লিচুর ছবি , লিচু জৈষ্ঠ্য মাসের একটি সুস্বাদু ও রসালো ফল। ছোট-বড় সকলেই লিচু খুব পছন্দ করে। বিশেষ করে লিচু বাচ্চারা খুব বেশি পছন্দ করে। আম সহ জৈষ্ঠ্য মাসের ফলগুলোর মধ্যে লিচু হচ্ছে সেরা ফল। লিচু পছন্দ করেনা, বাংলাদেশ এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। লিচু দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মিষ্টি। এককথায় লিচু একটা স্ট্যান্ডার্ড ফল। বাংলাদেশের রাজশাহীতেই লিচু বেশি জন্মে। বাংলাদেশে এটি খুবই জনপ্রিয় একটি ফল । তবে খালি পেটে লিচু খেলে হতে পারে অনেক বড় অসুখ । তাই লিচু খাবেন কোন কিছু খাওয়ার পর । ভাত খাওয়ার পর লিচু খেতে পারেন । লিচুতে অনেক পুষ্টিগুণ রয়েছে । তাই এটি আমাদের বেশী করে খেতে হতে । তবে সাবধান থাকতে হবে, যেন খালি পেট না হয় ।