করোনা থেকে বাঁচার দোয়া

করোনা থেকে বাঁচার দোয়া , মহামারি থেকে বাঁচার দোয়া । আমরা সবাই জানি আমাদের দেশেও এই ভাইরাস চলে এসেছে, এবং অনেকেই এই ভাইরাস দারা আক্রান্ত হয়েছে । তাই আমাদের সকলের উচিৎ এই দোয়া বেশী বেশী পড়ে পরম করুনাময় আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়া । কারন আমরা কেউ জানি না কখন আমদের কেও এই ভাইরাস ধরে ফেলে । এই ভাইরাসের এখন পর্যন্ত কোন ঔষধ আবিষ্কার করা সম্ভব হয়নি । একমাত্র আল্লাহ ছাড়া এই ভাইরাস থেকে মুক্তি পাওয়ার আর কোন পথ খোলা নাই । তাই আমাদের সবার উচিত বেশি বেশি করে আমল করা এবং মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং এই দোয়ার উপর বেশি বেশি আমল করা । দোয়া মাসুরা

করোনা থেকে বাঁচার দোয়া

করোনা থেকে বাঁচার দোয়াউচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল বারাসি, ওয়াল জুনুনি, ওয়াল জুজামি, ওয়া মিন সাইয়িইল আসক্বামি’

অর্থ : হে আল্লাহ! আমি শ্বেত রোগ থেকে, পাগলামি থেকে, খুজলি-পাচড়া থেকে এবং দুরারোগ্য ব্যাধি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তোমার কাছে আশ্রয় পার্থনা করছি।

হাদিস : রাসুলে করিম (সা.) মহামারি ও রোগের প্রকোপ দেখা দিলে এই দোয়া পড়তেন। (নাসায়ি, হাদিস : ৫৫০৮)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *