ঘুম থেকে উঠার দোয়া

আমাদের সবার ঘুম থেকে উঠার দোয়া টা শিখে রাখা উচিৎ । কারণ ঘুম হলো আল্লাহ্‌র একটা রহমত । তাই আমরা আল্লাহ্‌র কাছে শুকরিয়া করা উচিৎ । আর এতে করে আল্লাহ্‌ আমাদের উপর রহমত করবেন ।

ঘুম থেকে উঠার দোয়া :

এখানে নিচে দোয়ার আরবি , উচ্চারণ ও অর্থ দেয়া হলো । আশাকরি কাজে আসবে ।

Read More >>  বেতের নামাজের নিয়ম

আরবিঃ اَلْحَمْدُ لِلَّهِ الَّذي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ.

বাংলা উচ্চারণঃ আলহামদুলিল্লা হিল্লাজী আহইয়ানা বা দা মা- আমা তানা ওয়া ইলাইহিন নুসুর ।

বাংলা অর্থঃ প্রশংসা আল্লাহ্‌র জন্য, যিনি (ঘুম) মৃত্যুর পর আমাদেরকে জীবিত করলেন , আর তারই নিকট সকলের পুনরিত্থান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *