হাসির ক্যাপশন

আপনি কি হাসির ক্যাপশন বা মজার ক্যাপশন খুঁজছেন ? তাহলে আপনাকে স্বাগতম আমাদের আজকের এই নতুন পোস্ট এ । এখানে আমরা ১৮ টি হাসির ক্যাপশন ও মজার ক্যাপশন দিয়েছি । এগুলো পড়ে দেখুন অনেক মজা পাবেন আশা করি । নিজে হাসুন এবং অন্যকে হাসান । কারণ হাসি হলো সকল রোগের মহা ঔষধ । তাহলে আসুন দেখে নেয়া যাক ক্যাপশন গুলো ।হাসির ক্যাপশন

হাসির ক্যাপশন :

১. একজন আদর্শ ছাত্রের গুনাবলী হল পরীক্ষার আগের দিন বইয়ের সমস্ত কিছু ভুলে যাওয়া এবং পরীক্ষার হলে গিয়ে আকাশ থেকে পড়া।

২. আপনি যদি কারো কাছে স্মরনীয় হয়ে থাকতে চান, তাহলে আজই তার কাছ টাকা ধার করা শুরু করুন।

৩. আপনার যদি সকালে খুব গুরুত্বপূর্ণ কাজ থাকে তাহলে আপনার মাকে বলে রাখবেন। আপনার মা আপনাকে সকাল ৬ টায় ঘুম থেকে জাগিয়ে বলবে এখন ৯ টা বাজে।

৪. পৃথিবীর সবথেকে চিন্তনীয় প্রশ্ন হলো, “বিয়ের ফুল কোন গাছে ফোটে”?

৫. বিয়ের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের বাচ্চা বেশী জ্বালায় নাকি শাশুড়ির বাচ্চা বেশী জ্বালায়!

৬. আগে মানুষ আকাশ বাতাস সাক্ষী রেখে প্রেম করতো, এখন প্রমাণ হিসেবে স্ক্রিনশট দেখায়।

৭. রাতে ঘুমাতে যাওয়ার আগে ফোন চার্জে দিয়েছি, সকালে উঠে দেখি কে যেন আমার ফোনের জায়গায় নিজের ফোন চার্জে দিয়ে রাখছে।

৮. প্রেমে ব্যর্থ হওয়ার সবচেয়ে বেশি কষ্টের বিষয় হল চুল পড়া।

মজার ক্যাপশন :

৯. বন্ধুকে ফোন দিয়ে বললাম, “তোর গার্লফ্রেন্ড তো আরেকজনের সাথে ঘুরতেছে? এদিকে বন্ধু তার কয়েক ডজন গার্লফ্রেন্ডের নাম বলে জিজ্ঞেস করল, “ওদের মধ্যে কোনটাকে দেখছিস?”

১০. রাগ উঠলে বিনা কারণে আমার মান-সম্মান নিয়ে টানাটানি করা আমার আম্মু।

১১. বীরপুরুষ তো সেই, যে তার প্রেমিকার বিয়ে খেতে গিয়ে ও বলে, “আরেক টুকরা মাংস দেন।“

১২. তোমরা সবাই এতো নস্টালজিক হয়ে গেছো, আর আমি আজো স্কুলের হাই বেঞ্চে দাঁড়ানোর স্মৃতি বহন করে চলছি।

১৩. আমার বোনের সাথে কতক্ষণ ধরে চকলেট টা খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেলাম, যেটা অনেকক্ষন আগেই আমি খেয়ে ফেলেছি।‌

১৪. আমার ও একটা ছোট্ট সংসার আছে। ফোন, চার্জার, হেডফোন। ওদের আমি প্রতিদিন যত্ন করে গুছিয়ে রাখি।

১৫. আম্মু যেতে দিবে না জেনে ও বন্ধুদের সাথে পুরোদস্তুর ট্যুর প্লান করা আমি।

১৬. কোনো কিছু ভুল করে ফেললে ঘাবড়ে যাবেন না।‌ ঠান্ডা মাথায় ভাবুন, দোষটা কার ঘাড়ে চাপানো যায়!

১৭. শকুনের চোঁখ আর প্রেমিকার চোঁখ দুটোই সমতুল্য তীক্ষ্ণ।

১৮. আজ বিয়ে করিনি বলে, গত ২৪ বছর হয় বউকে দেখি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x