Ei mon tomake dilam lyrics

Ei mon tomake dilam lyrics is here for you. If you are trying to sing this song, you have to get the ei mon tomake dilam lyrics. This song is very popular and nice music to sing. In this song you will get the test of love from heart. So lets read the lyrics of ei mon tomake dilam. Amaro porano jaha chay lyrics.ei mon tomake dilam lyrics

এই মন তোমাকে দিলাম
এই প্রেম তোমাকে দিলাম

তুমি চোখের আড়াল হও
কাছে কিবা দূরে রও
মনে রেখো আমিও ছিলাম

বকুলের মালা শুকাবে
রেখে দেব তার সুরভী
দিন গিয়ে রাতে লুকাবে
মুছো নাকো আমারই ছবি
আমি মিনতি করে গেলাম

ভালোবেসে আমি বার বার
তোমারি ও মনে হারাবো
এই জীবনে আমি যে তোমার
মরণেও তোমারই হব।
তুমি ভুলো না আমারও নাম

 

If you like this song lyrics, than share with your friends and post on your Facebook. If you want to get more bangla song lyrics, you can request us. We will try to post as you want. We always try to give you the best service. So thanks for staying with us.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x