Today we will share some funny caption bangla with all of you. We should laugh at times. It will be good for our heart and health. Some time we need some captions for our facebook. We want to share some nice and creative funny caption in the facebook. So we have posted here some amazing captions about funny. So lets see that captions.
Funny caption bangla :
premik: তোমার বাড়িতে আমাকে মানবে তো ?
premika: আমার বাড়িতে তো আমাকেই মানে না ।
স্ত্রী – টোস্টে মধু মেখে দেবো খাবে?
স্বামী – না না ও তো মৌমাছির মুখ দিয়ে বের হয়,কারো মুখ থেকে বের হওয়া খাবার আমি খাইনা।
স্ত্রী -তা হলে একটা ডিম ভেজে দেই??🙄
বাঙ্গালির Mobile Number বলার স্টাইল,
এইট ফাইভ থিরি টু বিরাশি আটচল্লিশ বাহান্ন।
সব ছাত্রছাত্রীদের একটাই ভরসা, চাপ নেই, অনেক সময় আছে কাল থেকে পড়া start করবো ।
প্রতিদিন ঘুমিয়ে পড়ার আগে চিন্তা করি। যাই হোক, বিয়ে করার আরেকটা দিন এগিয়ে গেলো ।
একটা মেয়ে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে ছিলো, কাছে গিয়ে দেখি শালী টিকটক করতেছে ।
আপনার GF ফেসবুকের Password না দিলে বুঝবেন ভেজাল আছে, আর না দিলে বুঝবেন আরেকটা একাউন্ট আছে ।
Read more:>> Bangla caption
পড়াতে গিয়েও শান্তি নাই, ছাত্রীর মা চা এনে দিলো, ছাত্রী বললো ঢেলে দেই স্যার ?
বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ, জীবনে শুধু বাঁশটাই খেলাম চাঁদটা গেলো কই ।
মেয়েদের যখন বিয়ে বয়স হয়, তখন বাবার চেয়েও বি এফ এর চিন্তা বেশী করে ।
বি এফ/ জি এপ হারালেবি এফ/ জি এপ পাওয়া যায় ,কিন্তু Hmm লিখলে আর রিপ্লাই পাওয়া যায় না ।
ছোটবেলায় মনে করতাম বিয়ের পর বাচ্চা কিনে আনতে হয় , এখন জানি অন্য কিছু । তোমরাও কি এমন ভাবছো ?
Chatting করার মত স্পেশাল কেউ নাই, হুদাই ঘোরাঘুরি করি ফেসবুকে, হ্যাঁ এটাই আমি। জীবনটা বেদনা ।
বিয়ের পর আমি আমার স্ত্রীকে ফ্রিজে রেখে দিবো। যাতে নষ্ট হতে না পারে, বেশী দিন যাতে টাটকা থাকে।
প্রিয় চুল, জীবনে তো কেউ থাকতেছে না । at least তুই তো থাক প্লিজ। থাক না টাক হয়া গেলাম।
লাভ দিবো হাহা দিবো, লাইক দিবো না। আস্তে আস্তে ব্লক দিবো টেরও পাইবা নাহ । হুম মনে থাকে জেনো।
শেষ কথাঃ
প্রিয়ও বন্ধুরা আমরা এখানে চেষ্টা করেছি যাতে কিছু ফানি ফেসবুক ক্যাপশন দিতে পারি । এবং বাঁচাই করা কিছু ক্যাপশন ও দিয়েছি, যদি ভালো লাগে তাহলে আমাদের সাথেই থাকুন । আর আপনার কি ধরণের লিখা চান, তা নিচে কমেন্ট করে জানাবেন । অনেক অনেক ধন্যবাদ । সবাই ভালো থাকবেন ।