ফুল নিয়ে প্রেমের কবিতা গুলো অনেক সুন্দর । তাই আমরা আজ এই কবিতা গুলো এখানে আপনাদের সাথে শেয়ার করলাম । কবিতা গুলো লিখেছেন খান শিব্লু । তাহলে আসুন কবিতা গুলো পড়ে দেখা যাক ।
ফুল নিয়ে প্রেমের কবিতা :
ফুল বাগিচার প্রেম
আমাদের প্রেম বেধেছিলাম রঙিন ফুলের মালায়
দুজন মিলে করবো দেখা ভরা পূর্ণিমার আভায়।
তোমার হাতে আমার হাতটি থাকবে যখন মিশে
ফুলের গন্ধ আসবে তখন ভরা পূর্ণিমার দেশে।
তুমি হাসবে, আমি হাসবো, হাসবে চঁাদের বুড়ি
দুজন মিলে কাটবো তখন প্রেমের সুরসুরী।
বাঁকা চোখের চাহনিতে মায়া যে কত তোমার
চুলের খোপায় ফুল গুজে দিয়ে দেখি শতবার।
যত কথা জমা আছে মনের মণি কোঠায়
কইবো কথা দুজন মিলে ফুলেরও বাগিচায়।
ফুলের প্রেম
প্রথম দিনের প্রেমের প্রস্তাব মনে পড়ে খুব
যতন করে, বাবু সেজে দিলাম লজ্জা গঙ্গায় ডুব। হাতেফুল একগাদা,
সামনে যেতে তোমার পরছে মনে বাঁধা।
ঠিক তখন গোধূলির বেলা,
আকাশের রং ফিকে হয়ে যায়,
ফুলবাগানে হাজার ভ্রমর প্রেমের গান গায়।
রজনী কালো ক্যাশে তোমার, চাইলাম দিতে ফুল
এই চাওয়াটাই আমার হলো কাল রাত্রির ভুল।
বড় বড় চোখ করে বুঝিয়ে দিলে তুমি,
হবো না আমি কোনদিনও তোমার প্রাণের সখী।
ছিল মনে ভয়, তবে কি হবে না প্রেমের পরিণয়?
স্বপ্নে ছিলাম বিভোর, মনে বাজতো প্রেমের নানান সুর।
আমাদের প্রেমে অবশেষে ফুটল কোমল নুর।
ফুলের শপথ
এলোমেলো চুল উড়িয়ে যাচ্ছ তুমি চলে
প্রেমের ঘন্টা বাজে বুকে মিষ্টি করুন সুরে।
ফুলের বুকে কালো ভ্রমর যেমন করে উড়ে
আমি তেমন ঘুরতে চাই,তোমার মনের ঘরে।
সুরে সুরে গাইবে পাখি তোমার নাম ধরে
বলবে তোমায় আমার কথা রেখো তুমি মনে।
ফুলের ডালা সাজিয়ে তারা ডেকে হবে পাগলপারা
না পাই যদি তোমার দেখা আমি বন্ধু যাব মারা।
ফুলের মধু যেমন করে মৌমাছিরা খায়
প্রেমের সুধা চাইগো আমি নির্জন নিরালায়।
নানান রঙের ফুলগো বন্ধু লাল,সাদা আর হলুদ কালো
তোমার রুপের জ্যোতির কাছে ফুলের জ্যোতি হার মানিলো।
কেমন করে করো বন্ধু প্রেমের প্রত্যাখ্যান
ফুল বাগিচায় রচিত হবে আমাদের উপাখ্যান।
তুমি আমি দুজন মিলে বাঁধবো ফুলের ঘর
কথা দিলাম কোনদিনও হবো না তোমার পর।