ফেসবুক বায়ো স্ট্যাটাস

ফেসবুক বায়ো স্ট্যাটাস গুলো খুব সুন্দর এবং ইউনিক । অনেকেই ফেসবুকে দেয়ার জন্য কিছু সুন্দর সুন্দর বায়ো স্ট্যাটাস খুঁজেন । তাদের জন্য আমরা এখানে তাই অনেক গুলো স্ট্যাটাস নিয়ে এসেছি । আমরা এই বায়ো স্ট্যাটাস গুলো শুধুমাত্র আপনাদের জন্যই দিয়েছি । যারা আমাদের সাইট নিয়মিত ভিজিট করেন, তাদের অনেক অনেক ধন্যবাদ।  তো আসুন তাহলে শুরু করি ।

ফেসবুক বায়ো স্ট্যাটাস :

১. বায়ো হিসেবে আসলে তেমন কিছু লিখতে চাই না। কারণ ১০১ টি শব্দে আমার সম্পর্কে বলা যাবে না।

২. না দুখে আছি না সুখে, নিজের কাছে অজানা যে কেমন আছি।

৩. আমার নিজের কাছে আমি নিজেই শ্রেষ্ঠ। ভদ্র সমাজের কাছে হয়তো আমি নষ্ট।

৪. এই ব্যস্ত শহরে যার মনে অনেক মায়া। তার জীবনেই সবচেয়ে বেশি কষ্টের ছায়া থাকে।

৫. আল্লাহই হচ্ছে আমার সবচেয়ে বড় অভিভাবক।

৬. আমরা সেটাই যা আমরা নিজেদের জন্য পছন্দ করি।

৭. আমি হীরা ভুলেই হয়তো সবার সাধ্যে কুলায় না।

Read More >>  এটিটিউড স্ট্যাটাস ও ক্যাপশন

৮. আমি অন্য কারো মত না, আমি শুধু আমার মত।

৯. মার কোলে ঘুমাই আর বাবার হোটেলে খাই।

ফেসবুক বায়ো স্ট্যাটাস

১০. সৃষ্টিকর্তার এক অতি সাধারণ সৃষ্টি আমি। এই প্রকৃতির ক্ষুদ্র অংশ।

১১. কাউকে অনুমান করার আগে নিজের অভিযোগগুলো ক্লিয়ার করুন।

১২. আমার কোন প্রত্যাশা নাই, তাই আমার কোন হতাশা ও নাই।

১৩. কোন এক ছোট্ট নীড়ে থাকবো সবাই মিলেমিশে।

১৪. অনেক বড় স্বপ্ন দেখি তাই রাতে ঘুম হয় না।

১৫. বেইমান বন্ধু হচ্ছে বিশ্বস্ত শত্রু অনেক ভালো।

১৬. চারপাশের হতাশা আমাকে আরো বেশি কঠিন করে চলেছে।

১৭. মুখের কথায় সবার মনের সৌন্দর্য ফুটে ওঠে।

১৮. চারিদিকে তাকিয়ে দেখলাম আমার চেয়ে ভালো মানুষ আর কেউ নেই।

১৯. যাকে ভালোবাসি সে দূরে সরে যায়।

২০. আমাকে আমার মত থাকতে দাও।

২১. আপনি হয়তো আমাকে জাস্ট চেনেন। কিন্তু আপনি জানেন না আমি কি?

২২. প্রেমের সম্পর্ক দুই দিনের আর বন্ধুত্ব চিরদিনের।

Read more:>>> ছেলেদের ফেসবুক স্ট্যাটাস

সেরা ফেসবুক বায়ো স্ট্যাটাস :

আরো কিছু ফেসবুক বায়ো স্ট্যাটাস নিচে পাবেনঃ

Read More >>  অধিকার নিয়ে উক্তি

১. একলা জোনাকির মত আমিও আঁধারের শিরোনাম হতে চাই।

২. প্রিয়জনের শিরোনামে অজানা ঠিকানায় চিঠি লিখি।

৩. আমার জীবন একা, আমার যুদ্ধ একার ই।

Read more:>>> গভীর রাতের কষ্টের স্ট্যাটাস

৪. আমি নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করি।

৫. এই যে একটু থামুন। আমার আইডিতে কি করছেন?

৬. সুখ দুঃখের জড়াজড়ি করে আমার জীবন মিশে গিয়েছে।

৭. আমি আমার মায়ের সাথে পরম মমতায় বেঁচে আছি।

৮. নিজেকে নিয়ে নতুন করে কিছু বলার নেই।

৯. আমি ভদ্র নাকি বেয়াদব সেটা আপনার ব্যবহারই নিশ্চিত করবে।

১০. কুল নাশা অন্ধকারে হেঁটে চলেছি।

১১. আমি প্রচন্ড বেখেয়ালি তাই সবার আগে নিজেকে হারিয়ে ফেলি।

১২. দুঃখের অনলে পুড়ে খাটি স্বর্ণ হয়ে উঠেছি।

১৩. নিষ্ঠুর এই পৃথিবীটা আমার জন্য নয়।

১৪. আমি নামকরা কিংবা বিখ্যাত কেউ নই, খুবই সাধারণ একজন।

১৫. প্রকৃতির সবচেয়ে শ্রেষ্ঠ, আমি মানুষ।

১৬. একি! আপনি আবার আমার প্রোফাইলে চলে এসেছেন?

Read More >>  পরিবর্তন নিয়ে উক্তি

১৭. প্রভাত ফেরীর মিছিলে হেটে যাওয়া আমি একজন পথিক।

১৮. জীবনে কিছু করতে হলে আকাঙ্ক্ষার প্রয়োজন।

১৯. আমি প্রচন্ড লোভী, নিজেকে সুখে রাখার লোভ আমার।

২০. আমি মায়ের আদরের সন্তান।

২১. যে আপনাকে বুঝতে চায় না। সে হারিয়ে গেলে তাকে খুঁজবেন না।

২২. আঁধার যার নিত্য সঙ্গী, আলোর ঝলকানিতে তার চোখ ধাঁধিয়ে যায়।

শেষ কথা :

প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আমাদের লেখা এই ফেসবুক বায়ো স্ট্যাটাস গুলো ? আশাকরি অনেক ভালো লেগেছে এই স্ট্যাটাস গুলো । যদি ভালো লাগে, তাহলে নিচে কমেন্ট করে জানাবেন । আমরা আরো সুন্দর সুন্দর লেখা এখানে দিবো । তাই আমাদের সাথেই থাকবেন । সবাই ভালো থাকবেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *