লেখকঃ অভিজিৎ মজুমদার
ভালোবাসাতে প্রত্যাখ্যান দিনগুলো ছিল শুনশান ,
নিরবচ্ছিন্ন চাওয়া তোমাকে নির্লিপ্ত পাওয়া।
হৃদয়ের দরজা খোলা ভালোবাসার দোলা ,
তোমার নানান মতবাদ আমার প্রতিবাদ।
রোজকার পীড়াপীড়ি মান অভিমানে ছড়াছড়ি ,
পরিস্থিতি সঙ্গিন ভালোবাসা আহত প্রতিদিন।
গ্রহণযোগ্যতা বিবেচনাধীন তোমার মনের অধীন ,
প্রতীক্ষা অন্তহীন হয়তো ফিরবে সুদিন।
তুমি উদাসীন মনটা ক্রমশঃ শব্দহীন ,
নীরব যন্ত্রণা অসহ্য ভালোবাসার বঞ্চনা।
উপলব্ধি সুস্পষ্ট তোমার বিবেক আকৃষ্ট ,
হন্তদন্ত আগমন সময় হারিয়ে কথোপকথন।
আশ্বস্ত মনপ্রাণ তোমার আশ্বাস অনুদান ,
বাঁধনহারা আবেগী বন্যা তুমি অনন্যা।
খোলামেলা কথন তোমার দিকেই নয়ন ,
প্রেমে জাগরণ হৃদয়গাঁথা শব্দের বর্ষণ।
ভালোবাসা বিতরণ তোমাকে ছুঁতে আবেগপ্রবণ ,
মনপসন্দ তুমি মনতরঙ্গে প্রেমের ঊর্মি।
বড্ড সাবধানী কথাবার্তায় মাপা গন্ডি ,
অতিরিক্ত প্রত্যাশা তোমার উপর ভরসা।
স্বপ্নময় রজনী ভালোবাসার ভরপুর সৃজনী ,
ঊষার উঁকিঝুঁকি ঘুমভাঙা চোখে আঁকিবুকি।
প্রভাতের উষ্ণ আলোড়ন তোমার বিচরণ ,
মনপ্রাণ চঞ্চল আমার হৃদয় দুর্বল।
নিজস্ব পৃথিবী তোমায় ঘিরে ভাবি ,
শারীরিক বিপত্তি দায়িত্ব হস্তান্তরে আপত্তি।
ইচ্ছেগুলো পরাধীন ভবিষ্যত কুয়াশার অধীন,
ভালোবাসি তোমায় তাইতো মনে সংশয়।
জানিনা পরিণতি তোমার প্রতি আসক্তি ,
ভালোবাসা হৃদয়গ্রাহী তোমায় পেতে আগ্রহী।