ঈদ মোবারক

ঈদ মোবারক , সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা । এখানে কিছু সুন্দর সুন্দর নতুন ঈদের ছবি, শুভেচ্ছা, কবিতা ও কিছু লিখা এবং ঈদ মোবারাক স্ট্যাটাস দেয়া আছে । আশা করি এই সুন্দর সুন্দর ছবি, কবিতা আর লিখা গুলো আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে । আর অবশ্যই ভালো লাগলে আমাদের কমেন্ট করে জানাবেন । ধন্যবাদ

ঈদ মোবারক ছবি

ঈদ মোবারক

ঈদ মোবারক ১

ঈদ কার্ড

ঈদ মোবারক ২

ঈদের কবিতা

ঈদ মানে হাসি, ঈদ মানে খুশী
ঈদ মানে আমি তোমায় অনেক ভালোবাসি ।
ঈদের দিন আসতে হবে আমার বাড়িতে,
খেতে দেবো ভালো কিছু, বসতে দেবো পিড়িতে ।

মনে যত আছে দুঃখ, এবারের ইদে
যাবে সব ভেসে, ঈদের দিনের খুশিতে,
ভালো ভালো খাবার খাবো
দূরে কোথাও ঘুরতে যাবো ।

মন হবে উদাসীন
ভালোবাসা হবে অসীম,
মনে মনে কথা হবে,
সূরে সূরে গান হবে ।

মজার মজার খাবার খাবো
গরীব দুখীদের খেতে দিবো,
আনন্দ করবো সবাই মিলে,
সুখ ধরা দিবে মনের জালে ।

ঈদ মানে সুখের ছোঁয়া
ঈদ মানে মনের মায়া,
মনের মাঝে অনেক কথা
ইদে এবার যাবে বলা ।

ঈদের মাঝে আমরা সবাই
এক হয়ে যাই,
অনেক অনেক মজার খাবার
পেট ভরে খাই ।

ঈদের ইতিহাস

মুসলমানদের সবচেয়ে প্রানের দিবস, ঈদের দিন । এই দিনের অপেক্ষায় থাকে লাখ লাখ মুসলমান সারা দুনিয়া জুড়ে । বাংলাদেশেও ঈদের দিন সবাই অনেক মজা করে । এই দিনে বাংলার ঘরে ঘরে থাকে উৎসবের ছোঁয়া । সবাই সবার বাড়িতে বেড়াতে যায় । প্রায় সবার ঘরেই থাকে নানান রকমের নানান সাধের খাবার । এই দিনে মুসলমানদের সাথে সাথে অন্যান্ন ধর্মের মানুষরাও অনেক মজা করে । তারা তাদের মুসলমান প্রতিবেশীদের বাড়িতে যায় ও তাদের সাথে অনেক খাবার ও আনন্দ শেয়ার করে ।

বড়দের তুলনায় ছোটরাই ঈদে বেশি আনন্দ উপভোগ করে । ছোটরা তারা তাদের আত্মীয়-স্বজন মুরুব্বীদের কাছ থেকে ঈদের সালামি নিয়ে সেই টাকা দিয়ে ঈদগাহের মাঠে গিয়ে অনেক সুন্দর সুন্দর খেলনা কিনে থাকে । বড়রা সবাই মিলে একসাথে অনেক সুন্দর জায়গা গুলোতে ঘুরতে যায় । অনেক মজার মজার খাবার তারা বিভিন্ন দোকান থেকে কিনে খায় । সবাই মিলে ঈদ কে অনেক সুন্দর করে তারা উপভোগ করে ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *