আমি সব মিলিয়ে আজ বসন্ত
bosonter agomone kokiler shur
grismer agomone rodela dupur
borsar agomone sada kashful
ei dupure tomake dekhte mon holo bekul.
বসন্তের আগমনে কোকিলের সুর
গ্রীস্মের আগমনে রোদেলা দুপুর
বর্ষার আগমনে সাদা কাশফুল
এই দুপুরে তোমাকে দেখতে মন হল ব্যাকুল
he bosonto, khoniker mayay jasne tui chole
jodio jabi jas tui amay ektu bole.
jabar somoy dis amay tor ronger ektu khani choya
dibi ki amay ? ami ei olpo khani chai
sarajibon thakbo ami tor e opekkhay .
হে বসন্ত ক্ষণিকের মায়ায় যাসনে তুই চলে
যদিও যাবি যাস তুই আমায় একটু বলে
যাবার সময় দিস আমায় তোর রংয়ের একটুখানি ছোঁয়া
দিবি কি আমায় ? আমি এই অল্প খানি চাই
সারাজীবন থাকবো আমি তোরই অপেক্ষায়
prokiti sejeche aj oporup saje
moner majhe ekti sur baje .
shimuler bone aj legeche agun
aj ki tobe abar eseche falgun ?
প্রকৃতি সেজেছে আজ অপরূপ সাজে
মনের মাঝে একটি সুর বাজে
শিমুলের বনে আজ লেগেছে আগুন
আজ কি তবে আবার এসেছে ফাগুন
aj ami bristite vijechi
ar mon khule kedechi
keu bujtei pareni je amar
cokh theke goriye porche bristir jol
naki chokher jol
tai to bristi elei ami
nijeke vasiye dei bristir jole.
আজ আমি বৃষ্টিতে ভিজেছি
আর মন খুলে কেঁদেছি
কেউ বুঝতেই পারিনি যে আমার
চোখ থেকে গড়িয়ে পড়ছে বৃষ্টির জল
নাকি চোখের জল
তাইতো বৃষ্টি এলেই আমি
নিজেকে ভাসিয়ে দেই বৃষ্টির জলে