এখানে আমরা দুরুদে তাজ এর আরবি উচ্চারণ দিয়েছি । আরবি এবং এর অর্থ আমরা এখানে দেই নাই । তার কারণ হলো আরবি ফন্ট নিয়ে কিছু সমস্যা হয় । এবং এর অর্থ বিভিন্ন যায়গায় বিভিন্ন রকম । তাই আমরা এখানে সেগুলো দিতে পারিনি । আর আরবি উচ্চারণ দিয়েছি, যাতে করে আমরা এটি খুব সহজেই পড়তে এবং মুখস্ত করতে পারি । এই দুরুদ নিয়মিত পড়ে অনেক মানুষ আল্লাহ্র কাছে প্রিয় হয়েছেন । আমরা যাদের ওলী আউলিয়া বলি । যাহোক আসুন তাহলে দুরুদ টি পড়ে দেখি ।
দুরুদে তাজঃ
আল্লাহুম্মা ছাল্লি আ-লা ছাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ছাহিবিত তাজি ওয়াল মি’রাজি ওয়াল বুরাকি ওয়াল আ’লামি, শাফিয়িল মা’আশারি ওয়াছাহিবিল মু’জিযাতি ওয়া সায়্যিদিল কাওসাইনিসমুহু মাক্তুবুম মাশফুউম মানকুশুন ফিল লাওহি ওয়াল ক্কালামি, সাইয়্যিদিন আ’রাবি ওয়াল আ’জামি, জিসমুহু মুক্কাদাসুম মু’আত্তারুম মুত্তাহহারুম মুনাওয়ারুন ফিল বাইতি ওয়াল হারামি, শামসিদ দ্দুহা বাদরিদ দুজা ছাদরিল উ’লা নুরিল হুদা কাহ ফিল ওয়ারা মিছবাহিয যুলামি, জামীলিশ শিয়ামি, শাফীই,ল উমামি, ছাহিবিল জুদি ওয়াল কারামি, ওয়াল্লাহু আ,ছিমুহু ওয়া জিবরীলু খাদিমুহু ওয়াল বুরাকু মারকাবুহু ওয়াল মি’রাজু সাফারুহু ওয়া সিদরাতুল মুনতাহা মাক্কা-মুহু ওয়া ক্কাবা ক্কাওসাইনি মাতলুবুহু ওয়াল মাততুবু মাক্সুদুহু ওয়াল মাক্সুদু মাওজুদুহু, সাইয়্যিদিল মুরছালীনা খাতামিন নাবিয়্যীনা শাফিই’ল মুযনিবীনা আনীসিল গারীবীনা রাহমাতিল-লিল আ’লামীনা রাহাতিল আ’শি কীনা মুরাদিল মুসশতাকীনা শামসিল আ,রিফীনা সিরাজিস সালিকীনা মিছবাহিল মুক্কাররাবীনা মুহিব্বিল ফুক্কারাই ওয়াল মাসাকীনা সাইয়্যিদিস ছাক্কালাইনি, নাবিয়্যিল হারামাইনি ইমামিল ক্কিবলাতাইনি ওয়াসীলাতিনা ফীল দারাইনি ছাহিবি ক্কাবা ক্কাওসাইনি মাহবুবি রাব্বিল মাশরিক্কাইনি ওয়াল মাগরিবাইনি জাদ্দিল হাসানি ওয়াল হুসাইনি মাওলানা ওয়া মাওলাছ ছা-ক্কালাইনি আবিল ক্কাসিমি মুহাম্মাদিবনি আ’ব্দিল্লাহি নুরিম মিন নুরিল্লাহি, ইয়া আইয়্যুহাল মুশতাকুনা বিনুরি জামালিহী সাললু আ’লাইহি ওয়া আলিহী ওয়া সাল্লিমু তাসলীমা ।
শেষ কথা :
যারা এই দুরুদ নিয়মিত আমল করবেন । তারা নিজেরাই অনেক ভালো কিছু জীবনে লক্ষ করবেন । যা হয়তো আপনি আগে কখনো দেখেননি । বিশেষ করে এশার নামাজের পরে এটি একবার পড়লে খুব ভালো হয় । তাছাড়া নবীর(সা) এর প্রতি দুরুদ পড়লে অনেক নেক হাসিল হয় । তাই আমাদের সবার উচিৎ নিয়মিত দুরুদ পড়া । সবার ভালো থাকবেন ।