কষ্টের কবিতা

কষ্টের কবিতা Koster kobita গুলো আপনাদের জন্য দেয়া হলো । কষ্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না । মাঝে মাঝে বুকের কষ্ট গুলো জমাট বেঁধে যায় । যেন বুকের ভেতর টা জ্বলে পুড়ে যাচ্ছে । কিন্তু কাউকে কিছু বলতেও পারছি না । কোন ভাবে বুঝাতেও পারছি না । অনেকে তখন খুব ভেঙ্গে পড়ে । কি করবে কিছুই বুঝতে পারে না । কষ্টের সমুদ্র যেন বুকের ভেতর ঢেউ তুলতে থাকে । আমাদের এই কষ্টের কবিতা গুলো পড়ে হয়ত একটু ভালো লাগবে । আপনাদের কাছে সামান্য ভালো লাগলেই আমরা সার্থক ।

কষ্টের কবিতা :

কষ্ট আমার বুক ভরা, কষ্ট আমার মনে।
কত কষ্ট এই মনে কেউ কি তা জানে?
কষ্ট আমার হাসিতে গো কষ্ট আমার কান্নায়,
তাইতো আমি দিবা রাত্রি ভাসছি কষ্টের বন্যায়।

সুখ নামের ছোট্ট নৌকায় আমি দুঃখের মাঝি,
আমার কষ্টের ভাগ নিতে কেউ হয়না রাজি,
এ জীবনে চলতে গিয়ে পাইনি সুখের দেখা,
শান্ত নদীর মাঝে আমি তাই আছি একা।

ভালো থেকো সন্ধ্যা তারা,
ভালো থেকো হিজল বন,
পুড়ছে পুড়ুক হৃদয় আমার,
পুড়ছে পুড়ুক মন।

ঝরা পাতার বুকের কথা, কে জানতে চায়?
গাছের নিচে পড়ে থেকে নষ্ট হয়ে যায়,
মনের কথা মনেই থাকে, কষ্ট হয় খুব,
চোখের জল অঝোরে ঝরে, তবু থাকি চুপ।কষ্টের কবিতা

আজ হলো সেই দিন, সুখ পেলাম যত!
আজ হলো সেই দিন, বুকে পেলাম ক্ষত!
আজকের এই দিনে, আপন হলো পর!
আজকের এই দিনে, ভাঙলো এই অন্তর!

পারলে আমার সব কিছু ফেরত দিয়ে দাও,
তোমার দেয়া কষ্টগুলো তুমি নিয়ে যাও,
আর পারছিনা কষ্ট সইতে সকাল কিংবা রাতে,
যুদ্ধ করে ক্লান্ত আমি তোমার স্মৃতির সাথে।

সুখের এই দুনিয়াতে পেলাম না সুখের দেখা,
সুখের খোঁজে আজ আমি হয়ে গেছি একা,
সুখ পাখি উড়ে গেছে জানিনা কোথায় আছে,
সব আজ হারিয়েছি কেউ নেই আমার পাশে।

আজ থেকে বদলে যাবো, হয়ে যাবো নিষ্টুর!
করে আপন সাঁদা কাফন, পাড়ি দেবো অচিনপুর!
ভুলে গিয়ে সব কিছু, বাঁধবো একটি ঘর!
সেই ঘরটির নাম হবে, অন্ধকার কবর!

Read More >>  ভালোবাসার মেসেজ

Read more:>>> প্রেমের কবিতা

যখন আমি চাই তোমাকে কাছে পেতে,
তখনি তুমি চাও আমার থেকে দূরে যেতে,
তুমি আমাকে আর কোনোদিনও বুঝলে না,
হারিয়ে আমাকে আজও আর খুঁজলে না।

কিছু কষ্ট আছে জমা, এই না মনের ঘরে,
কিছুটা জল চোখটা বেয়ে অঝোর ধারায় ঝরে।
চোখটা মুছে হটাত আবার মিথ্যে করে হাসি,
হাসতে হাসতে খুঁজতে থাকি কেন ভালোবাসি?

যে মনে কাল স্বপ্ন ছিলো, ছিলো ভালোবাসা,
সে মন আজ ভেঙে গেছে, নেই কোনো আসা,
যে মনে কাল জমা ছিলো কতো না বলা কথা,
সে মনে আজ দুঃখ আছে, আছে কত ব্যাথা ।

জীবনে ছিলো আমাদের কত শত আশা,
সারা জীবন বাসবো ভালো, বাঁধবো ছোটো বাসা,
বাসা আজ ভেঙে গেছে, নেই কোনো আশা,
পড়ে আছে তোমার শুধু মিথ্যে ভালোবাসা।

দিয়েছো কতো আঘাত, দিয়েছ কতো যাতনা,
মুখ বুজে সহ্য করেছি, তোমার সব বঞ্চনা,
মুছে গেছে সব ব্যথা, নেই কোনো যন্ত্রণা,
ভুলে গেছি আজ তোমার পুরোনো সেই বঞ্চনা ।

মনের এই আয়না তে ছিলো না কোনো দাগ,
তবে আমাদের দুরুত্বের কেন এতো বড় ফাক,
সব কিছুই আজ মেনে নিয়েছি ভেবে নিজের লাক।

নিভিয়ে দাও সব আলো, হয়ে যাক রাত,
পাবার আর কিছু নেই খালি আমার হাত,
হাতের এই রেখাতে ছিলো কতো স্বপ্ন লেখা,
স্বপ্ন আজ হারিয়ে গেছে হয়ে গেছি একা,
আর তুমি পাবে না আমার কোনো দেখা।

দুঃখের কবিতা :

বেসে ছিলাম কতো ভালো, করলে অভিনয়,
ভেঙে দিলে ভালোবাসা , জীবন দিলে দুঃক্ষময়,
বলার আছে অনেক কিছু , দেখার অপেক্ষায়,
এই দিন তাই শেষ নয়, একদিন আসবে আমারও সময়।

আশায় আশায় বসে ছিলো আমার এই মন,
ভেবে ছিলাম তাকে, কতো যে আপন,
আপন আজ পর হয়েছে পাই না তার দেখা,
সব কিছু হারিয়ে এই মন আজ একা।

ফুল গুলি সব ঝরে গেছে, বাগান আজ শুন্য।
তোমায় সৃতি মনে হলে লাগে যে বিষন্ন।
হঠাৎ করে হারিয়ে গেলে অজনা এক দেশে।
কেমন করে চলে গেলে হাওয়ার সাথে মিশে?
পাখির গানে ঘুম ভাঙ্গে, তোমার ফোনে না।
প্রতিক্ষার প্রহর শেষে দেখা হল না..!!দুঃখের কবিতা

Read More >>  Bangla good morning sms

আকাশের নীল পাখি আকাশেই উড়ে যায়,
মন কেনো আজ শুধু তোমাকেই ছুঁতে চায়,
আকাশের নীল পাখি মাটিতে তো আসে না,
মনের খাঁচায় কেনো ধরা তো দেয়না।

খাঁচার বন্দি পাখি খাচাতে রয় না,
মনের এতো জ্বালা, মন আর শয় না,
পাখির জ্বালা কেনো আর কম হয় না,
খাঁচার বন্দি পাখি খাচাতে রয় না।

গোলাপকে ছিড়তে গেলে কাঁটা লাগে হাতে,
মনের মানুষকে ভুলতে চাইলে ব্যথা লাগে বুকে,
তাই শত কষ্টের মাঝে মনে রাখতে চাই তোমাকে ।

করেছিলে মন নিয়ে কতো খেলা,
ফিরে দেখলে না যাবার বেলা,
চলে গেলে হাত টা ছেড়ে,
ধরলে না আবার ফিরে।

আমার নিভে যাওয়া প্রদীপ তুমি পারবে কি জ্বালাতে —!
আমার ভুলে যাওয়া স্বপ্ন পারবে কি দেখাতে —!
আমার হৃদয়ের গোপন কথা তুমি পারবে কি শুনতে –!
ভেঙ্গে যাওয়া জীবন আমার তুমি পারবে কি গড়তে —!

অবুঝ মন শুধু বসে বসে কাঁদে,
মিথ্যে ভালোবাসায় পড়ে যায় লোকের ফাঁদে,
মন আজ মনের কথা শোনে না,
কি যে চায় মন নিজেও তা বোঝে না।

একাকি রাজপথে নিঃসঙ্গ পথচলা,
পথের অন্তরালে তুমি আর তোমার ছায়া;
নিস্তব্ধ দ্রোহের মায়াজালে শূন্যতার প্রতিশ্রুতি,
তুমি অন্ধকার, চারিদিকে অন্ধকার।

মনে কষ্ট নিয়ে বসে আছি আমি,
ভাবছি শুধু তোমার কথা কোথায় আছো তুমি।
তুমি কেন এভাবে কাঁদালে আমায়,
সেদিন তো বলেছিলে কোনোদিনও ভুলবেন আমায়!

জানি না হাঁরিয়ে গেছো কোন দূর অজানায়…
জানি না কি ভূল ছিল আমার ভাবনায়…
তাই পেয়েও হাঁরিয়েছি আজ তোমায়…

Koster kobita :

আমায় দেখে তুমি ও কাঁদবে বিস্ময়ে,
গতির অভাবে সুখ থেমে যাবে না তোমার ।
হাত বাড়ালে সঙ্গির অভাব হবে না,
আমায় হয়তো আর খুঁজে পাবে না ।
দিন যাচ্ছে আজ একা একা এই আমার,
অশ্রু সাথি হবে দেখো একদিন তোমার ।
থাকবে সবাই তোমার পাসে সারা বেলা,
খুজে পাবে না হয়ত এই আমায় কোন বেলা ।
আছি দূরে কষ্ট নিয়ে আজ সুখে আছ তুমি,
তোমার আকাশ সুনিল আর আমার মুরুভুমি !koster kobita

Read More >>  কষ্টের এসএমএস

কালের খেয়ায় স্বপ্ন দিচ্ছে পারি দুঃখের নীল অস্তরাগে।
তোমায় ভালোবেসে কন্ঠস্বর বেদনার ঝড় হয়ে আসে।
অবিশ্বাসের মেঘে মোর কান্নাভেজা মুখ খানি ভাসে।
মোর জীবন যেন বিদায় নেয় তোমার মৃত্যুর আগে।

তবে খুজে দেখো ঐ নীল আকাশের মাঝে।
যদি বুঝতে চাও আমায়,
তবে কুল ভাঙ্গা নদীকে বোঝ।
যদি অনুভব করতে চাও আমায়,
তবে অনুভব করো কালো অন্ধকারকে।
যদি সঙ্গি করতে চাও আমায়,
তবে সঙ্গি করো নিঃসঙ্গতাকে।
যদি ভালোবাসতে চাও আমায়,
তবে ভালোবাসো নয়নের অশ্রুকে।
যদি আপন করতে চাও আমায়,
তবে আপন কর কষ্টকে।
তবে খুজে দেখ কে আমি ?
পারো কি বুঝতে আমায় ?

দেখো না আর পিছু ফিরে,
ভাসিয়ো না আর নিজেকে অশ্রু জলে….
বুকে চাপা কান্না নিয়ে, মুখে মলিন হাসি নিয়ে…
কেঁদো না আর চুপিসারে…
দেখো চেয়ে আমার চোখে,
চেয়ে দেখি তোমার পথ চলা পিছু থেকে…
রাত আসে ঘুম নিয়ে…
খুজে নিও আমায় তোমার স্বপ্ন মাঝে…
ভেব না তুমি, আমি গেছি হারিয়ে…
পড়বে না মনে আর তোমাকে…
আছি তোমার ই পাশে ছায়া হয়ে…
খুজে পাবে তোমার হৃদয় মাঝে.!!

আমাদের এই কষ্টের কবিতা গুলো কেমন লাগলো আপনাদের কাছে । নিচে কমেন্ট করে জানাবেন । আপনাদের কাছে ভালো লাগলেই আমাদের সার্থকতা । আমাদের এই বিশেষ আয়োজন দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ । আমাদের সাথেই থাকবেন ।

1 Comment

  1. খুবেই কষ্টের । তবে আমি মনে করি আমার মত কেউ যেন আর কষ্ট না পায়। আর একটা কেউ ভুল করেও প্রেম করতে যেও না ।
    আমি
    #SAD_KING_MINARUL__ISLAM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *