বর্ষবরণ বিনোদন
অভিজিৎ মজুমদার
বর্ষ বিদায় নতুন বছর দোরগোড়ায় ,
হিমেল হাওয়া প্রকৃতির সোহাগ ছোঁয়া ,
আবহাওয়া মনোরম মিষ্টি রোদ্দুর অনুপম।
গতানুগতিক জীবন আজ বাঁধনহারা মন ,
স্মৃতির পাতায় পিছুটান সুখদুঃখের আলাপন।
অনেকটা হারানো কিছুটা পাওয়া জড়ানো ,
বছর শেষে হিসেবনিকেশ প্রভাতী মনোনিবেশ ,
ভুলভ্রান্তি দৃশ্যমান আফশোস কমবেশি বিদ্যমান।
নবীন আশা মনজুড়ে স্বপ্নময় উচ্চাশা ,
আগাম প্রত্যাশা লক্ষ্যপূরণে বিতাড়িত হতাশা।
এগিয়ে চলাই জীবন বাঁচার সমীকরণ ,
মনোভাবে পরিবর্তন আবেগে সংকল্প জাগরণ।
ভিন্ন জীবন দর্শন অঙ্গীকারে পরিস্ফুটন ,
খুশির হাতছানি বর্ষবরণ সন্ধিক্ষণে কানাকানি।
নানান ভাবনা পরিকল্পনা দিনটি পরিক্রমা ,
বাঙালি মশগুল আনন্দঘন পরিবেশে বিলকুল।
নিজস্ব ইচ্ছেতে বন্দী মনপসন্দ গন্ডি ,
মনঃপূত মনপূরণ এখানে ওখানে বিচরণ।
নিকটজনদের সান্নিধ্য ছুটির আমেজে উপভোগ্য ,
চড়ুইভাতি পার্টি উদযাপন আমোদিত দিনযাপন।
খানাপিনার ছড়াছড়ি সুস্বাদু খাবারে উজাড়ি ,
সংস্কার সংস্কৃতির বিবর্তন ঐতিহ্য বিসর্জন।
বাঙালি মাতোয়ারা সকল উৎসবের প্রাণভোমরা ,
বর্ষবরণ বিনোদন হৈ-হুল্লোড়ে বাঙালি চিরন্তন।