Iftar dua bangla

Iftar dua bangla is here for you. এখানে বাংলায় ইফতারের দোয়া দেয়া হয়েছে । আমরা যারা এখনো এই দোয়া পারি না, তারা আজই শিখে নিন আর যারা পারেন তারা আরেকবার মিলিয়ে নিতে পারেন ।

Iftar dua bangla / ইফতার এর দোয়াঃ

এখানে দুইটা প্রসিদ্ধ দোয়া দেয়া আছে, যেকোন একটি মুখস্ত করলেই হবে, ইনশা-আল্লাহ ।

দোয়া ১ঃ
উচ্চারণ : আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আ’লা রিযক্বিকা আফত্বারতু।
অর্থ : হে আল্লাহ! আমি তোমারই জন্যে রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক দ্বারা ইফতার করছি। (আবু দাউদ মুরসাল, মিশকাত)

দোয়া ২ঃ
উচ্চারণ : ‘জাহাবাজ জামাউ; ওয়াবতালাতিল উ’রুকু; ওয়া ছাবাতাল আঝরূ ইনশাআল্লাহ।’
অর্থ : ‘ (ইফতারের মাধ্যমে) পিপাসা দূর হলো, শিরা-উপসিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সাওয়াবও স্থির হলো ‘ (আবু দাউদ, মিশকাত)

 

Read More  মসজিদ নিয়ে উক্তি

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *