হাসি নিয়ে রোমান্টিক ক্যাপশন

হাসি নিয়ে কিছু রোমান্টিক ক্যাপশন ও কবিতা দেয়া হলো এখানে । হাসি অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ আমাদের জীবনের । শত দুঃখ কষ্টের মাঝেও হাসি যেন আমাদের জীবনের এক টুকরো আশার আলো । হাসি দিয়েই আমরা আমাদের মনের আনন্দ প্রকাশ করি । তাহলে আসুন দেখে নেয়া যাক আমাদের আজকের লেখা ।হাসি নিয়ে রোমান্টিক ক্যাপশন

হাসি নিয়ে রোমান্টিক ক্যাপশন ও কবিতা :

১. কেবলমাত্র হাসি দিয়েই আপনার নিজের এবং প্রিয় মানুষটির জীবনকে আরো সুন্দর করে তুলতে পারেন।

২. যদি তোমার অন্তরে কোন ব্যথা থাকে
তবে তোমার সকল অশ্রু আমায় দিয়ে দাও,
আর যদি তোমার মনে থাকে আনন্দের সমাহার
তবে শুধু এক টুকরো হাসি আমায় দাও।

৩. বিজ্ঞান শেখায় ভাবতে আর ভালোবাসা শেখায় প্রাণ খুলে হাসতে।

৪. প্রকৃত ভালোবাসায় হাসির মূল্য অপরিসীম। প্রিয়জনের মুখে ছোট্ট একটি মিষ্টি হাসি আপনার সারাটা দিন উজ্জ্বল করার জন্য যথেষ্ট।

৫. তোমার মুখে লেগে থাকা স্মৃত হাসি আমাকে মুগ্ধ করেছে, কিন্তু আমাকে তোমার কাছে বারবার টেনে এনেছে তোমার দুচোখে লুকানো কান্নার ব্যাকুলতা!

৬. তোমার এক টুকরো হাসির ঝলক দেখার জন্য দূর দূরান্ত পাড়ি দিতে পারি আমি!

৭. একটি হাসি হয়তো পৃথিবী পরিবর্তন করতে পারে না কিন্তু আমার জীবন বদলে দেওয়ার জন্য তোমার একটি হাসিই যথেষ্ট!

৮. তুমি চির সুন্দর,
সে সৌন্দর্য বৃদ্ধি করতে অলংকারের প্রয়োজন নেই,
দরকার নেই কোন জাঁকজমক আভূষণ!
শুধু চাই তোমার গোলাপি ঠোঁটে একটি নির্মল হাসি!

৯. আমি আশ্রয় নিয়েছি তোমার ওই দুই নয়নে,
আর তোমার হাসিতে খুঁজে পেয়েছি ভালোবাসা।

১০. তুমি আড় চোখে আমায় দেখে
মুচকি হেসে চলে গেলে, কোন কথা না বলে।
আমি দীর্ঘ অপেক্ষায় রত ছিলাম, তুমি আসবে বলে।
সে হাসি আজও গেথে আছে অন্তরে,
তুমি আসোনি হয়তো আমায় গিয়েছ ভুলে!

১১. মাদকতায় পূর্ণ তোমার হাসি
আমার হৃদয় করেছে চুরি,
অনন্য সেই হাসির ঝলক
নেইগো তার কোন জুড়ি!

১২. সুনীল আকাশ কিংবা সাদা মেঘমালা আমায় স্বর্গের আভাস দেয় না কিন্তু তোমার মুখের স্নিগ্ধ হাসি আমায় বুঝিয়ে দেয় স্বর্গ কতটা মনোরম হতে পারে।

১৩. তোমার হাসি মানে আমার খুশি,
তোমার হাসি মানেই আমার হাস্যজ্জল জীবন,
তোমার হাসি মানেই আমার অনাবিল আনন্দ,
তুমি হাসলেই আমি হাসি!

১৪. তুমি হাসলে… বৃষ্টি ঝরে অঝোর ধারায়
ঝাপটা মেরে বয়ে যায় দখিনা বাতাস।
তুমি হাসলে… মেঘ পরীরা সাজিয়ে তোলে
দূর দিগন্তের ওই নীল আকাশ।

১৫. চাঁদের হাসি ফিকে লাগে তোমার হাসির কাছে
তোমার হাসির নেই তুলনা ভুবন জোড়া মাঝে!

১৬. হাসি হলো মানুষের আত্মার সৌন্দর্য, আর তাই তুমি আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর!

১৭. তোমার নীল দোপাটি চোখে, শ্বেত দোপাটি হাসি,
আর খোপাটিতে লাল দোপাটি দেখতে ভালোবাসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *