চাঁদ নিয়ে ভালোবাসার ছন্দ খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছি । কোথাও পাচ্ছি না কোন ভালো ছন্দ । তাই ঠিক করে ফেললাম আমি নিজেই লিখতে বসবো । যে কথা সে কাজ । বসে গেলাম কিছু দারুণ দারুণ ছন্দ লিখতে । আপনি যদি অন্য কোথাও খুঁজে না পেয়ে এখানে এসে থাকেন, তাহলে খুব ভালো কাজ করেছেন । কারণ এখানে আমি যে ছন্দ গুলো দিয়েছি তার সব গুলোই অনেক সুন্দর । যে কেউ এই ছন্দ খুব লাইক করবে । মনে রাখবেন এগুলো স্বত্বাধিকারী শুধুমাত্র আমি এবং বাংলা লাভ এসএমএস সাইট । এগুলো অন্য কোথাও দেখতে পেলে আমাদের জানাবেন । আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেবো । তবে এখান থেকে দুএকটা কপি করে আপনি আপনার ফেসবুকে দিতে পারবেন । এতে কোন সমস্যা হবে না ।
চাঁদ নিয়ে ভালোবাসার ছন্দ :
চাঁদের মত মুখটি তোমার, থেকো আমার পাশে
আগলে তোমায় রাখবো আমি অনেক ভালোবেসে ।
তুমি আমার জ্যোৎস্না রাতের চাঁদ
তোমায় ভেবে কেটে যায়,
আমার সারা রাত ।
ভালোবাসি তোমায় আর আকাশের ঐ চাঁদ,
মন চায় বসে থাকি ধরে তোমার হাত ।
তুমি আমার মন আকাশের জ্যোৎস্না ভরা চাঁদ
তোমায় ছাড়া কাটে না যে আমার সারা রাত ।
জ্যোৎস্না ভরা চাঁদনী রাতে
তোমার হাত রেখে হাতে
হারিয়ে যেতে চাই
কোন এক দূর অজানাতে ।
Read More:>>> চাঁদকে নিয়ে উক্তি
চাঁদ নিয়ে দুই লাইনের ছন্দ :
আমাদের লিখা চাঁদ নিয়ে ভালোবাসার ছন্দ উপরে কিছু দেয়া হয়েছে । এবার এখানে আরো কিছু ছন্দ দেয়া হয়েছে । এগুলো দুই লাইনের ছন্দ । এখানে লিখা এই ছন্দ গুলো আমাদের নিজেদের লিখা । তাই অন্যকোন সাইটে এগুলো দেখলে তাদের সাইট ভিজিট করবেন না । আমরা অনেক কষ্ট করে এই ছন্দ গুলো লিখেছি শুধুমাত্র আপনাদের জন্য । আপনাদের কাজে আসবে, এই জন্যই লিখা হয়েছে ।
তুমি আমার মন আকাশের একটি মাত্র চাঁদ
তোমায় ছাড়া কষ্টে কাটে আমার প্রতি রাত ।
যেমন করে আকাশের বুকে চাঁদ বসে থাকে
তেমন করে তুমি আছো আমার বুকের মাঝে ।
ভালোবাসি রাত ভালোবাসি চাঁদ
আর ভালোবাসি তোমার ঐ আদর মাখা হাত ।
এসো আজ দুজনে বসে চাঁদ দেখি
এসো আজ দুজনে প্রেম খেলা খেলি ।
এই জ্যোৎস্না রাতে চাঁদ হয়ে থেকো আমার পাশে
সব সুখ দেবো তোমায় শুধুই ভালোবেসে ।
চাঁদের মনে এই আশা, থাকবে তারার পাশে
আমার মনে এই আশা, থাকবো তোমার পাশে ।
শেষ কথা :
প্রিয় বন্ধুরা, আমাদের লিখা এই চাঁদ নিয়ে ভালোবাসার ছন্দ গুলো আপনাদের কাছে কেমন লাগলো ? আশাকরি অনেক উপভোগ করেছেন এই ছন্দ গুলো । আমরা চেষ্টা করেছি এখানে সবচেয়ে সুন্দর আর রোমান্টিক ছন্দ গুলো দিতে । আমরা নিজেরাই আপনাদের জন্য লিখে থাকি । তাই আমাদের সাথেই থাকবেন । ভালো লাগলে আমাদের লিখা নিচের পোস্ট গুলোও পড়ে দেখবেন । যাহোক আজ আর নয়, আবার নতুন কোন লিখা নিয়ে হাজির হবো । সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন । এই কামনা করি ।