চল চল চল কবিতা টি অনেক সুন্দর একটি কবিতা । ছোট বেলায় এই কবিতা টি পড়তে অনেক ভালো লাগতো । বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই বিখ্যাত চড়া কবিতা টি বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি কবিতা ছিলো । ৯০ দশকের কিশোর কিশোরীদের কাছে এই কবিতাটি খুবই প্রিয় একটি কবিতা । আজকে আমরা এই কবিতা টি আবার আপনাদের জন্য দিলাম । আপনি নিজে অথবা আপনার বাচ্চাকে এই কবিতা টি যাতে পড়াতে পারেন । মন ভালো হয়ে যাবে । ধন্যবাদ ।
চল চল চল কবিতা :
কাজী নজরুল ইসলাম
চল চল চল!
ঊর্ধ্ব গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণি তল,
অরুণ প্রাতের তরুণ দল
চল রে চল রে চল
চল চল চল।
ঊষার দুয়ারে হানি’ আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত,
আমরা টুটাব তিমির রাত,
বাধার বিন্ধ্যাচল।
নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশ্মশান,
আমরা দানিব নতুন প্রাণ
বাহুতে নবীন বল!
চল রে নও-জোয়ান,
শোন রে পাতিয়া কান
মৃত্যু-তরণ-দুয়ারে দুয়ারে
জীবনের আহবান।
ভাঙ রে ভাঙ আগল,
চল রে চল রে চল
চল চল চল।।
ঊর্ধ্ব আদেশ হানিছে বাজ,
শহীদী-ঈদের সেনারা সাজ,
দিকে দিকে চলে কুচ-কাওয়াজ—
খোল রে নিদ-মহল!
কবে সে খেয়ালী বাদশাহী,
সেই সে অতীতে আজো চাহি’
যাস মুসাফির গান গাহি’
ফেলিস অশ্রুজল।
যাক রে তখত-তাউস
জাগ রে জাগ বেহুঁশ।
ডুবিল রে দেখ কত পারস্য
কত রোম গ্রিক রুশ,
জাগিল তা’রা সকল,
জেগে ওঠ হীনবল!
আমরা গড়িব নতুন করিয়া
ধুলায় তাজমহল!
চল্ চল্ চল্।