ল্যাপটপ ফাস্ট করার উপায়

ল্যাপটপ ফাস্ট করার উপায় নিয়ে আলোচনা করা হলো । আমাদের নিত্য প্রয়োজনীয় যন্ত্রের মধ্যে ল্যাপটপ হচ্ছে অন্যতম। প্রযুক্তির উন্নতির সাথে সাথে এর চাহিদাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এ কারনে বাজারে দেশি বিদেশি নামি দামি ব্রান্ড বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ তৈরি করছে। অফিস হোক বা বাসা বিভিন্ন কাজেই ল্যাপটপ ব্যাবহার করতে হয়। বর্তমান সময়ে সবচাইতে জনপ্রিয় পেশা হচ্ছে ফ্রিলান্সিং যার মূলধন হলো একটি ল্যাপটপ বা ডেক্সটপ। তবে এই ল্যাপটপটি যদি স্লো হয়ে যায় তখন আর মাথায় কাজ করে না আমাদের। একারনে প্রথমেই আমাদের যেটি করতে হয় তা হলো ল্যাপটপ স্লো হওয়ার কারণ কি সেটি খুজে বের করা। এবং এসকল কারন গুলো খুজে বের করে ল্যাপটপের গতি বৃদ্ধি-র উপায় গুলো খুজে তা সমাধান করলেই আমরা আমাদের সাধের এবং উপকারী বন্ধু ল্যাপটপটির গতি বৃদ্ধি করতে পারবো। আসুন তাহলে চটজলদি জেনে নেওয়া যাক ল্যাপটপ ফাস্ট করার উপায় গুলো-

ল্যাপটপ ফাস্ট করার উপায়

★ নিয়মিত পরিস্কার করুন এবং বাতাস চলাচলের ব্যাবস্থা রাখুন:
আমরা সকলেই জানি কোন জিনিস দীর্ঘ সময় ধরে ব্যাবহার করার ফলে তার কর্মক্ষমতা হারাতে থাকে। এবং ইলেকট্রনিকস যন্ত্রাংশ যেমন মোবাইল বা ল্যাপটপের ব্যাপারে এই চিরন্তন সত্যিটা যেন আরো প্রকট হয়ে দাড়ায়। কারন দীর্ঘদিন যাবত ল্যাপটপ ব্যাবহার করলে যন্ত্রাংশ গুলো যেমন তার কার্যক্ষমতা হারাতে থাকে তেমনি ল্যাপটপের কাজের গতিও কমিয়ে দেয়। তাহলে ল্যাপটপ স্লো হলে কি করব? অবশ্যই আমাদের নিয়মিত ল্যাপটপটি পরিস্কার করতে হবে। যেন ধূলো ময়লা ল্যাপটপে না জমতে পারে। এছাড়াও আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো ল্যাপটপ ব্যাবহারের সময় অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যেন, ল্যাপটপের নিচে থাকা ফ্যানটি যেন ভালোভাবে ভিতরে হাওয়া প্রবেশ করাতে পারে। যারা বিছানার উপরে রেখে ল্যাপটপ ব্যবহার করে তাদের ক্ষেত্রে এই সমস্যাটি অধিক পরিমাণে দেখা যায়। কারন বিছানার নরম তোষকে বা জাজিমের উপর এটি রাখলে হাওয়া প্রবেশের পথ বন্ধ হয়ে যায়। ফলে দ্রুত ল্যাপটপটি একদিকে যেমন গরম হতে থাকে তেমনি স্লো কাজ করতে থাকে।ল্যাপটপ ফাস্ট করার উপায়

Read More >>  পাসপোর্ট করতে কি কি লাগে

এ কারনে সমতল টেবিলে রেখে ল্যাপটপ ব্যাবহার করুন এবং বিছানায় ব্যাবহার করতে চাইলে স্টান্ড ব্যাবহার করতে পারেন। সর্বোপরি আপনাকে হাওয়া প্রবেশের ব্যাবস্থা রাখলে হবে!

★ চিরাচরিত HDD হার্ডডিস্ক পরিবর্তন করুন এবং SSD ব্যাবহার করুন:
বর্তমান সময়ে বাজারে বিভিন্ন দামের এবং কোয়ালিটির হার্ডডিস্ক পাওয়া যায়। তবে এখনো সেই ১৯৫৬ সালের আবিস্কার হওয়া HDD ( Hard Disk Drive) ব্যাবহার হয়ে আসছে। বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের হার্ডডিস্ক পাওয়া গেলেও এর চাহিদা একই রয়েছে। তবে এর পিছনে কত গুলো কারন রয়েছে তার মধ্যে অন্যতম হলো এর দাম বনাম সুবিধা! বাজারে ৩৫০০-৫০০০ টাকার মধ্যে বিভিন্ন ব্রান্ডের HDD পাবেন ১ টেরা বাইট বা ১০২৪ জিবি স্টোরেজ সম্পন্ন হার্ডডিস্ক। যা দামের তুলনায় অধিক তথ্য জমা রাখতে সাহায্য করে।

তবে এই HDD আপনার ল্যাপটপের গতি অনেক কমিয়ে দেয়। কারন এটি একদিকে যেমন পুরনো প্রযুক্তি তেমনি ধীরগতির। যা ল্যাপটপের ডাটা ট্রান্সফার করার গতি অনেক কমায় পাশাপাশি স্টার্ট বা শাট ডাউন হতেও দেরি লাগায়। এছাড়াও কাজের সময়ও স্লো করে। ল্যাপটপ ফাস্ট করার উপায় ।

অপদিকে SSD (Solid State Drive) হলো বর্তমানের সবচেয়ে গতি সম্পন্ন স্টোরেজ ড্রাইভ। এখানে কোন মুভিং পার্ট না থাকায় কাজ করে দ্রুত। এবং HDD অপেক্ষা কয়েক গুন বেশি দ্রুত ডাটা রিড-রাইট করতে সক্ষম এটি। আপনার ল্যাপটপটি ফাস্ট করতে হলে আপনি আপনার ল্যাপটপে একটি SDD লাগিয়ে নিতে পারেন। বাজারে ২৫০ জিবি SSD ৪৫০০-৬০০০ টাকার মধ্যে অনায়াসে লাগিয়ে নিতে পারবেন।

তবে বর্তমান সময়ে যেসকল ল্যাপটপ বাজারে পাওয়া যায় সেগুলোর অধিকাংশ SDD ব্যাবহার করে তৈরি করা হয়। যদি আপনার ল্যাপটপটি HDD তাহলে অবশ্যই একটি SSD ব্যাবহার করুন।

★ ‌র‌্যাম পরিবর্তন করুন:
ল্যাপটের গতি স্লো হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কারন হলো র‌্যাম। কারন যদি আপনি ভারি প্রোগ্রাম রান করাতে চান তাহলে আপনার কম্পিউটারের র‌্যামটিও একটু বড় হতে হবে এটাই স্বাভাবিক। সেখানে যদি আপনি অল্প র‌্যাম সম্পন্ন ল্যাপটপে সেই কাজটি করতে চানা তাহলে আপনার বিপত্তির আর শেষ থাকবে না। এ কারনে আপনার ল্যাপটপের র‌্যাম যদি ৪ জিবি হয়ে থাকে তাহলে তার পরিবর্তন করে ৮ জিবি করুন। কারন তাহলে আপনি যে কোন কাজ করেই মোটামুটি একটা ভালো পারফরম্যান্স পাবেন। যা আপনাকে সন্তুষ্টি দিতে সক্ষম।

Read More >>  ভূমিকম্পের পূর্বাভাস দিবে গুগল

★ অতিরিক্ত এবং অপ্রোয়জনীয় এনিমেশন বন্ধ করুন:
ল্যাপটপের অপারেটিং সিস্টেম বিভিন্ন বিষয়বস্তু নজরকারা করার জন্য অনেক ক্ষেত্রে অতিরিক্ত এনিমেশন ব্যাবহার করা হয়। যেগুলো আদৌ কোন প্রয়োজনীয় বিষয় নয়! তবে আপনি যদি পারফরম্যান্স অপেক্ষা সৌন্দর্য কে প্রাধান্য দেন তাহলে বলবো এটা আপনার জন্য ঠিক আছে। ল্যাপটপ ফাস্ট করার উপায় ।

কিন্তু আপনার এটা জানা দরকার যে, অতিরিক্ত এনিমেশন ল্যাপটপের প্রচুর পরিমাণ রিসোর্স দখল করে রাখে। যার ফলে ল্যাপটপটি ক্রমশ ধীর গতি সম্পন্ন হয়ে ওঠে। এর থেকে পরিত্রাণ পেতে এবং ভালো প্যারফরম্যান্স পেতে অবশ্যই আপনাকে এই এনিমেশন গুলো বন্ধ করে দিতে হবে। আপনি যদি উইন্ডোজ ১০ এর ব্যাবহারকারী হয়ে থাকেন এবং এই অতিরিক্ত এনিমেশন গুলো বন্ধ করতে চান তাহলে প্রথমে “View advanced system settings সার্চ করতে হবে। এরপরে, সেটিংসের অপশন গুলো থেকে Adjust for best performance সিলেক্ট করে দিন ব্যাস কাজ শেষ।

★ ল্যাপটপ স্লো হওয়ার অন্যতম কারণ ম্যালওয়ার:
আমরা যারা ল্যাপটপ বা ডেক্সটপ ব্যাবহার করি তারা সকলেই জানি ভাইরাস ম্যালওয়ার বা ট্রোজান সম্পর্কে। ল্যাপটপ হটাৎ করে স্লো হওয়ার অন্যতম কারন হলো পারে এসকল ভাইরাসের আক্রমণ। কারন অনেক ভাইরাস আছে যেগুলো কম্পিউটারের সরাসরি ক্ষতি করে যা সহজেই চিন্তিত করা সম্ভব। কিন্তু কিছু কিছু ভাইরাস সিস্টেমের ভিতরে কাজ করে যা স্বাভাবিক অবস্থায় বোঝা সম্ভব নয়। এর কারনে ল্যাপটপ স্লো হয়ে যেতে পারে। তাই ল্যাপটপ ফাস্ট করতে, ডেটা সুরক্ষিত রাখতে এবং বিভিন্ন ক্ষতি এড়াতে ভালো মানের এন্টিভাইরাস (Antivirus) ব্যাবহার করতে পারেন। কয়েকটি ভালো মানের এন্টিভাইরাসের নাম হলো – Kaspersky antivirus, McAfee AntiVirus Plus, Norton Antivirus plus, Bitdefender Antivirus, Webroot SecureAnywhere AntiVirus ইত্যাদি আরো বিভিন্ন ধরনের এন্টিভাইরাস বাজারে পাওয়া যায়। এগুলোর যে কোন একটি ব্যাবহার করতে পারেন।

Read More >>  How to save time from using smartphone

★ অব্যাবহৃত এপ্লিকেশন গুলো ডিলেট করে দিন: আমাদের সকলের ব্যাবহার এবং প্রয়োজন ভিন্ন হওয়ায় সকলের ল্যাপটপে দেখা যায় অনেক এপ্লিকেশন থাকে যা তার প্রয়োজনীয় না। এসকল প্রোগ্রাম গুলো ডিলেট করে দিন। কারন এগুলো আপনার ল্যাপটপের গতি কমানোর জন্য দায়ী।

★ অপ্রোয়জনীয় এপ্লিকেশন বন্ধ করে দিন স্টার্টআপ অপটিমাইজেশনের মধ্যে:
ল্যাপটপ অন অফ করতে বেশি টাইম লাগার কারন হলো স্টার্টআপ এপ্লিকেশন। স্টার্টআপ এপ্লিকেশন হলো পিসি অন করলেই যেগুলো অটোমেটিক চালু হয়ে যায় সেগুলো। এসকল এপ্লিকেশনের মধ্যে অদরকারী গুলো বন্ধ করে দিন তাহলে ল্যাপটপ চালু বন্ধ করতে সময় লাগবে। এবং ল্যাপটপ ফাস্ট হবে আগে তুলনায় অনেক বেশি।

আপনি উপরোক্ত নির্দেশনা গুলো অনুসরণ করলে আপনার স্লো ল্যাপটপটি হয়ে উঠবে অনেক গুন ফাস্ট। এবং আপনার কাজের গতি যেমন বৃদ্ধি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *