দৃষ্টিভঙ্গি অপরিবর্তিত অশিক্ষার কুপ্রভাব জড়িত ,
প্রযুক্তির বিকাশ দেশের অগ্রগতিতে আশ্বাস।
উন্নয়নে জল্পনা সার্বিক উন্নতি কল্পনা ,
প্রকৃত শিক্ষায় ঘাটতি আচরণ বাড়তি।
নজরে উপেক্ষা রাষ্ট্রের সদিচ্ছার প্রতীক্ষা ,
মানব মনোবৃত্তি সংকীর্ণ মানবতা জীর্ণ।
ধর্মযুদ্ধ রাজনৈতিক অভিধান স্বার্থের যোগদান ,
অবুঝ জনগণ বিনষ্ট জাতীয়তাবাদ ঐক্যতান।
নারী পুরুষে ভেদাভেদ খুল্লামখুল্লা বিভেদ ,
মায়ের জাঁকজমক আরাধনা আশীর্বাদ প্রার্থনা ,
বাস্তবে নারীর অবমাননা চূড়ান্ত লাঞ্ছনা।
নিষ্ঠুর প্রবৃত্তি মানবের মনোভাবে বিকৃতি ,
নির্লিপ্ত অধিকাংশ সমাজে প্রতিবাদী একাংশ।
ভারতীয় নারীর অর্জন বিশ্বসেরার সম্মান ,
মেরিকম দীপার সৌরভ জাতীয় গৌরব ,
আপ্লুত দেশবাসী অদম্য ইচ্ছেতে শেষহাসি।
পাশাপাশি বৈসাদৃশ্য নারী নির্যাতন নিত্যদৃশ্য ,
কন্যা সন্তানে জননী অপরাধের শিরোমণি ,
একশ্রেণীর বিচার নারীর প্রতি অবিচার।
গলাধাক্কা অপমান নপুংসকের নির্মম বিধান ,
পাপিয়ারা অসহায় পণের দাবি বিস্ময় ,
আকুল আবেদন ব্যর্থ সমাধান অর্থ।
নারীর সংকট দুর্বলতার সদ্ব্যবহার প্রকট ,
অর্থনৈতিক টোপে উপভোগ বলপূর্বক ভোগ ,
চাকরির ইশারা গণধর্ষণের শিকার নারীরা।
ভয়ডর বিলীন আইন ক্ষমতার অধীন ,
সমাজ কলুষিত নারীরা আজও নির্যাতিত ,
সামাজিক ব্যাধি নিরাময়ে ঢিলেঢালা গতিবিধি।
————————————————————
অভিজিৎ মজুমদার