চিংড়ি মাছ png ছবি । চিংড়ি মাছ খুবই পছন্দের একটি দেশী মাছ । এটা খেতে খুবই শুসাধু । তাই এর চাহিদাও বাজারে অনেক বেশী । এর দামও তুলনামুলক অন্যান্ন মাছের চেয়ে বেশী । আমাদের দেশের বিভিন্ন জেলাতে এর চাষ করা হয় । পুকুরের চিংড়ি চাষের চিংড়ির চেয়ে অনেক সুসাধু । তাই আমাদের দেশের গ্রামের পুকুর গুলোতেও এই মাছের চাষ করে অনেকেই । এই মাছ কাটতে ও রান্না করতে খুবই সহজ । তাই সবাই এই মাছ বিভিন্ন অনুষ্ঠানেও মাছের এক আইটেম হিসেবে রাখে । সাথে অন্যান্য মাছও থাকে । তবে এই মাছের একটি খারাফ দিক হলো- যাদের এলার্জি আছে তারা এটা খেলে তাদের এলার্জি অনেক বেড়ে যায় । যাহোক এখানে কিছু ছবি দেয়া হলো- চাইলে ডাউনলোড করে রাখতে পারেন ।