কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২ এর পূর্ণাঙ্গ সুচি এখানে দেয়া হলো । আগামী ২০ নভেম্বার শুরু হবে প্রথম ম্যাচ । এই ম্যাচে মোকাবেলা করবে স্বাগতিক কাতার ইকুয়েডর এর সাথে । এবং এই শিরোপা শেষ হবে ১৮ ডিসেম্বার ২০২২ এ গিয়ে । আয়োজক দেশ হচ্ছে কাতার, যেটা অলরেডি সবাই জানেন । মোট ৩২ টি দেশ এবারের বিশ্বকাপ নিতে লড়াই করবে । এই খেলা গুলো হবে ৮ টি ভ্যানুতে । এই সব গুলো ভ্যানুই কাতারে অবস্থিত । এই খেলা গুলো অন্নান্য দেশের সাথে বাংলাদেশও কিছু টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করবে । তারমধ্যে আছে T-sports এবং Gtv. যাহোক তাহলে আসুন এক নজরে দেখে নেয়া যাক, এবারের বিশ্বকাপের সময়সূচী ।
কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২ :
নিচে বাংলাদেশ সময় অনুযায়ী বিশ্বকাপের সময়সূচী দেয়া হলো । যাতে করে আমাদের আপনাদের বুঝতে সুবিধা হয় । এই সময়সূচী গুলো ফিক্সড করা হয়েছে । তাই আর পরিবর্তন হব না ।
