অভিজিৎ মজুমদার
ছাপ্পান্ন ঘন্টা শব্দহীন বিস্বাদ অন্তহীন ,
ভুলে গেলি পুরোপুরি পারলি তাড়াতাড়ি।
ভালো করেছিস আমাকে দূরে ঠেলেছিস ,
কিছুই নেইতো আমার তোর দরকার।
মুক্তির জীবন বাঁধনহারা মনের ভ্রমণ ,
থাকবে না জ্বালাতন ভালোবাসার টানাপোড়েন।
অস্থিরতার সমাপ্তি মনজুড়ে সুখের ব্যাপ্তি ,
থাক নিজের মতো মনের ইচ্ছেমতো।
তোকে চেয়েছি ঠিক ভাবনাটাই বেঠিক ,
বুঝতে করলাম দেরি বিশ্বাসে বাড়াবাড়ি ,
অযথা হয়রানি তোকে নিয়ে টানাটানি।
প্রেমের ফাঁদে নয়ন আকাশের চাঁদে ,
বানভাসি আবেগ ভালোবাসার ঘনঘটায় ভাবাবেগ ,
বাড়ানো হাত মনেতে হাপিত্যেশ দিনরাত।
ভালোবাসা দুর্লভ ভাগ্যবানের হৃদয়ে সুলভ ,
ভাগ্যে বিদ্যমান হতভাগ্য হতশ্রী দৃশ্যমান ,
জীবনটা মরুভূমি ভালোবাসা মরীচিকার হাতছানি।
সবটাই হলো পরিস্কার যথার্থ বিচার ,
অকৃত্রিম ভালোবাসা তবুও মুখথুবড়ে প্রত্যাশা,
হোক না যন্ত্রণা বলবনা একআনা।
ভালো থাকিস সবটুকু মুছে ফেলিস ,
দেইনি কিছুই পেয়েছি অপরিমেয় সবকিছুই ,
স্মৃতির বারি কাটবে জীবন তরী।
ভালোবাসাতে বিপত্তি দিলাম নিজেকে আহুতি ,
দিতে হবেনা কিচ্ছুটি থাকিস হাসিখুশিটি।
হারিয়ে যাবো বহুদূরে মরণের তরে ,
ফেলবো না ছায়া হারাবি মায়া ,
অনুভব বিলীন তুই থাকিস স্বাধীন।