চালাক চতুর বিপরীতে সর্বস্বান্ত ফতুর ,
যুগের হাওয়া বেশিরভাগ এমনি পাওয়া ,
বোকা বানানোর খেলা চলছে খোলামেলা।
মিথ্যার আশ্রয় সত্য ধামাচাপা বিস্ময় ,
আপ্রাণ চেষ্টা ভুরিভুরি নির্লজ্জ প্রচেষ্টা।
চতুর্দিকে সর্বক্ষেত্রে বিরাজমান ছলনা দৃশ্যমান ,
শিকারী ধড়িবাজ শিকার হতভম্ব বিরাজ।
আত্মকেন্দ্রিক ভাবনা কৃত্রিম আচরণ যাতনা ,
স্বার্থের আকণ্ঠ পিপাসা মনজুড়ে লিপ্সা।
চালাকির রাজত্ব ঠকানোর কার্যকলাপে বীরত্ব,
বোকার তকমা নিজেকে বুদ্ধিমান উপমা ,
আসল পরিচয় গোপন সাদামাটা বিবরণ।
নানান সম্পর্কে হৃদ্যতা চেনাজানা মুগ্ধতা ,
রোজকার সান্নিধ্য প্রয়োজনে নৈকট্য আবদ্ধ ,
উদ্দেশ্যপ্রণোদিত কথন গোপন অভিসন্ধি রূপায়ণ ,
স্বার্থপর ছোবল সত্যাসত্য আড়াল প্রবল।
চালাক আত্মবিশ্বাসী সফলভাবে প্রয়োগে আগ্রাসী,
ঔদ্ধত্য পুরোপুরি বিপক্ষে সরলতা উপরি ,
ভাবনার অবহেলা অনুভূতির কদর্য ছেলেখেলা ,
নিদারুণ ফলাফল চালাকের হাসিমুখ উজ্জ্বল।
মনের ক্যানভাস কৃত্রিম রঙের আশ্বাস ,
বোকার অন্ধবিশ্বাস চালাকির ছিনিমিনি পরিহাস ,
নিষ্ঠুর উপহাস ছলাকলার বিস্বাক্ত নিঃশ্বাস।
বিশ্বাস চূর্ণবিচূর্ণ বোকা সাজাপ্রাপ্ত বিবর্ণ ,
চালাক হোলদোলহীন বোকামির কণ্ঠ শব্দহীন,
চালাকি মজ্জাগত শেষমেশ বোকাদের অবগত।
মিথ্যাচার নির্বিচার সত্যের আকারে প্রচার ,
সত্য চিরন্তন সাময়িক মিথ্যের বিচরণ ,
চালাকির শেষ বোকার হাতেই পরিশেষ।