মামুন নামের অর্থ কি ? সদ্যজাত বা অনাগত শিশুর নাম কি রাখবেন তা নিয়ে ভেবে ভেবে অনেক সময় নাভিশ্বাস ওঠার জোগাড় হয় বাবা মা এর। প্রত্যেক বাবা মা ই তার সন্তানের জন্য খোঁজেন এমন একটা সুন্দর নাম, যা একই সাথে স্মার্টও হবে আবার ধর্মীয় একটা ভাবও থাকবে। আপনিও যদি আপনার সন্তানের জন্য একটা সুন্দর, স্মার্ট ও ধর্মীয় ভাবসম্পন্ন নামের খোঁজ করে থাকেন তবে আপনার জন্য সমাধান হতে পারে “মামুন” নামটি। কিন্তু স্বভাবতই আপনার জানার ইচ্ছা হবে নামটির অর্থ জানার জন্য।
মামুন নামের অর্থ কি ?
মামুন নামটির আভিধানিক অর্থ হলো সম্মানিত বা বিশ্বস্ত।
মামুন নামের ইংরেজি বানান :
মামুন নামটির ইংরেজি বানান হলো : Mamun
মামুন নামটি কোন লিঙ্গের :
মামুন নামটি সাধারণত ছেলেদের ক্ষেত্রেই ব্যবহৃত হয়ে থাকে। একজন সুদর্শন, ব্যাক্তিত্বপূর্ণ পুরুষের নাম হিসেবে মামুন নামটি যথার্থ।
মামুন নামটি কেন জনপ্রিয়!
নামের ক্ষেত্রে সবচেয়ে গ্রহণযোগ্য নাম হলো তিন অক্ষরের নাম। এ ধরনের নাম ধরে ডাকা সহজ। বানানও সহজ৷ মামুন ও তেমনি তিন অক্ষরের নাম। এছাড়াও নামটি যথেষ্ট স্মার্ট ও সময়োপযোগী নামটির অর্থও খুব সুন্দর৷
এই নামটি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া প্রভৃতি মুসলিম অধ্যুষিত দেশে জনপ্রিয় একটি নাম।
আরো জানুনঃ>>> রুবেল নামের অর্থ কি
মামুন কি ইসলামিক নাম?
মামুন একটি ইসলামিক পারিভাষার শব্দ। এর উৎপত্তি আরবি ভাষা থেকে। আরবিতে এর অর্থ সম্মানিত বা বিশ্বস্ত।
মামুন নামটির সহযোগে কিছু নাম :
রাহি মামুন, মামুনুর রহমান মামুন, মামুন হোসেন, মামুন ইকতিদার, মামুন তরফদার, মামুন ইসলাম, মামুন শেখ, মামুন হোসাইন, মামুন আহমেদ, মামুন হাসান, মোহাম্মদ মামুন, আব্দুল মামুন, মামুন মাহতাব, মামুন মুনতাসির, আল – মামুন, মোস্তফা মামুন, শাহ আলম মামুন, মামুন হাওলাদার, মামুন শিকদার, মামুন রায়হান, মামুন জামান, মামুন হক, মামুন চৌধুরী, মামুন মুন্সি, আবদুল্লাহ আল মামুন৷
মামুন নামের বিখ্যাত ব্যাক্তি :
আব্দুল্লাহ আল মামুন (জন্মঃ৩১ ডিসেম্বর, ১৯৬৬) একজন বাংলাদেশী পদার্থবিজ্ঞানী। তিনি ঢাকাস্থ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
আপনার সন্তান মামুনও হতে পারে ভবিষ্যতের কোনো বড় বিজ্ঞানী কিংবা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি। আপনার সন্তানের মাধ্যমেই মামুন নামটি আরো বিকশিত ও সমৃদ্ধ হবে। মামুন নামটিকে আপনার সন্তানই হয়তো আরো মহিমান্বিত করে তুলবে।