দোয়েল পাখি png ছবি । এই পাখি আমাদের দেশের জাতীয় পাখি । আমাদের দেশের গ্রামাঞ্চলে এই পাখির বিচরণ । পাখিটি আকারে খুব একটা বড় নয় । তবে দূর থেকে এদের একটু বড় দেখা যায় । জাতীয় পাখি হওয়ায় এর কদর অনেক বেশী । দুই টাকার নোটে এই দোয়েল পাখির ছবিই দেখা যায় । এরা বাসা করে ছোট ছোট গাছে ডালে । এরা সাধারণত ছোট ছোট পোকা মাকড় খেয়ে জীবন ধারন করে । তবে মাঝে মাঝে এদের মাছ ও খেতে দেখা যায় । এরা খুব একটা চালাক পাখি নয় । এরা মানুষের আসে পাশেই থাকে । মানুষের খুব কাছাকাছি থাকতেই এরা বেশ পছন্দ করে । তবে কিছু কিছু দোয়েল পাখির জাত আছে, যারা বনে জঙ্গলের একটু ভিতরে বাসা করতে দেখা যায় ।