জন্মদিনের শুভেচ্ছা

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস উক্তি ও শুভ জন্মদিন স্ট্যাটাস নিয়ে আমাদের আজকের পোস্ট । এই পোস্ট থেকে আপনি এক সাথে জন্মদিনের সব কিছুই পেয়ে যাবেন । আমরা এখানে অনেক কিছু দিয়েছি আপনাদের জন্য । যারা প্রিয় মানুষকে বা বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে কিছু দারুণ দারুণ লেখা খুঁজছেন, তাদের জন্য এই পোস্ট আশা করি অনেক কাজে লাগবে ।

শুভ জন্মদিন এস এম এস

জন্মদিনের শুভেচ্ছা :

সূর্যের মত উজ্জ্বল হও,
সাগরের মত হও চঞ্চল ।
আকাশের মত হও উদার,
আর ঢেউ এর মত উচ্ছল ।
শুভ জন্মদিন

সমুদ্রের ঢেউ ফুলের সুগন্ধ
আর রাতের তারারা- সবাই
জড়ো হয়েছে তোমাকে
একসাথে বলতে—
শুভ জন্মদিন

স্বপ্ন গুলো সত্যি হোক
সকল আশা পুরন হোক
দুঃখ গুলো দূরে যাক,
সুখে জীবনটা ভরে যাক ।
জীবনটা হোক ধন্য
শুভ কামনা তোমার জন্য ।
শুভ জন্মদিন

সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন
হোক তোমার, পুরন হোক প্রতিটি
স্বপ্ন, প্রতিটি আশা, বেঁচে থাকো
হাজার বছর ।
শুভ জন্মদিন

শুভ জন্মদিন

 

সকাল থেকে সন্ধ্যা, তোমার জন্মদিন
হোক উজ্জ্বল, জন্মদিনের আন্তরিক
অভিনন্দন । শুভ জন্মদিন ।

শুভ শুভ শুভ দিন, আজ তোমার জন্মদিন,
মুখে তোমার দিপ্ত হাসি, ফুল ফুটেছে রাশি রাশি,
হাজার ফুলের মাঝে গোলাপ যেমন হাসে,
তেমন করে বন্ধু তোমার জীবন যেন–
সুখের সাগরে ভাসে ।
শুভ জন্মদিন

শুভ রজনী শুভ দিন,
সামনে আসছে তোমার জন্মদিন,
জন্মদিনে কি বা দেবো তোমায়,
এক তোড়া গোলাপ ফুল আর এক বুক
ভালোবাসা ছাড়া কিছুই নেই যে আমার ।
শুভ জন্মদিন

শুভ জন্মদিন স্ট্যাটাস :

প্রিয় জনকে এই জন্মদিনের শুভেচ্ছা বা শুভ জন্মদিন স্ট্যাটাস গুলো দিতে পারেন ।

শুভ ক্ষন, শুভ দিন,
মনে রেখো চিরদিন,
কষ্ট গুলো দূরে রেখো,
স্বপ্ন গুলো পুরন করো,
নতুন ভালো স্বপ্ন দেখো,
আমার কথা মনে রেখো ।
শুভ জন্মদিন

রাত যায় দিন আসে,
মাস যায় বছর আসে,
সবাই থাকে সুদিনের আশায়,
আমি থাকি তোমার জন্মদিনের আশায় ।
শুভ জন্মদিন ।

বাইরে তাকিয়ে দেখো কি মনোরম পরিবেশ ।
তোমার জন্য সূর্য হাসছে, গাছেরা নাচছে,
পাখিরা গান গাইছে, কারন আমি সবাইকে
বলেছি শুভেচ্ছা জানাতে ।
শুভ জন্মদিন ।

শুভ জন্মদিন কবিতা

ফুলে ফুলে ভরে যাক তোমার ভুবন,
রংধনুর মত সাত রঙ্গে রাঙ্গুক তোমার
জীবন । দুঃখ কষ্ট গুলো হারিয়ে যাক
দূর অজানার দেশে । তোমার জীবন
যেনো সুখের সাগরে ভাসে । এই
কামনা করি বিধাতার কাছে ।
শুভ জন্মদিন

প্রতিদিনই জন্মদিনের মত আনন্দে পরিপূর্ণ থাকুক,
আজকের দিনটা প্রান খুলে উপভোগ করো,
শুভ জন্মদিন

নতুন সকাল নতুন দিন নতুন করে শুরু,
যা যেন কখনো হয় না শেষ । তোমার
এই জন্মদিনে রইলো অনেক শুভেচ্ছা ।
শুভ জন্মদিন

দিনের শেষে বলছি বটে শুভ জন্মদিন,
কিন্তু তোমার কথাই শুধু ভাবছি সারাদিন।
জন্মদিনের শুভেচ্ছা ।

দারুন দিনটায় জানাই অনেক অভিনন্দন
চলার পথে সৌভাগ্যবান থেকো, আগামি
জীবনটা আনন্দময় হোক, এই আশা করি ।
আজ দিনটা ভালোভাবে উপভোগ করো ।
শুভ জন্মদিন ।

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস :

শুভ শুভ শুভ দিন, আজ তোমার জন্মদিন ।
মুখে তোমার দিপ্ত হাসি, ফুল ফুটেছে রাশি রাশি ।
হাজার ফুলের মাঝে গোলাপ যেমন হাসে,
তেমন করে বন্ধু তোমার জীবন যেন শুখের সাগরে ভাসে ।


আজ তোমার জন্মদিন,
জীবন হোক তোমার রঙিন ।
সুখ যেন না হয় বিলীন,
দুঃখ যেন না আসে কোন দিন ।জন্মদিনের শুভেচ্ছা বার্তা


দিনের শেষে বলছি বটে শুভ জন্মদিন,
কিন্তু তোমার কথাই শুধু ভাবছি সারাদিন ।
** জন্মদিনের শুভেচ্ছা **জন্মদিনের শুভেচ্ছা কার্ড


মিষ্টি আলোর ঝিকিমিকি সবুজ ঘাসে ঘাসে,
স্নিগ্ধ হওয়ায় দুলিয়ে মাথা ফুলের কলি হাসে ।
পাখির গানে পরিবেশে মায়াবি এক ধোঁয়া ,
পেয়েছে ওরা তোমার শুভ জন্মদিনের ছোঁয়া ।
“” শুভ জন্মদিন “”


আধার ভেঙ্গে সূর্য হাসে
বিশ্বভুবন আলোয় ভাসে ।
পাক-পাখালি ধরলো গান
নদীর বুকে ওই কলতান ।
তর তরিয়ে চললো তরী
মহাসাগর দেবো পাড়ি ।
তরু শাখায় লাগলো দোল
চল বন্ধু চল জলকে চল ।
খুশিতে মন তা ধিন ধিন
আজ যে তোমার জন্মদিন **


জন্মদিনের কবিতা


জন্মদিন, শুভ জন্মদিন ।
ফুলেরা ফুটেছে হাসি মুখে
বাড়ছে ভ্রমরের গুঞ্জন,
পাখিরাও গাইছে নতুন সুরে
জানাতে তোমায় অভিনন্দন ।
নদীতে বইছে খুশীর জোয়ার
বাতাসে সুভাশিত কলরব,
তোমাকে নিয়েই মাতামাতি আজ
তোমার জন্যই সব ।
জীবনে হও অনেক বড়
পৃথিবীকে করো ঋণী,
গাইবে সবাই তোমার জয়গান
রাখবে মনে চিরদিনি ।
জীবন হোক ছন্দময়
সপ্নগুলো রঙিন,
ভালোবাসায় ভরে উঠুক
তোমার জন্মদিন ।।
জন্মদিন শুভ জন্মদিন !!


জন্মদিনের শুভেচ্ছা

রোমান্টিক জন্মদিনের শুভেচ্ছা :

এখানে পাবেন রোমান্টিক জন্মদিনের শুভেচ্ছা :

কোন রাজার সিংহাসন থেকে নয়, নয় হিমালয়ের পাদদেশ থেকে । ৭ সমুদ্র ১৩ নদীর ওপাড় থেকে নয়, আমার হৃদয়ের ছোট্ট কুটির থেকে জানাই **** শুভ জন্মদিন ***


আজ বাতাসে সুভাষিত স্নিগ্ধতা, পাখিরা সারি সারি গাইছে গান । প্রকৃতি হেলে-দুলে হয়েছে রঙিন । ফুলেরা সব ফুটেছে বাগানে । আজ আমার প্রিয়ার জন্মদিন । শুভ জন্মদিন ।


আর একটা বছর এসে গেলো, বেড়ে যাবে আর একটা মোমবাতি ।
কাল ও ছিলাম আজ ও আছি, তোমার জন্মদিনের সাথী । শুভ জন্মদিন ।শুভ জন্মদিন ছবি


আজকের এই বিশেষ দিনে হয়ে উঠো আরো নবীন ,
ভালোবেসে জানাই তোমায় শুভ জন্মদিন ।


জন্মদিনে কি বা দিবো তোমায় উপহার ?
বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও পেয়ার ।
শুভ জন্মদিন ।


তোর জন্য ভালোবাসা , লক্ষ গোলাপ জুঁই,
হাজার লকের ভীরে আমার, থাকবি হৃদয়ে তুই ।
শুভ জন্মদিন


সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার, পুরন হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা, বেঁচে থাকো হাজার বছর । ** শুভ জন্মদিন **


নতুন সকাল, নতুন দিন, নতুন করে শুরু । যা হয় না যেন শেষ ।
জন্মদিনের অনেক শুভেচ্ছার সাথে পাঠালাম তোমায় এই এসএমএস ।
** শুভ জন্মদিন **


শুভ জন্মদিন


সেরা জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস  :

A 4 আমি… B 4 বলতে… C 4 চাই… D 4 দারুন..
E 4 একটা… F 4 ফাটাফাটি… G 4 গোপন কথা…
H 4 হ্যেপি বার্থডে ।


আজকের এই রাত – তোমার জন্য ডেকে আনুক সুখময় নতুন এক প্রভাত ।
আজকের এই দিন – তোমার জন্য হোক রঙিন ।
আজকের এই সময় – তা শুধু তোমার জন্য আর কারো নয় ।
জানাই শুভ জন্মদিন – তোমার জন্য এই পৃথিবীটা হয়ে যাক রঙিন ।


আমাদের ভালোবাসা, পুরন হোক তোমার মনের সব আশা,
সুখী থাকবে তুমি নিয়ে আমাদের ভালোবাসা !!!
******* শুভ জন্মদিন ********


বাড়লো আরেকটা বছর তোমার জীবনের সাথে, এগিয়ে যাও সন্মানের সাথে,
আনন্দের সাথে আরো দূরে । ইচ্ছে হোক তোমার পুরন । শান্তি থাকুক তোমার প্রানে ।
ভালবাসুক সবাই তোমার এই জন্মদিন থেকে । “””” শুভ জন্মদিন “”””””

Read More >>  হলুদ শাড়ি নিয়ে ক্যাপশন

গ্রীষ্মের ফুলগুলি, বর্ষার অঞ্জলি,
শরতের গীতালি, হেমন্তের মিতালী ।
শিতের পিঠা-ফুলি, বসন্তের ফুল-কলি ।
এমনি করে ভরে থাক,
তোমার জীবনের দিনগুলি ।
“””””””” শুভ জন্মদিন “””””””””জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন


জন্মদিনের শুভেচ্ছা, প্রিতি আর ভালোবাসা, পৌছবে তোমার কাছে, এই আমার আশা ।
এই কবিতা পড়ে তুমি হাসবে হয়তো, কে বা জানে উদ্যেশ্য সফল হবে !
যদি এই এসএমএস একটা হাসি তোমার মুখে আনে ।
****** শুভ জন্মদিন ********


জন্মদিনে কি বা দেবো তোমায় উপহা্‌
বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও পেয়ার,
^^^^^^ শুভ জন্মদিন ^^^^^


তোর জন্যে ভালোবাসা, লক্ষ গোলাপ জুই ।
হাজার লোকের ভিড়ে আমার, থাকবি হৃদয়ে তুই ।
**** শুভ জন্মদিন *****


এই দিনটা আসে যেন বছর বছর ফিরে,
যেন অনেক স্বপ্ন দেখতে পারি তোমায় আমি ঘিরে ।
“””””” শুভ জন্মদিন “”””””


সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার,
পুরন হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা,
বেঁছে থাকো হাজার বছর ।
******* শুভ জন্মদিন *******


জন্মদিনের শুভেচ্ছা নিও, যদিও বিলম্বিত,
Birthday Treat পেতে বতস হব বার প্রিত ।
হ্যাপি বার্থডে


মুছে দাও পুরনো বেদনা, খুলে দাও মনেরি জানালা,
ভুলে যাও বেথার দিনগুলি, মুছে ফেলো চোখের পানি,
ঝরে যাক দুঃখ দুর্দশা, মনে জাগাও সন নতুন নতুন আশা ।
“”””””””””””শুভ জন্মদিন””””””””””””


আজ বারোটায় একটু খানি,
কাটিয়ে ঘুমের রেষ,
চোখটি মেলে চেয়ে দেখো,
আরো একটি বছর শেষ ।
(((শুভ জন্মদিন)))


তোমার জন্য দোয়া করি ১২ মাস আনন্দে ৫২ সপ্তাহ খুশী,
৩৬৫ দিন সাফল্য ৮৭৬০ ঘণ্টা সুস্বাস্থ্য আর ৫২৬০০ মিনিট সৌভাগ্য ।
+++++শুভ জন্মদিন+++++


সাগরের ঢেউ, ফুলের সুঘন্ধ, রাতের তারারা,
সবাই জড় হয়েছে তোকে একসাথে বলতে—–
\\\\\\\শুভ\\\\\জন্মদিন\\\\\\\\


জন্মদিনের উষ্ণ অভিনন্দন জানাই আমার জানা
সবচেয়ে সুন্দর মানুষটিকে, তোমার একটা হাসিতে
আলোকিত হয় চারিদিক, অনেক ভালোবাসা রইলো তোমার জন্য ।


আজকের এই দিনে আশা রাখি জীবনের
আনন্দ যাত্রায় কখনই সত্যের পথ থেকে সরে যাবে না,
জন্মদিনের শুভেচ্ছা নিও ।
&&&&&& শুভ জন্মদিন &&&&&&&

 

ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস :

ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এগুলো দেখুন :

১. ভাইয়া আমরা মারামারি-কাটাকাটি ফাটাফাটি যাই করি না কেন, আজকে তোমার জন্মদিন। তাই জন্মদিনে তোমাকে ফাটাফাটি একটা শুভেচ্ছা।

২. বাবার পরও যে মানুষটার প্রতি আরো বেশি, আস্থা রাখি সেটা হচ্ছে তুমি ভাইয়া। শুভ হোক তোমার প্রতিটি দিন। শুভ জন্মদিন।

৩. দুষ্টুমিতে ভরপুর হয়ে উঠুক তোমার জীবন এর প্রতিবেদন ভাইয়া। শুভ জন্মদিন। অনেক অনেক শুভকামনা।

ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

৪. প্রিয় ভাইয়া, বাবার কাঁধের পর তোমার হাত ধরে চলা প্রতিটি দিন ছিল আমার জন্য সৌভাগ্যের। তাই তোমার জীবনের প্রতিটি পথ চলা হোক সহজ। তোমার জন্মদিনে এই কামনা রইল।

৫. আজকে তোমার জন্মদিনে আমি তোমার মত একজন মানুষকে ভাই হিসেবে পেয়েছি। সারা জীবন তোমার পাশে থাকতে চাই। জন্মদিনে অনেক শুভেচ্ছা।

৬. ভাইয়া তোমাকে নিয়ে আমি অনেক গর্ব বোধ করি। সব সময় সঠিক শক্তিশালী এবং সামর্থ্যবান থাকো। এই কামনায় জন্মদিন শুভ হোক।

৭. তোমার আমার সম্পর্কটা বেশিরভাগই খুনসুটি এবং দুষ্টামির। তবে শেষ পর্যন্ত বন্ধুত্বের। তাই বন্ধু হিসেবে তোমায় আজকে জানাই শুভ জন্মদিন ভাইয়া।

৮. পৃথিবীতে সম্পর্কগুলো কখনো পুরনো হয়ে যায় না। সম্পর্কগুলোর কখনো বয়স বাড়ে না। তাই ভাইয়া তোমার জীবনে প্রত্যেকটা সম্পর্কই আরো পুরনো এবং মজবুত হয়ে উঠুক। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯. ভাইয়া তুমি আমার শক্তির উৎস, ভরসা স্থান, উত্তম পরামর্শদাতা। তাই তোমায় জানাই শুভ জন্মদিন।

১০. সৃষ্টিকর্তার পক্ষ থেকে অন্যতম উপহার হচ্ছে ভাই পাওয়া। তোমার মত একজনকে ভাই হিসেবে পেয়ে সত্যিই আমি ধন্য। বছরের প্রতিটা দিন হোক। শুভ জন্মদিন।

১১. ভাইয়া তুমি আমাকে দুঃখে হাসাও, দুঃসময়ে ভরসা দাও। তাই আজ তোমার জন্মদিনে তোমার জন্য একই কামনা রইল। তোমার দুঃখগুলো হাসিতে পরিণত হোক। সমন্ত সময় যেন আমরা ভরসা দিতে পারি। শুভ জন্মদিন।

১২. ভাইয়া তোমার উপস্থিতি যেভাবে আমার জীবনকে বর্ণময় এবং বৈচিত্র্যময় করে তুলেছে। তোমার জীবনে অধিক সেভাবে সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক। বাসায় তোমায় জানাই জন্মদিনের শুভেচ্ছা।

১৩. শুভ জন্মদিন ভাইয়া। ধন্যবাদ আমার পিছনে লাগার জন্য, আমাকে বিরক্ত করার জন্য। সর্বোপরি আমার পাশে থাকার জন্য। তোমার মত ভাই পেয়ে আমি সত্যিই খুব খুশি। ভাইয়া তোমাকে সত্যিই ভালোবাসি।

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ভাই ফানি :

এখানে মজার কিছু জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস পাবেন :

১. দেখ ভাই ছোটবেলার আমার যতগুলো খেলনা চুরি করেছিস, আজকে সেগুলোর জন্য ট্রিট দিতে হবে। শুভ জন্মদিন।

২. হ্যালো ভাই আজকে নাকি তোমার জন্মদিন। মোমবাতির সংখ্যা ও বাড়তেছে আর গার্লফ্রেন্ডের সংখ্যা ও বাড়ুক।

৩. আজকে তোমার জন্মদিনের কেকের সবচেয়ে বড় অংশটা কিন্তু আমি খাব। ছোটবেলার মতো আবার কেক নিয়ে দৌড় দিও না, শুভ জন্মদিন।

৪. কি ভাই আজকে নাকি তোমার জন্মদিন? বুড়ো হয়ে যাচ্ছো, ওপস সরি বড় হয়ে যাচ্ছো।

৫. প্রিয় ব্রাদার জন্মদিনে তোমাকে তোমার মানিব্যাগটা আরো বেশি মোটা করে রাখার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। কারণ মাঝে মাঝে আমিও ওখান থেকে কিছু সম্পদ যেন নিতে পারি।

৬. প্রিয় ভাই তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। যেহেতু আমরা বড় হয়ে গেছি তাই এখন আর আম্মুর কাছে বিচার দিতে পারবে না, এবার সামনাসামনি ফাইট করবো।জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ভাই

৭. জন্মদিনের প্রাণঢালা অভিনন্দন আমার ভাই। ছোটবেলা যেভাবে আমার হোমওয়ার্ক করে দিতে, এবারও আমার কিছু কাজ করে দিও।

৮. জন্মদিনে আর একটা বছর পার করে ফেললে আমার ভাই। এবার তো বিয়েটা কর, আর আমার রাস্তাটাও ক্লিয়ার করো।

৯. আরে আমার ভাই আজকে তোমার জন্মদিন আমি কি তোমাকে গিফট না দিয়ে থাকতে পারি? কিন্তু সমস্যা হল আমার দেওয়া উপহার গিফট বক্সে জায়গা হবে না।

১০. শুভ জন্মদিন আমার ভাই স্যারের পড়া ফাঁকি দিয়ে কত জায়গায় ঘুরে বেড়িয়েছো। আমি অবশ্য ভালো ভাইয়ের মত সেটা গোপন রেখেছি, তাই আমাকে ভালো করে ট্রিট দিও।

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ভাই :

১. শুভ জন্মদিন ভাইয়া। বাবারে তুমি আমার জীবনে বটবৃক্ষের ছায়া হয়ে থেকো।

২. জীবনটাকে সৎ পথে বয়ে নিয়ে যেও, কখনো মন্দের সাথে আপোষ করো না। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া।

৩. প্রিয় ভাই আজকে তোমার জন্মদিন তাই অনেক অনেক শুভেচ্ছা। সব সময় আমাকে এভাবেই পথ দেখিয়ে দিও, আমার পাশে থেকো।

৪. এ যাবত পর্যন্ত যত স্বপ্ন দেখেছো যত আকাঙ্ক্ষা মনে পুষিয়ে রেখেছো তার সব যেন পূরণ হয়। শুভ জন্মদিন আমার প্রিয় ভাই।

৫. প্রিয় ভাই জীবনের প্রতিটি পদক্ষেপে তোমার প্রতিটি চাওয়া পূর্ণ হোক। জন্মদিনের প্রাণঢালা শুভেচ্ছা রইল।

৬. মাঝে মাঝে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হয় তোমার মত একজন ভাই পেয়েছি তাই। শুভ জন্মদিন ভাই, আমিও যেন সারা জীবন তোমার পাশে থাকতে পারি।

Read More >>  একা পথ চলা নিয়ে উক্তি

৭. তোমার আগামী দিনের পথ চলা আরো মসৃণ হয়ে উঠুক। এই কামনায় জানাই শুভ জন্মদিন ভাইয়া।

৮. উজ্জ্বল আলোয় ফুটে উঠুক তোমার জীবন, সুন্দর হয়ে উঠুক তোমার ভুবন। জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল ভাই।

৯. জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ভাই। দোয়া করি তোমার জীবনের প্রতিটি দিন যেন রঙিন হয়ে ওঠুক।

১০. ভাইয়া তুমি বাবার পরে এই পৃথিবীতে আমার সবচেয়ে বড় সাপোর্টার। আমিও সব সময় তোমার সাপোর্টার হয়ে থাকতে চাই, শুভ জন্মদিন প্রিয় ভাই।

১১. অন্তরের অন্তঃস্থল থেকে তোমার জন্মদিনের শুভেচ্ছা রইল ভাইয়া। এভাবেই আমাদের পরিবারের ওপর ছায়া হয়ে থেকো।

শুভ জন্মদিন ভাই ছবি :

শুভ জন্মদিন ভাই

শুভ জন্মদিন ভাই পিক

শুভ জন্মদিন ভাই ছবি

শুভ জন্মদিন ভাই সকল

বোনের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস :

প্রিয় বোনকে দেয়ার জন্যে দারুণ কিছু জন্মদিনের শুভেচ্ছা এখানে পাবেন :

১. প্রিয় বোন আমার। আজ তোমার জন্মদিনে জানাই তোমাকে অনেক শুভেচ্ছা। আজকে দিনেই তোমাকে আমরা পেয়েছি।

২. সারাদিন আমরা খুনসুটি যাই করি, দিন শেষে আমরা ভালো বন্ধু। এতক্ষণ খুন শুটির মাঝে বোন তোমাকে জানাই শুভ জন্মদিন।

৩. বোন শব্দটি শুধু একই মায়ের সহদোর নয়, একজন ভালো বন্ধু বটে। বন্ধু হিসেবে আমি তোমাকে জানাই শুভ জন্মদিন।

৪. বোন না থাকলে প্রতিটি শিশুর ই শৈশব অসম্পূর্ণ থেকে যেত। তাই আজকে সমস্ত ভালোবাসা নিয়ে তোমাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।

বোনের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

৫. বালিশ নিয়ে মারামারি, মান অভিমান আর ঝগড়াঝাঁটি এসব কিছুই পাশ কাটিয়ে বোনের চেয়ে শুভাকাঙ্ক্ষী আরও কেউ হয় না। শুভ জন্মদিন বোন।

৬. আপু তুমি আমার সবকিছুর চেয়েও বেশি কিছু। আর আমি সব সময় অনুভব করি যে আমি সৌভাগ্যবানদের মধ্যে একজন। শুভ জন্মদিন।

৭. বোনেরা আসলে সাধারন কেউ নয়। তারা যথেষ্ট ধৈর্যশীল ভেতর থেকে যতটা সুন্দর বাইরে থেকেও ততটাই সহনশীল। ‌ আজকে আমার বোনের জন্মদিন। তাই আমার বোনকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।

৮. মায়ের পরে সবচেয়ে বেশি আপন হচ্ছে নিজের বোন। মে বোন আমাদের সুখ দুঃখের সাথী। শুভ জন্মদিন বোন।

৯. সৃষ্টিকর্তা তোমার জীবনকে সুখ দিয়ে পরিপূর্ণ করে তুলুক।‌ সমস্ত অপূর্ণতাকে পূর্ণতা পাইয়ে দিক। শুভ জন্মদিন প্রিয় বোন।

১০. বোন তুমি যেভাবে আমার সুখ দুঃখ কান্না হাসিতে পাশে থাকো, আমিও সেভাবেই তোমার জীবনে ছায়ার মতো থাকতে চাই। শুভ জন্মদিন প্রিয় বোন।

১১. শোন বোন তুমি কিন্তু আসলে দেখতে বুড়ো হচ্ছো না বরং তুমি প্রতিনিয়ত মায়ের মত হচ্ছো। আরো একটি বছরে তুমি আরো বেশি মায়ের পথে হাঁটছো। ‌ শুভ জন্মদিন।

১২. বোন তুই ছোটবেলা থেকে আমাকে অনেক জ্বালিয়েছিস। তাই এই জন্মদিনে তোকে আনন্দঘন এবং জ্বালাময়ী শুভেচ্ছা।

১৩. আমার আদরের ছোট বোন তোর যন্ত্রণায় অতিষ্ঠ হয়েও তোকে অনেক ভালোবাসি। ‌ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।

১৪. বোন তোর প্রতিটি স্বপ্ন সত্যি হোক। ভালবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক তোর জীবন। জন্মদিনের শুভেচ্ছা রইল। ‌

১৫. ছোট বোন হয়েও তোর আদর শাসন এতটাই বেশি পেয়েছি যে, মনে হতো তুই আমার বড় বোন। সারা জীবন তোর পাশে থাকতে চাই। অনেক সুখে থাক এই কামনা রইল। শুভ জন্মদিন।‌

ছোট বোনের জন্মদিনের শুভেচ্ছা :

আজকের এই দিনে ঘর আলোকিত করে এসেছিলি তুই, তোর আগমনে আনন্দে আত্মহারা হয়েছিলাম আমরা সবাই, আজকে তোর জন্মদিন । শুভ জন্মদিন প্রিয় বোন আমার ।

আমাদের সেই দুষ্টু মিষ্টি মানুষটির আজ জন্মদিন । জীবনে অনেক বড় হও, এই দোয়া করি । নিজে আলোকিত হও আর আলোকিত কর এই পৃথিবীকে । শুভ জন্মদিন বোন আমার ।

আমাদের জীবনের অনেক বড় খুশীর দিন ছিলো আজকের এই দিন, কারণ আজকের এই দিনে তোকে আল্লাহ্‌ আমাদের পরিবারে পাঠিয়েছেন । শুভ জন্মদিন আমার প্রিয় ছোট্ট বোন ।

ছোট বোনের জন্মদিনের শুভেচ্ছা

তোর জীবন হোক রঙিন । ভালো থাক সব সময় । ভালোবাসা তোর জন্য চিরকাল । তুই থাকবি আমার মনের মধ্য মনি হয়ে । জন্মদিনের শুভেচ্ছা তোকে । শুভ জন্মদিন আমার প্রিয় ছোট বোন ।

জীবনে অনেক বড় হও এই কামনা করি । আজকের এই দিনে তুই এসেছিলি সব কিছু আলোকিত করে আমাদের এই ছোট পরিবারে । শুভ জন্মদিন পাগলি বোন আমার ।ছোট বোনকে জন্মদিনের শুভেচ্ছা

জীবন থেকে যা হারিয়ে গেছে, তার জন্য আপসোস করো না । নিশ্চয়ই আল্লাহ্‌ তোর জন্য আরো ভালো কিছু রেখেছেন । তাই মন খারাফ করে বসে থেকো না, জন্মদিন উপভোগ করো । শুভ জন্মদিন প্রিয় ছোট বোন আমার ।

তোর মত একটি ছোট বোন পেয়ে আমি অনেক গর্বিত । তুই থাকবি আমার মনের কোণে সব সময় । তোর জন্য দোয়া ও শুভ কামনে রইলো । শুভ জন্মদিন আমার কলিজার ছোট বোন ।

তোকে নিয়ে গর্ভ করা যায়, তোর মত ছোট বোন প্রত্যেক ঘরে ঘরে জন্ম নিক । আলোকিত হোক সকল সুখী পরিবার । আজ তোর জন্মদিন । তাই তোকে জানাই অন্তরের অন্তস্থল থেকে শুভ জন্মদিন ।

তোকে যেদিন প্রথম দেখেছি, সেদিন থেকেই তুই আছিস আমার মনের মধ্যমনি হয়ে । তোর আগমনে পৃথিবীতে সবচেয়ে খুশী হয়েছিলাম আমি । তোর জন্য আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা । শুভ জন্মদিন আমার মিষ্টি বোন ।

আমার জীবনের একটি সেরা দিন ছিলো, যেদিন তুই এই পৃথিবীতে এসেছিস । পরমকরুনাময়ের কাছে অশেষ শুকরিয়া যিনি তোর মত একটি মানুষকে আমার বোন হিসেবে পাঠিয়েছেন । আজকে তোর সেই জন্মদিন । অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো তোর জন্যে । শুভ জন্মদিন প্রিয় ছোট বোন আমার ।

আমাদের পরিবারে তুমি এসেছিলে সুখের পাখি হয়ে । তুমি আজও আমাদের সবার অনেক প্রিয় একটি মানুষ । আজ তোমার জন্মদিন । এইদিনে তোমাকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভ কামনা । অনেক সুখী হও জীবনে । নিজে আলোকিত হও আর আলোকিত কর সমাজ ।

আজকের এই দিনে তুমি এসেছিলে এই ধারায় । তোমার আগমনে আলোকিত হয়েছিলো আমাদের জীবন । তোমার মত একটি ছোট বোন পেয়ে আনন্দে আত্মহারা হয়েছিলাম আমরা সবাই । আজ তোমার শুভ জন্মদিন । জন্মদিনের অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো তোমার জন্য । ভালো থেকো এবং ভালো রেখো ।ছোট বোনের জন্য জন্মদিনের স্ট্যাটাস

আমার জীবনে অনেক মানুষ দেখেছি । তোমার মত এত শান্ত মিষ্টি মানুষ এর একটিও দেখিনি । তুমি জীবনে অনেক বড় হয় এবং আলোকিত কর তোমার চারপাশ । এই কামনায় তোমাকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা । শুভ জন্মদিন ।

আজকে এই দিনে তুমি এসেছো এই পৃথিবীতে । তোমার আগমনে ধন্য হয়ছে সবাই । আনন্দে নেচে গেয়ে স্বাগত জানিয়েছে বনের পাখিরা । বাগানের ফুল গুলো সুগন্ধ ছড়িয়েছে সবার মাঝে । কারণ তোমার এই আগমনে খুশী হয়েছিলো সবাই । তাই তোমাকে জানাই অন্তর থেকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা ।

Read More >>  অসাধারন কিছু স্ট্যাটাস

আমাদের পরিবার আলোকিত হয়েছিলো তোমার আগমনে । আজকের এই দিনে তুমি এসেছিলে আমাদের পরিবারে । সৃষ্টিকর্তার কাছে অশেষ শুক্রিয়া জানাই, তিনি তোমাকে আমাদের কাছে পাঠিয়েছেন । তোমার এই জন্মদিনে জানাই শুভেচ্ছা আর শুভ কামনা । শুভ জন্মদিন ।

ছোট বোনের জন্য জন্মদিনের কবিতা :

তুমি এসেছিলে এই দিনে আমাদের পরিবারে,
যেদিন আনন্দ বয়েছিলো আমাদের ঘরে,
আজ এসেছে আবার সেই শুভ দিন ,
তোমাকে জানাই শুভ জন্মদিন ।

এমন দিনে তুমি এসেছো এই ধরায়,
খুশীর বার্তা বয়েছিলো হাওয়ায়,
গেয়েছিলো বনের পাখিরা গান,
খুশীতে ভরেছিলো সবার প্রান ।
আজকেই সেই তোমার জন্মদিন
তোমায় জানাই শুভেচ্ছা অবিরাম ।ছোট বোনের জন্য জন্মদিনের কবিতা

জীবনে অনেক বড় হয়, করি এই কামনা,
সুখী হও, পূরণ হোক মনের সব বাসনা ।
আজকের এই শুভ দিনে তোমার হয়ছে জন্ম
হয়েছি আমরা তোমায় পেয়ে অনেক ধন্য ।
শুভ জন্মদিন ।

দুষ্টু মিষ্টি বোন আমার নিও ভালোবাসা
সফল হোক তোমার জীবন, এই আমার আশা,
চিরদিন থেকো ভালো, এই আমার দোয়া
শুভ হোক তোমার জীবন, তোমার আসা যাওয়া ।
তোমার জন্য রইলো অসীম দোয়া ।
সুন্দর হোক তোমার জন্মদিন ।

তুই আমার ছোট বোন,
থাকিস অনেক ভালো ।
তোর জীবনের চারপাশে
জ্বলে থাকুক আলো ।
মনে যত দুঃখ আছে,
ভুলে গিয়ে আজ,
জন্মদিনকে স্বাগত জানাতে
নতুন সাঁঝে সাঁজ ।
শুভ জন্মদিন ।

আজকের এই দিনে
বোন তোকে পড়ে মনে,
ছোট বেলার দিন গুলো
উঁকি দেয় ক্ষনে ক্ষনে ।
যেখানে থাকিস ভালো থাকিস
এই দোয়া করি,
মনে যত দুঃখ আছে
দূর হয়ে যাক সবি ।
শুভ জন্মদিন আমার প্রিয় বোন ।

শুভ জন্মদিন প্রিয় স্ট্যাটাস :

প্রিয় মানুষকে দেয়ার জন্য আরো কিছু রোমান্টিক জন্মদিনের শুভেচ্ছা এখানে পাবেন :

১.আজকের দিন টা কিন্তু যেমন তেমন কোনো দিন নয়। আজকের দিনটা আমার কাছে খুবই মূল্যবান একটি দিন। কেননা আজকে আমার ভালবাসার মানুষটার শুভ জন্মদিন।

২.প্রিয় তোমার কি গত জন্মদিনের কথা মনে আছে? তুমি বলেছিলে তোমার জীবনে সেটা সেরা জন্মদিন ছিলো,আজ রাতে তোমার এই কথাটা আরো পরিবর্তন হয়ে যাবে তুমি শুধু অপেক্ষা করো।

৩.আজকের এই দিনটি আমার কাছে বিশেষ একটি দিন কেননা এই দিনটিতেই আমার রূপকথার রাজকুমারী জন্মগ্রহণ করেছিলো। তাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি তাইতো তার জন্মদিনে আমার ছোট্ট একটি উপহার। শুভ জন্মদিন প্রিয়তমা।

৪.মানুষ মাত্রই ভুল করে থাকে। হয়তো সেদিন ভুলটা আমি করেছিলাম। কিন্তু তুমি হয়তো চেষ্টা করলে পারতে আমাকে ক্ষমা করে দিতে। আজকের এই জন্মদিনে আমার তোমার কাছে একটি চাওয়া আমাকে ক্ষমা করে দিও প্রিয়তমা। শুভ জন্মদিন।

৫.তোমার ওই চঞ্চলতা আমাকে বারবার তোমার প্রেমে ফেলে,আজ তোমার শুভ জন্মদিন। তুমি আজকে যেমন হাসিখুশি আসো সারা জীবন এমনি হাসি খুশি থেকো। শুভ জন্মদিন

৬.তুমি সেই ব্যক্তি যে আমাকে এই পৃথিবীতে বেঁচে থাকার মানে বুঝিয়েছো। সৃষ্টিকর্তা হয়তো আমার জন্যই তোমাকে তৈরি করেছে। তাই আমি সারা জীবন তোমাকে আমার ভালোবাসায় বেঁধে রাখতে চাই। শুভ জন্মদিন প্রিয়তমা

৭.তোমার ওই সহজ-সরল আচরণ আমাকে সকল সময় মুগ্ধ করে। তোমার ভালোবাসা আমাকে উদাসী করে তোলে। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাকে ভালোবেসে যেতে চাই।
শুভ জন্মদিন

৮.তোমার নিষ্পাপ চোখের ঐ সুন্দর চাহুনি আমাকে সবকিছু ভুলিয়ে দেয়। আমার তখন মনে হয় তোমার প্রেমের সমুদ্রে যদি হারিয়ে যেতে পারতাম তাহলে কতই ভালো হতো। শুভ জন্মদিন প্রিয়।

৯.এই পৃথিবীর সমস্ত সুখ যেন বিধাতা আমাকে দিয়ে দিয়েছে তোমাকে দেওয়ার মাধ্যমে। তোমাকে ছাড়া আমি এক দন্ড বাঁচতে পারব না আর আজ তোমার শুভ জন্মদিন। সারা জীবন তোমার মুখে যেন ওই হাসিটা থাকে যে হাসিটা আমি প্রথম দেখেছিলাম। শুভ জন্মদিন প্রিয়তমা

১০.আজকের পৃথিবীটা যেন অন্যরকম ভাবে সেজেছে,আজকের সকালের রোদ টাও আমার কাছে অন্যরকম মনে হচ্ছে কেননা আজ আমার প্রিয়তমার জন্মদিন। শুভ জন্মদিন

মেয়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস :

১. কোন একদিন তোমার জন্ম হয়েছিল আমাদের পরিবারে। খুশির জোয়ারে ভেসেছিলাম সবাই। ‌ তুমিও সেভাবে ভালো থাকো। শুভ জন্মদিন।

২. শুভ হোক তোমার প্রতিটি দিন। এই প্রত্যাশায় প্রতিনিয়ত তোমার জন্য দোয়া রইল। সুখী হও ভালো থাকো।

৩. শুভ জন্মদিন মিষ্টি মেয়ে। তোমায় সমস্ত আশীর্বাদ দিলাম। যেন তুমি সারা জীবন এমন ভাবে মিষ্টি জীবন যাপন কর।

৪. তুমি যেদিন আমাদের পরিবারের জন্ম হয়ে এসেছিলে। সেদিন বুঝেছি তুমি আমাদের জন্য কতটা বিশেষ মানুষ। আজকের এই বিশেষ দিনে এই কামনা রইল তুই অনেক সুখী হও।

৫. আমাদের রাজকন্যার আজ শুভ জন্মদিন। তোমার হৃদয় পরিপূর্ণ হোক এবং জীবন সুখী হোক এই কামনা রইল।

মেয়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

৬. প্রিয় কন্যা এ পৃথিবীতে অনেক কিছুই কমতি রয়েছে। কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা সীমাহীন। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল।

৭. আমি কেবল এই কামনাই করি যে, এই জীবনে তুমি যা যা চাও। তাই যেন পাও। ‌ শুভ জন্মদিন।

৮. বছরের প্রতিটি দিন যেন তোমার জন্য জ্ঞান, হাসি এবং সুখ নিয়ে আসে। জন্মদিনে তোমার জন্য এই শুভেচ্ছা রইল।

৯. বছরের প্রতিটি দিন তোমাকে একটু একটু করে বড় হতে দেখা আমাদের জন্য সবচেয়ে সুন্দর দৃশ্য। প্রিয় মেয়ে আজ তোমার জন্মদিন। জন্মদিনের খুব খুব শুভেচ্ছা রইল।

১০. তোমাকে পেয়ে আমরা বড়ই কৃতজ্ঞ।‌ তাই আজকের বিশেষ দিনটি আমরা স্মরণীয় করে রাখতে চাই। হাজারো সুখের মুহূর্ত উপহার হিসেবে দিতে চাই। জন্মদিন শুভ হোক।

১১. এই বিশাল সুন্দর বিশ্বে তুমি যেখানে যে অবস্থানে থাকো। সর্বদা সুখে থাকো এই শুভেচ্ছাই রইল।

১২. আমাদের জীবনে বৃষ্টিপাতের রংধনু যেভাবে প্রতিচ্ছবি তৈরি করে। সেভাবেই তোমার দুঃখ ভরা মুহূর্তগুলোর মধ্যে সুখের রংধনুর রংয়ে রঙিন হয়ে উঠুক। শুভ জন্মদিন।

১৩. মধ্য আকাশে তুমি তারার মতো জ্বলজ্বল হয়ে ওঠো। শুভ জন্মদিন আমার রাজকন্যা।

১৪. তোমাকে মেয়ে হিসেবে পেয়ে আমরা সত্যিই ধন্য। সব সময় তোমার সুস্বাস্থ্য এবং সুখময় জীবন কামনা করি। শুভ হোক তোমার প্রতিটি দিন।

১৫. আমার প্রিয় রাজকন্যাকে সমস্ত স্বপ্নময় জন্মদিনের শুভেচ্ছা। তোমার প্রতিদিন আজকের মতই রাজকীয় হয়ে উঠুক এই প্রত্যাশা রইল। ‌ শুভ জন্মদিন।

শুভ জন্মদিন ছবি :

shuvo jonmodin image

shuvo jonmodin

shuvo jonmodin photo

shuvo jonmodin picture

happy birthday bangla picture

bangla birthday picture

bangla shobo jonmodin picture

shuvo jonmodin bangla picture

shuvo jonmodin picture bangla

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *