Emotional status bangla

এখানে কিছু Emotional status bangla দেয়া হলো আপনাদের জন্য । স্ট্যাটাস গুলো খুবই ভালো লাগার মত । ইমোশনাল স্ট্যাটাস গুলো সম্পূর্ণ বাংলায় দেয়া হলো এখানে । চলুন তাহলে দেখে নেয়া যাক ।

Emotional status bangla :

১. “একদিন আপনি উপলব্ধি করতে পারবেন যে, কিছু মানুষকে আপনি আর কখনোই আগের মত চিনতে পারবেন না।”

২. “স্বপ্ন ভেঙ্গে যাওয়ার যন্ত্রণা যে কতোটা তীব্র, তা কেবল একজন স্বপ্নহীন মানুষ ই বুঝতে পারে।”

৩. “পৃথিবীতে শূন্যস্থান বলে কিছু নেই। যা কিছু এই পৃথিবীতে আছে, তার মধ্যে একজন মানুষের অনুপস্থিতির শূন্যতা ই সবচেয়ে দ্রুত পুরন হয়।”

৪. “যে চোঁখ একবার স্বপ্ন হারায়, সেই চোখে অশ্রুজল থাকা টা বিলাসিতা।”

৫. “চোখের জলের ওজন শূন্য হলে ও তার অনুভূতি অনেক ভারী।”

৬. “খুব প্রিয় কিছু পাওয়ার জন্য শেষ পর্যন্ত চেষ্টা করে যেতে হয়। আপনি যে অপেক্ষা করছেন, এটাও আপনার একটি শেষ চেষ্টা।”

৭. “পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসিমুখ টিও সবচেয়ে বড় ব্যথাটি লুকিয়ে রাখে।”

৮. “কাউকে স্বান্তনা দেয়ার চেয়ে অর্থ দান করা বেশি সহজ। কারন সম্পর্কের থেকে অর্থের ওজন এখন অনেক বেশি।Emotional status bangla

৯. মাঝে মাঝে আপনাকে মেনে নিতে হবে যে, কিছু মানুষ আপনার হৃদয়ে থাকতে পারে কিন্তু আপনার জীবনে নয়।

১০. “আমরা সবাই ই হৃদয় ভাঙার গল্প শুনি কিন্তু কেউ ই সেই ভাঙ্গা হৃদয়ে প্রলেপ লাগাতে পারি না।

১১. “ভুল মানুষটি আপনাকে বুঝিয়ে দিয়ে যায় যে, আপনি কতটা সঠিক ছিলেন।

১২. প্রতিটি মানুষের ই কিছু লুকানো দুঃখ থাকে, আর মানুষ চায়, যেন কোনো আপন লোক তার সেই দুঃখ গুলো খুঁজে বের করুক।

১৩. ভালোবেসে সবাই দেউলিয়া হতে পছন্দ করে বলেই হৃদয়ের দিক থেকে কেউ ধনী হতে পারে না।

১৪. মাঝে মাঝে আপনি একা থাকা অবস্থাতেই নতুন আরেক জগতে প্রবেশ করতে পারেন। যে জগত শুধুই আপনার।

১৫. সম্পর্কগুলোর কখনো বয়স হয় না। ভালোবাসায় অবহেলা ও কখনো পুরনো না। তাই প্রতিটা সম্পর্কে নিত্যনতুন র জন্ম নেয়।

১৬. কতো অশ্রুজল আপনার চোখে, কতো অনুযোগ বিধাতার কাছে। তবুও আপনি প্রিয় মানুষটিকে ক্ষমা করতে দিদ্বাবোধ করবেন না।

১৭. যে আপনার নীরবতা বুঝলো না, সে আপনার শব্দময় কথাও বুঝতে পারবে না।

১৮. আমরা সবাই ই আলো নিয়ে ভাবি, অথচ প্রদীপের নিচের অন্ধকার টুকু কেউ দেখে না। আঁধার যেখানে বুক বিছিয়ে দেয়, আলো সেখানে ডানা মেলে ধরে।

১৯. পৃথিবীতে মানুষ দ্বিপাক্ষিক ভাবে সমানুপাতিক সুখী হতে পারে না। এক পক্ষ যখন নিঃস্বার্থ, অপর পক্ষ তখন সার্বজনীন গ্রহীতা।

২০. এই পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং চিরন্তন চেষ্টা হলো অন্যকে খুশি করা। যা মানুষের পক্ষে পুরন করা সম্ভব নয়।

২১. সবচেয়ে যন্ত্রণাদায়ক ব্যাপার হলো, আপনি হাঁটতে শুরু করলেন, আর কেউ আপনাকে ভালোবেসে ফিরিয়ে নিতে আসে নি।

২২. আপনি যখন কাউকে গুরুত্ব দিবেন, তাদের জীবন থেকেও সেই পরিমাণ গুরুত্বহীন হয়ে পরবেন।

২৩. কতোটা ভালোবাসলে কাছে আসা যায়? যতোটা কাছে আসলে আর দূরে যাওয়া যায় না, ততোটা কাছে।

২৪. মানুষ সফলতা চায়, শুধু ব্যর্থতা চায় না।

২৫. তুমি যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে তোমাকে ও সূর্যের মতো পুড়তে হবে।

২৬. স্বপ্ন সেটা নয় তা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যা মানুষকে ঘুমাতে দেয় না।

২৭. পৃথিবীর সবচাইতে ভারী বস্তু হচ্ছে দুঃখ। হৃদয় সয়ে নিতে পারে না বলেই চোখের জলে তা নির্গত হয়।

২৮. বিশ্বাস যখন ভেঙে যায়, ভালোবাসা ও সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

২৯. নদীর এপার কহে ছাড়িয়া দীর্ঘশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x