ইহান নামের অর্থ কি ? মানুষের নাম তার পরিচয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। জন্মের পর থেকে শুরু করে শেষ নিঃশ্বাস অবধি পৃথিবীর মানুষ তাকে কি বলে ডাকবে, কি পরিচয়ে তাকে জানবে তা নির্ভর করে তার নামের ওপর। আবার অনেক সময় বলা হয়ে থাকে যে মানুষের ভাগ্যও অনেকটা তার নামের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে থাকে। তাই একজন দম্পতি যখন বাবা – মা হয়ে ওঠেন তখন অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ দ্বায়িত্বের মধ্যে একটি দ্বায়িত্ব হয়ে ওঠে সন্তানের একটা সুন্দর, অর্থবহ ও যুগোপযোগী একটা নাম দেওয়া। এই কাজ করতে গিয়ে তারা পড়েন দ্বিধা দ্বন্দ্বে। বই,পুস্তক, ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করেও অনেক সময় পছন্দমতো নাম খুঁজে পান না, কিংবা পেলেও তার বিস্তারিত তথ্য জানতে পারেন না। তাদের জন্য একটা সুন্দর সমাধান হতে পারে “ইহান” নামটি। আসুন এই নামটি সম্পর্কে আরো কিছু তথ্য জেনে নেওয়া যাক।
ইহান নামের অর্থ কি ?
ইহান শব্দটি একটি আরবি পরিভাষার শব্দ। আরবিতে ইহান অর্থ পূর্ণিমা, পূর্ণিমার চাঁদ বা পূর্ণচন্দ্র ।
ইহান নামের ইংরেজি বানান :
ইহান নামটির ইংরেজি বানান হলো : Ehan বা Ihan
ইহান নামটি কোন লিঙ্গের :
ইহান নামটি সাধারণত ছেলেদের নাম হিসেবেই ব্যবহৃত হয়ে থাকে৷ একজন ব্যাক্তিত্বসম্পন্ন পুরুষের নাম হিসেবে ইহান নামটি একদম পারফেক্ট। তবে মেয়েদের নাম হিসেবে এ নামটি ব্যবহৃত হয় না৷
ইহান নামটি কেন জনপ্রিয়!
নামের ক্ষেত্রে সবচেয়ে গ্রহণযোগ্য নাম হলো তিন অক্ষরের নাম। এ ধরনের নাম ধরে ডাকা সহজ। বানানও সহজ৷ ইহানও তেমনি তিন অক্ষরের নাম। এছাড়াও নামটি যথেষ্ট স্মার্ট ও সময়োপযোগী নামটির অর্থও খুব সুন্দর৷
এই নামটি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া প্রভৃতি মুসলিম অধ্যুষিত দেশে জনপ্রিয় একটি নাম।
ইহান কি ইসলামিক নাম?
ইহান একটি ইসলামিক পারিভাষার শব্দ। এর উৎপত্তি আরবি ভাষা থেকে। আরবিতে এর অর্থ পূর্ণচন্দ্র বা চাঁদ বা পূর্ণিমা।
আরো জানুনঃ>>> রিফাত নামের অর্থ কি
ইহান নামটির সহযোগে কিছু নাম :
ইহান মুনতাসির, ইহান ইসলাম, ইহান মাহতাব, ইহান খান, ইহান চৌধুরী, ইহান রহমান, ইহান সরকার, ইহান মালিক, ইহান মোস্তফা, ইহান চাকলাদার, ইহান আলী, মোহাম্মদ ইহান, আবদুল্লাহ আল ইহান, কাজী ইহান, ইমান হাওলাদার, ইহান ইকবাল, সোহানুর রহমান ইহান, ইহান হোসাইন, সালাউদ্দিন আহমেদ ইহান।
ইহান নামের বিখ্যাত ব্যাক্তি :
ইহান নামের অনেক প্রতিভাবান ব্যাক্তি থাকলেও তেমন কোনো বিখ্যাত ব্যাক্তি নেই। আপনার সন্তানই হতে পারে সেই ব্যাক্তি যে এই ইহান নামটিকে আরো মহিমান্বিত করে তুলতে পারে। হয়তো বা ভবিষ্যতে আপনার সন্তান এমন স্হানে পৌঁছাবে যাতে করে ইহান নামটি বলতেই মানুষ একজনকেই চিনবে আর সে হবে আপনার সন্তান৷