এখানে পাবেন সকল প্রকার জন্মদিনের শুভেচ্ছা কবিতা এসএমএস এবং ছবি সম্পূর্ণ বাংলায় । নিচে সবগুলো জন্মদিনের শুভেচ্ছা কবিতা আর এসএমএস কে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে । আপনার পছন্দ মতে যেকোন ছবি, কবিতা বা এসএমএস নিয়ে দেখতে পারেন । এই শুভ জন্মদিনের শুভেচ্ছা কবিতা এবং এসএমএস গুলো সবার জন্য উন্মুক্ত । চলুন নিচে দেখে নেয়া যাক কি কি শুভেচ্ছা এসএমএস ও কবিতা রয়েছে ।
জন্মদিনের শুভেচ্ছা :
আরো একটি বছর তুমি করলে পার,
সুখে থাকো, সুন্দর থাকো,
এই কামনা করি বারে বার ।
*****হেপি বার্থডে****
নতুন আশা, নতুন প্রান,
নতুন হাসি, নতুন গান ।
নতুন সকাল, নতুন আলো,
নতুন দিন হোক ভালো ।
দুঃখকে ভুলে যাই,
নতুনকে স্বাগত জানাই ।
<<< শুভ জন্মদিন >>>
আরও একটা বছর চলে গেলো,
বেড়ে যাবে আরেকটা মোমবাতি,
কালও ছিলাম আজও আছি,
তোমার জন্মদিনের সাথী ।
((( শুভ জন্মদিন )))
সবাইতো ফুল দিয়ে wish করে,
আমি না হয় হৃদয় দিয়ে করবো,
কেউ মুখে বলবে, আবার কেউ Gift দিবে,
আমি না হয় এসএমএস দিয়ে জানাবো ।
<<< Happy Birthday >>>
বিধাতার সুখের নীড়ে হোক তোমার বসবাস,
স্বপ্নগুলো সত্যি হয়ে কেটে যাক ১২ মাস,
ইচ্ছে গুলো ডানা মেলুক প্রজাপতির মত,
মুছে যাক তোমার জীবনের দুঃখ আছে যত ।
(((( শুভ জন্মদিন )))
জন্মদিনের কবিতাঃ
মন খোঁজে সারাক্ষন মনের মত মন,
মনের আশা পুরন করতে তোমায় প্রয়োজন ।
শুন্য মনে লুকিয়ে আছে অনেক গুলো আশা,
তার মধ্যে অন্যতম তোমার ভালোবাসা ।
<<<< শুভ জন্মদিন >>>>
মুছে দাও পুরনো বেদনা,
খুলে দাও মনের জানালা,
মুছে ফেলো চোখের জল,
ভুলে যাও সকল বেদনা ।
মনে জাগাও সব নতুন নতুন আশা ।
+++++Happy Birthday+++++
এই দিনটা আসে জেনো বার বার ফিরে,
যেন অনেক স্বপ্ন দেখতে পারি তোমায় আমি ঘিরে ।
“””””” শুভ জন্মদিন “””””
কারো প্রিয় Saturday,
কারো আবার Sunday,
আমার শুধু একটাই প্রিয় দিন,
সেটা হলো তোমার জন্মদিন ।
<<<< শুভ জন্মদিন >>>>
আজ তোমার জন্মদিন,
জীবন হোক খুব রঙিন ।
সুখ যেন না হয় বিলিন,
দুঃখ যেন না আসে কোন দিন ।
((((( শুভ জন্মদিন ))))
আজকের এই বিশেষ দিনে হয়ে উঠো আরো নবিন,
ভালোবেসে জানাই তোমায় শুভ জন্মদিন ।
তোর জন্য আমার মনে হাজার ভালোবাসা,
লক্ষ গোলাপ জুই…………।
হাজার লোকের মাঝে আমার হৃদয়ে
থাকবি জানি তুই………।
(((( শুভ জন্মদিন ))))
জন্মদিনের উইশ :
এই বারেতে একটু খানি কাটিয়ে ঘুমের রেশ,
চোখটি মেলে চেয়ে দেখি আরো একটি বছর শেষ ।
***** Happy Birthday *****
আজকের এই দিনে আশা রাখি
জীবন আনন্দ
যাত্রায় কখনো সত্যের পথ থেকে
সরে যাবে না ।
জন্মদিনের শুভেচ্ছা
(((( শুভ জন্মদিন ))))
জন্মদিনের উষ্ণ অভিনন্দন জানাই
আমার জানা সবচেয়ে সুন্দর
মানুষটিকে, তোমার একটা হাসিতে
আলোকিত হয় চারিদিক, অনেক
ভালোবাসা রইলো তোমার জন্য ।
>>>>>>>শুভ জন্মদিন<<<<<<<
শুভ হোক তোমার দিন
আজ তোমার জন্মদিন ।
মুখে তোমার মুসকি হাসি,
ফুল ফুটুক রাসি রাসি ।
হাজার ফুলের মাঝে যেমন গোলাপ হাসে,
তেমন করে বন্ধু তোমার জীবন-
যেনো সুখের সাগরে ভাসে ।
>>> শুভ জন্মদিন <<<
কোন রাজার সিংহাসন থেকে নয়
নয় কোন হিমালয়ের পাদদেশ থেকে,
৭ সমুদ্র ১৩ নদীর ওপার থেকে নয়
আমার হৃদয়ের ছোট্ট কুটির থেকে জানাই…
>>>> শুভ জন্মদিন <<<<
সুন্দর জন্মদিনের শুভেচ্ছা :
জন্মদিনের শুভেচ্ছা
প্রিতি ও ভালোবাসা
পৌঁছাবে তোমার কাছে
এই শুধু আমার আশা ।
** শুভ জন্মদিন **
আনন্দ আর উল্লাসে কাটে
যেন তোমার প্রতি টি দিন,
শুভেচ্ছা জানাই, আজ তোমার
*** শুভ জন্মদিন ***
শুভ রজনী শুভ দিন
সামনে আসছে তোমার জন্মদিন
জন্মদিনে কি দেবো তোমায়
এত রাশ গোলাপ ফুল আর
এক বুক ভালোবাসা ছাড়া
কিছুই নেই যে আমার ।
*** শুভ জন্মদিন ***
মাঝে মাঝে ভাবি তোর জন্মদিন টা
একটা জাতীয় ছুটি ঘোষণা করা হোক,
আপ্টার অল, তুই আমাদের জাতীয় সম্পদ
যতদিন না সেটা হচ্ছে, ততদিন অবধি
আমরাই জানাই তোকে
“শুভ জন্মদিন”
তোমার জন্য দোয়া করি
১২ মাস আনন্দের
৫২ সপ্তাহ খুশির
৩৬৫ দিন সাফল্যের
৮৭৬০ ঘণ্টা সুসাস্থের
আর ৫২৬০০ মিনিট সৌভাগ্য এর
*** শুভ জন্মদিন ***